মনের মতো একটা দিন!

in hive-120823 •  5 days ago  (edited)
IMG_20221125_004417.jpg

Hello Everyone,,,

আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। খেলাধুলা আমি অনেক ভালোবাসি, আমার পোস্ট যারা পড়েন তারা সেটা হয়ত খুব ভালো ভাবে বুঝতে পেরেছেন।

তবে আমি খেলাধুলা করার থেকে দেখতেই বেশি পছন্দ করি। আমি ফুটবল ও ক্রিকেট উভয় ম্যাচ দেখতে ভালোবাসি। আজকের দিনটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারন আজ আমার পছন্দের ফুটবল ও ক্রিকেট দলের ম্যাচ ছিলো।

ছোটবেলা থেকে আজ পর্যন্ত বুঝতে শেখার পর থেকে ফুটবলে ব্রাজিল এবং ক্রিকেটে ভারতের ম্যাচ দেখতে ভালোবাসি। যদিও বাংলাদেশি, তাই বাংলাদেশকে সাপোর্ট অবশ্যই করি তবে খেলার সৌন্দর্যের বিচার করলে ভারতের খেলা পছন্দ না করে উপায় নেই।

Screenshot_2024-06-29-07-06-41-058_insure.cable.estate.jpg Screenshots From Football Live HD Apps

আজ সকালটা শুরু হয়, ব্রাজিলের ম্যাচ দেখার মাধ্যমে। যদিও তাদের বর্তমান দলের পারফরম্যান্স ভালো যাচ্ছে না তাই ম্যাচটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। রাতে ঘুমানোর আগে এলার্ম দিয়ে রেখেছিলাম যাতে যথাসময়ে উঠতে পারি।

আপনারা হয়ত জানের কোপা আমারিকা টুর্নামেন্ট শুরু হয়েছে আর সেখানে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ কোস্টারিকার সাথে ড্র করেছে তাই টুর্নামেন্টে টিকে থাকতে বা পরের রাউন্ডে যেতে আজ জয়ের কোনো বিকল্প নেই তাই দলের সকলের উপর বাড়তি চাপও ছিলো।

আজ ব্রাজিল মাঠে নেমেই আক্রমনাত্মক ফুটবল খেলতে শুরু করে এবং কিছু সময়ের ভিতর ব্রাজিল একটা পেনাল্টিও পেয়ে যায় তবে সেটাকে কাজে লাগাতে পারেনি। পেনাল্টি মিস করার পর মনে হচ্ছিলো এই দলকে দিয়ে আর কিছু হবে না শুধু শুধু ঘুম নষ্ট করে ম্যাচ দেখছি। কিন্তু বলতে না বলতেই ভিনিসিয়াস জুনিয়র দলের প্রথম গোলটা করে। অবশেষে একটু স্বস্তি পেলাম।

Screenshot_2024-06-29-07-06-56-067_insure.cable.estate.jpgScreenshots From Football Live HD Apps

ইনজুরির কারনে দলের হয়ে নেইমার খেলতে পারছেন না। অনেকেই নেইমারকে পছন্দ করেন না তবে সে না থাকলে দলের কি নাজেহাল অবস্থা তৈরি হয় সেটা দেখতেই পাচ্ছি এখন। আর তাছাড়া ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন নেইমারের নামের পাশে।

ম্যাচের হাফ টাইমের আগে ব্রাজিল ৩ গোল করে বিরতিতে যায় এবং তারপর আবার ম্যাচ শুরু হলে ব্রাজিল একটা গোল খেয়ে বসে। শেষ পর্যন্ত আজকের ম্যাচটা ৪-১ গোলে জয়লাভ করে ব্রাজিল।

আজকের জয়টা দলের মনোবল ফিরে পেতে সাহায্য করবে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ ব্রাজিলের খেলার কোয়ালিটি ভালো ছিলো। শুধু যে জয় পেয়েছে বলে বলছি না। আজ সবাই বল পাস ও সফলভাবে ড্রিবলিং করতে পারছিলো। মনোবল ধরে রাখতে হবে তাহলেই জয় লাভ করা সম্ভব।

সকালের শুরুটা বেশ ভালো হলেও আজকের সব থেকে বড় উৎসাহ ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিকে যেখানে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বর্তমান সময়ে ভারত টুর্নামেন্ট জুড়ে ভালো খেললেও ফাইনালে ভাগ্য সহায় হচ্ছে না।

