শীতকাল!

in hive-120823 •  8 days ago 
pexels-ekamelev-813872.jpgSource
বন্ধুরা,

শীত তো দরজায় কড়া নাড়ছে। এখন দিনের বেলায় হালকা গরম পড়লেও মাঝরাতের পর বেশ শীত লাগছে। আমিও তো এখন থেকে কাঁথা গায় দিয়ে ঘুমানো শুরু করেছি।

দিনের বেলায় গরম আর রাতে হালকা ঠান্ডা এই দুরকম আবহাওয়ার কারনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আমি নিজেও তার ভুক্তভোগী। আবহাওয়ার পরিবর্তনের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে অনেকেরই আবার অনেকেই সহজে মানিয়ে হয়।

সৃষ্টিকর্তা একেকজনকে একেক রকম শক্তি দিয়েছে তাই তো আমরা একে অপরের থেকে ভিন্ন।

pexels-kristingroth2-54200.jpgSource

কাঠফাটা রোদ্দুর আর অসহ্য গরমকে দুরে সরিয়ে এবার কনকনে শীতের সাথে যুদ্ধ শুরু হবে। তবে যে যাই বলুন না কেন,

শীত কাল আমার সব থেকে প্রিয়

শীত কালে সব থেকে বেশি ভালো লাগে রাতের বেলায় কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে।

অনেকে অবশ্য কম্বল মুড়ি দিতে পারেন না কারন তাদের নিশ্বাস নিতে কষ্ট হয়। তবে এটা আমার কাছে বেশ ভালো লাগে।

এটা তো গেলো শীতকালের ভালো লাগার বিষয়। আর শীত কালের খারাপ দিক হলো -

স্নান করতে খুব খুব কষ্ট হয়। আমার তো শীতকালে স্নান করতে ইচ্ছে করে না তবুও বাধ্য হয়ে করতে হয়।

কেন বাধ্য হয়ে করতে হয় জানেন?

  • বন্ধু বান্ধব জানতে পারলে হাসাহাসি করবে বলে। বলতে পারেন লোকলজ্জার ভয়ে বাধ্য হয়ে স্নান করতে হয়।

শীত কালে আমার স্নান করা নিয়ে একটা মজার ও একই সাথে গোপন তথ্য আছে।

pexels-pixabay-258303.jpgSource

আমি যখন মাধ্যমিকে পড়তাম। তখন অনেক সকালে আমাকে স্কুলে যেতে হতো কারন প্রথমে প্রাইভেট পড়তে হতো তারপর স্কুল শুরু হতো। একারনে অনেক সকালে বাড়ি থেকে রওনা করতে হতো।

সারা বছর ঠিকঠাক ভাবে সব কিছু চললেও শীতকালে বেশ বিপদে পড়তাম। শীতকালে এত সকালে স্নান করা সত্যি যুদ্ধ জয় করার মতো একটা অবস্থা ছিলো!

তবে এই সমস্যা থেকে বাঁচার জন্য মাঝেমধ্যে একটু চালাকি করতাম সেটা হলো -

সকাল বেলা যখন মা - বাবা বাড়িতে থাকতো না সেই সুযোগ বুঝে স্নান করতে গিয়ে স্নান না করেই মাথায় কোনো রকম জল দিতাম আর জামা কাপড় ধুয়ে এনে সেগুলো এমন জায়গায় শুকাতে দিতাম যেখানে সবার চোখ পড়ে।

বাড়িতে যেহেতু বাবা মা দু'জনই জানতো আমি শীতকালে স্নান করতে চাই না। তবে বাড়িতে এসে মা জামা কাপড় শুকাতে দেওয়া দেখে ভেবে নিতো হয়ত আমি স্নান করেছি। 😀

ভাববেন না যে সব সময় এমন করতাম। যেদিন অনেক বেশি শীত করতো সেদিন এই চালাকিটা করতাম মাঝে মাঝে।

pexels-pixabay-259698.jpgSource

যাহ,

নিজের গোপন তথ্যটা নিজেই বোকার মতো ফাঁস করে দিলাম।

তবে এখন তো বড় হয়ে গেছি তাই স্নান করাটা মানসম্মানের সাথে জড়িয়ে গেছে। সেটা কেমন?

এখন যদি বাড়িতে বলি আজ স্নান করবো না ভীষণ শীত করছে। তখন মা বাড়ির পাশের ছোট বাচ্চাদের উদাহরণ দিয়ে বলে -

ওরা ছোট বাচ্চা হয়ে স্নান করতে পারছে তার আমি এত বড় হয়ে স্নান করতে চাইছি। এটা শোনার পর একটু সম্মানে লাগে আর কি! তাই যতই শীত পড়ুক না কেন স্নান করতেই হয়।

তবে জানেন,

মাঝে মাঝে খুব দুঃখ লাগে এবং সেই সাথে কষ্টও লাগে। যখন কনকনে ঠান্ডায় কষ্ট করে স্নান করার পরও বন্ধুরা সেটা বিশ্বাস করে না।

তখন মনে হয়,

কি লাভ তাহলে এত কষ্ট করে স্নান করে, যদি কেউ বিশ্বাসই না করে!

END
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

muzack1.gif

Thank you very much for you support.🙏

মজা পেলাম, 😁
তাও ভাল যে আপনি লোক লজ্জার ভয়ে গোসল করার কথা চিন্তা করেন।।
তবে আপনার সাথে আমিও একমত শীতকালে আমার গোসল করতে একদমই ইচ্ছা করে না।।
বিয়ের আগে একরকম ছিলো এখন বিয়ে হয়েছে আমি সন্তান শ্বশুর বাড়ি এসেছি এখন আর এরকম কাজ করে থাকা অসম্ভব।। তবে এটা আমি বলবোই শীতকালে আমার গোসল করতে হয় একদমই মনের বিরুদ্ধে।।।

তবে আমি শীতকাল অনেক পছন্দ করি,, সবকিছু সবজি থেকে শুরু করে একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমানো পর্যন্ত।।

যাক শুধু আমিই এই তালিকায় না, আপনিও যে আমার দলে ছিলে সেটা জেনে ভালো লাগলো 😀

আমিও আগে স্নান মিস দিতাম তবে এখন আর দেই না। বড় হয়ে এখন স্নান না করলে অনেকে খেপায় এজন্য বাধ্য হয়ে স্নান করতে হয়। শীতকাল মানে মজার মজার খাবার খাওয়া আর কম্বল গায় দিয়ে শুয়ে থাকা। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।

শীতের সময়টা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু খারাপ লাগে শুধু সকাল বেলা যখন ঘুম থেকে উঠে গোসল করতে হয় তখন অনেক কষ্ট হয়। রাতের বেলা শীতের সময় বন্ধুদের সাথে আড্ডা দিতেও অনেক ভালো লাগতো আমার সেই দিন গুলো মিস করি অনেক বেশি। পাশা পাশি খেজুরের রস রসের পিঠা এবং শীতের সময় আরো অনেক কিছু আছে যে গুলো এখন অনেক বেশি বেশি মিস করি আমি। যাইহোক ভাইয়া অনেক সুন্দর একটি পোষ্ট শীত নিয়ে লিখেছেন আপনি আমাদের মাঝে যেটা দেখে অনেক ভালো লাগলো।

শীত কালের সব কিছুই ভালো লাগে তবে খারাপ লাগে শুধু স্নান করার বিষয়টা। শীত কাল মানেই তো খেজুরের রসের পিঠা। শীত কালের আরেকটা বিষয় যেটা খুব উপভোগ করি সেটা হলো, ব্যডমিন্টন খেলা। কদিন পরই শুরু করে দিবো ব্যডমিন্টন খেলা। আর হ্যা, যদি মজা করে কোনল দিন স্নান বন্ধ দেই অবশ্যই জানাবো। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।

আপনি শীতকালের বেশ কিছু অনুভুতি শেয়ার করেছেন যেগুলো পড়ে প্রায় আমার অনুভূতির সাথে মিলে যাচ্ছে ৷ তবে আমি শীতের সময়ও প্রতিদিন স্নান করি আর স্নান না করলে রাতে ঘুমাতেই পারি না ৷

তবে শীতকালে কম্বল নিয়ে শুয়ে থাকার মজাই অন্যরকম এদিকে সকাল থেকে দুপুর হয়ে যায় তারপরও ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

শীতের সময় কম্বল ছেড়ে উঠতে মন চায় না তবে ৮/৯ টা বাজলে আর শুয়ে থাকতেও ভালো লাগে না। তবে স্নান করতে গেলে কিছুটা সমস্যায় পড়তে হবে তবুও কষ্ট করে হলেও করি। যদিও বছর কয়েকআগে স্নান করা নিয়ে কিছুটা ফাঁকিবাজ ছিলাম।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য।