Source |
---|
আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলে সব থেকে বেশি কোন জিনিসটা প্রয়োজন ?
তবে আমি উত্তরে বলবো, বিশ্বাস ও আস্থা!
বিশ্বাস না থাকলে কোনো দিন কোনো সম্পর্ক টিকে থাকে না। আর বিশ্বাস হলো ভেঙে যাওয়া কাঁচের টুকরোর মতো। যেটা ভেঙে গেলে আর কখনও জোড়া লাগানো যায় না।
বিশ্বাস শব্দটা মুখে বলাটা যত সহজ বাস্তবে সেটা রক্ষা করা ততটাই কঠিন। পৃথিবীতে যেসব জিনিসগুলো দেখতে সহজ সেগুলো করাটা ততটাই কঠিন।
পাহাড় দেখলে মনে হয়, এইতো এটুকু উঁচু, ঠিকই পাহাড়ের চুড়ায় পৌঁছে যেতে পারবো। তবে পাহাড়ে আহরোণকারী ব্যক্তিই জানে সেটা কতটা কঠিন কাজ!
আমাদের বাড়িতে বেশ বড় একটা পুকুর রয়েছে, ছোটবেলায় মনে হতো পুকুরের এপার থেকে ওপারে সাঁতরে পৌঁছানো কোনো ব্যপারই না। তবে যখন সত্যিকারে সেটা করতে যেতাম খুব কষ্ট হতো।
Source |
---|
তাই স্বাভাবিকভাবে কারো আস্থার মূল্য দেওয়াটা অনেক বেশি কঠিন কাজ। যদি বিশ্বাস রাখা এতটাই সহজ হতো তাহলে চারিদিকে এত বিচ্ছেদের আওয়াজ হতো না!
দুনিয়া উন্নত হওয়ার সাথে সাথে আরও বেশ কিছু বিষয়ে আধুনিকতার ছোয়া পেয়েছে।
ভালোবাসা আর ভালো লাগার মধ্যে অনেক তফাত।
শুনতে কিছুটা অবাক লাগলেও -
বর্তমান সময়ে যখন দেখি ষষ্ঠ বা সপ্তম শ্রেণীর ছেলে মেয়ে প্রেম করছে তখন মনে মনে ভাবি, এরা বেশি দ্রুত গতিতে হাঁটছে নাকি আমিই ধীরগতির ছিলাম।
তবে এই ধীরগতি নিয়েই আমি সন্তুষ্ট। কারন কথাতেই তো আছে, যে গাছ দ্রুত বাড়ে সেটা ঠিক ততটাই দ্রুত ভেঙে পড়ে।
সত্যি কথা বলতে, যে বয়সে এসব ছেলেমেয়েদের প্রেম করতে দেখছি এই বয়সে স্কুলে গিয়ে পড়াশোনা আর খেলাধুলার বাইরে আর কিছু বুঝতাম না। স্কুল শেষ করে বাড়ি গিয়েই খেলাধুলা শুরু হয়ে যেত।
Source |
---|
সত্যি বলতে, এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোটো ছোটো বাচ্চাদের চলাফেরা দেখি তখন অবাক হয়ে তাকিয়ে থাকি। না আছে কোনো শিষ্টাচার আর না আছে ভদ্রতা। রাস্তা দিয়ে অশ্লীল কথা বার্তা আর অসামাজিক আচরণ করাটা এদের কাছে খুব স্বাভাবিক।
বড়দের সামনে কিভাবে চলা উচিত বা কার সামনে কিভাবে কথা বলা উচিত এটার জ্ঞান নেই বললেই চলে।
ওদের কথা বার্তা শুনলে মাঝে মাঝে আমাদের নিজের কাছেই লজ্জা লাগে এবং ওদের থেকে মুখ ঘুরিয়ে নিতে হয়। আমরা এখনও যেসব মানুষকে সম্মান করে চলি, যাদের সামনে মাথা নিচু করে কথা বলি আর এখনকার বাচ্চারা তাদেরকেই অসম্মান করে কথা বলে।
এই বয়সের ভালোবাসা হলো কুয়াশায় ঢাকা রাস্তার মতো, সামনের সব কিছু যেন অস্পষ্ট। কয়েকদিন যেতে না যেতেই যখন আবেগের ঘনঘটা কেটে যায় তখন যেন সকল ভালোবাসা কোথায় জানি হারিয়ে যায়। তাই সব কিছু বোঝার বা করার একটা নির্দিষ্ট সময় রয়েছে। সঠিক সময়ে সঠিক কাজের ফলাফল সব সময় ভালোই হয়।
Your post has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন। 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ই সত্য কথা যে এই বয়সের ভালোবাসা হলো কুয়াশায় ঢাকা রাস্তার মতো, সামনের সব কিছু যেন অস্পষ্ট। আর এই অস্পষ্ট পথেই সবাই পা বাড়াতে চায়, বিশেষ করে কম বয়সী মানুষেরা। এখন প্রেম ব্যাপারটা অনেকটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বিএফ বা জিএফ না থাকলেই যেন নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit