সরিষা ফুলের ফটোগ্রাফি!

in hive-120823 •  7 days ago  (edited)

IMG_20250113_154250.jpg

Hello Everyone,,,

অনেক দিন হয়ে গিয়েছে ফটোগ্রাফি শেয়ার করা হয় না।
তাই আপনাদের মাঝে আজ ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটা আমার বছরের প্রথম ফটোগ্রাফি পোস্ট।

প্রতিটা দিন মানুষের মনের ভাবনাগুলো একই রকম থাকে না। কখনও আনন্দের বা কখনও অদ্ভুত ভাবনায় দিন কাটে আর এসবই হয়ে থাকে আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারনে! যে পরিস্থিতির সাথে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সেগুলো আমাদের মনকে প্রভাবিত করে।

IMG_20250113_154242.jpg

সাধারণত আমি দুপুরে কিছুটা সময় ঘুমাই। তবে শীতের সয় বেলা অনেক ছোট হওয়ায় ঘুমানোর সময় পাওয়া যায় না। তাই বিকালে বাড়ির উঠান দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তখন পাশের বিলে অনেকে ক্ষেত করেছে সেখানে চোখ পড়লো।

কত সুন্দর শর্ষে ফুল ফুটেছে দেখলেই মন জুড়িয়ে যায়। তখন সূর্যের রশ্মি এসে পড়ছে। সূর্যের রশ্মি পড়ার কারনে ফুলগুলো যেন আরও বেশি সুন্দর লাগছিলো।

IMG_20250113_154235.jpg

ফোনটা নিয়ে চলে যাই শর্ষে ফুলের নিকটে। বাড়ির পাশেই ক্ষেত হবে আগে কখনও সেভাবে খেয়াল করে দেখিনি ফুলগুলো।

একটা বিষয় ভেবে দেখেছেন?

অনেক ভেবে দেখলাম। এই ফুলগুলোর সাথে মানুষের অনেক মিল!

সেটা কিভাবে?

ফুলগুলো যখন সতেজ থাকে তখন সেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে এবং সৌন্দর্য প্রেমি মানুষ ফুলগুলোর কাছে আসে, ফুলের গন্ধ নেয় আবার কখনও স্থান পায় মেয়েদের চুলের খোপায়!

তবে কয়েকদিন যেতে না যেতেই যখন ফুলগুলো শুকিয়ে যায় তখন সেগুলোর দিকে কেউ ফিরে তাকায় না।

কি ঠিক বললাম তো ?

ঠিক তেমনই বয়সের সাথে সাথে মানুষের চেহারাও মলিন হয়ে যায়, তখন আর যুবক বয়সের মতো কেউ তার কাছে যেতে চায় না।

অধিকাংশ মানুষই আমরা রূপ ও সৌন্দর্যের প্রেমে পড়ি। আবার অনেকে নিজের চেহারা নিয়ে অহংকার করি, এটা জানা শর্তেও যে এই রূপ চিরদিন এক রকম থাকবে না। আর এর শেষ পরিনতিও আমরা জানি।

মানুষ তার দীর্ঘজীবন কালে যেটা উপলব্ধি করতে পারে হয়ত এই ফুলগুলো তাদের কয়েকদিনের জীবনকালে সেটা খুব ভালো ভাবে বুঝতে পারে যে, এই পৃথিবীর প্রতিটি প্রাণীর কাছে ততক্ষণ মূল্য আছে যতক্ষণ নিজের সৌন্দর্য রয়েছে!

IMG_20250113_154330.jpg

যাই হোক, এসব ভাবনা পাশে রেখে ঝটপট কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম কারন কিছুক্ষণ পরই সূর্যের রশ্মি হ্রাস পেতে থাকবে এবং ফটোগ্রাফি ভালো হবে না। অন্ধকারে ফুলের সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে না।

IMG_20250113_154315.jpg

কিছু সময় সেখানে একা একা হাঁটাহাটি করলাম। আমি একা বললেও ভুল হবে কারন দুরেই কয়েকজন মাঠে কাজ করছিলো। সবাই বলে, শর্ষের মধ্যে ভূত! তাই তো সন্ধ্যা নামার আগেই সেখান থেকে চলে আসলাম, ( যদিও প্রবাদটার মানে ভিন্ন) । সকলে ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে যতটুকু বুঝতে পারলাম আপনি ফুলের সাথে মানুষের জীবনচক্রের একটি ধারণা দিয়েছেন।অনেক সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন, যা মানুষের বর্তমানে চিন্তাশক্তি পরিবর্তন করবে। আর আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আমি সরিষা ফুল অনেক পছন্দ করি। এই সরিষা ফুল দিয়ে খুব ভালো বড়া বানানো যায় এবং অনেক সুস্বাদু হয়ে থাকে। আমি নিজের হাতে খেতে নেমে এই সরিষা ফুল তুলেছিলাম। আপনার এই পোস্ট পড়ে সে পুরনো দিনের কথা মনে পড়ে গেল! ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য, শুভকামনা রইল দাদা।

কি আর বলব দুঃখের কথা আমাদের এখানে সরিষা গাছ রোপন করা হয় না বলে আমরা সরিষা ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে পারি না আপনি ঠিকই বলেছেন ফুলগুলো যখন সতেজ হয়ে ওঠে তখন সেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে সরিষা ক্ষেতের মধ্যে ভূত রয়েছে এটা অনেক আগে থেকেই আমরা সরে আসছি তবে কতটুকু হয়েছে সেটা আমি জানি না অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Loading...

সর্ষে ফুল আমার ভীষণ প্রিয়। ছোটবেলায় ভাবতাম সরষের ক্ষেতে বেড়াতে গেলেই ছবি তুলবো। কিন্তু কখনোই তা হয়ে ওঠেনি ।অনেক সময় বাসে করে যাতায়াত করার সময় দূর থেকেই জমিতে সরষে ফুল ফুটে থাকবে দেখতাম। কিন্তু এ বছরে বাপের বাড়িতে বেড়াতে গিয়ে সরষের ক্ষেতে অনেক ঘুরে বেড়িয়েছি। অনেক ছবিও তুলেছি। আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর হয়েছে।

ভাইয়া পোস্টটি পড়ে মনটা যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেল! শর্ষে ফুলের সৌন্দর্য আর সূর্যের রশ্মির কথা আপনি এমনভাবে বর্ণনা করেছেন, মনে হলো নিজেই সেখানে দাঁড়িয়ে আছি। আপনার তুলনা আর ভাবনাগুলো সত্যিই গভীর ও বাস্তব। প্রকৃতি আমাদের কত কিছু শেখায়, কিন্তু আমরা তা অনুভব করি না। ছবিগুলোও অসাধারণ হয়েছে! আপনার আরও এমন ফটোগ্রাফি পোস্টের অপেক্ষায় থাকলাম। শুভকামনা রইল।

আমার ফটোগ্রাফিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সরিষা ফুলের উপর সূর্যের রশ্মি পড়ার কারনে আরও বেশি সুন্দর লাগছিলো। প্রকৃতির প্রতিটি উপাদান থেকে অনেক কিছু শেখার আছে। প্রকৃতিই আমাদের সব থেকে ভালো শিক্ষক।