Screenshot_2024-06-29-22-00-05-348_com.mi.android.globallauncher.jpgScreenshots From Mobile Apps

আজও ম্যাচ শুরু হলে তেমনই দুর্ঘটনা ঘটে যায়। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে যখন দ্বিতীয় ওভারে রোহিত শর্মা আউট হয়ে য়ায় এবং একই ওভারে মোট দুজন ব্যাটসম্যান আউট হয়ে যায় তখন অনেকটা চাপে পড়ে যায় ভারত। তবে ভারতের চাপের মুহুর্তে বরাবরের মতো দলের হাল ধরেন বিরাট কোহলি।

বলতে গেলে একাই দলকে একটা সম্মানজনক স্থানে নিয়ে যায়। নিদিষ্ট ওভারে প্রতিপক্ষকে ১৭৭ রানের টার্গেট দেয় ভারত।

Screenshot_2024-06-30-00-58-30-116_insure.cable.estate.jpgScreenshots From Mobile Apps
Screenshot_2024-06-30-00-58-24-022_insure.cable.estate.jpgScreenshots From Mobile Apps

সবই ঠিকঠাক শুরু হয়েছিলো। ভারতও প্রথমেই দক্ষিণ আফ্রিকার উইকেট তুলে নেয়, তবে এতে প্রতিপক্ষের খেলায় তেমন কোনো প্রভাব পড়ে না। একটা মুহুর্তে ভেবেছিলাম যে হয়ত আজকের ফাইনালে ভারত আবারও জয় থেকে বঞ্চিত হবে।

আমি বলবো আজকের ম্যাচের জয়ে সব থেকে বড় ভুমিকা রেখেছে জাসপ্রিত বুমরাস। ফাইনাল ম্যাচ যেখানে প্রতিপক্ষের জয়ের জন্য দরকার ১৬ বলে মাত্র ২২ রান, এমন পরিস্থিতিতে যেভাবে বল করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। সব থেকে বড় কথা, এমন পরিস্থিতিতে মনোবল ধরে রাখাটা সব থেকে বড় চ্যালেন্জ।

সারা টুর্নামেন্ট জুড়ে যখনই প্রয়োজন হয়েছে তখন বুমরাহ নিজের কাজটা খুব সুন্দরভাবে করে গিয়েছে, আজও তার বিকল্প হয় নি। সত্যি বলতে ম্যাচ দেখার সময় টেনশনে ২ লিটারের জলের বতল শেষ করে ফেলেছি, জল খেতে খেতে।

এই জয়টা দরকার ছিলো রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্য কারন এটাই তাদের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এই ছবিটা দেখার জন্য অপেক্ষা করে ছিলো কোটি কোটি মানুষ। ম্যাচ শেষ হওয়ার পর সাক্ষাৎকারে তো বিরাট কোহলি টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। বয়সের ভারের এক সময় সবাইকেই সরে যেতে হয়। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই এখন ক্যারিয়ারের শেষ সময়ে দাঁড়িয়ে আর এই অর্জন তাদের প্রাপ্য ছিলো। সৃষ্টিকর্তা বারবার মুখ ফিরিয়ে নিলেও, ধৈর্য্য আর পরিশ্রম করলে একদিন সৃষ্টিকর্তা নিজেই উপহার দিয়ে থাকেন।

END
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been curated by @dsc-r2cornell. You can use the tag #R2cornell. Also, find us on Discord

Manually curated by Blessed-girl


image.png

Felicitaciones, su publicación ha sido votada por @ dsc-r2cornell. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en Discord

Loading...

আমিও ব্রাজিল সমর্থক। ৪ গোলে ব্রাজিল জিতেছে। বেশ কয়েকদিন পর এমন ব্যবধানে জিতলো দেখে খুবই ভালো লাগছিলো। নিজের সমর্থিত দল যদি ভালো করে তাহলে অনেক আনন্দ লাগে। কাল টি২০ বিশ্বকাপ ফাইনাল হয়েছে। দক্ষিণ আফ্রিকা আর ইন্ডিয়ার ম্যাচটা দেখার মতন ছিলো। ফাইনালে এই প্রথম এতো রান করলো কোন দল। দক্ষিণ আফ্রিকা কিন্তু ভালোই ফাইট দিয়েছে। কিন্তু আমার মনে হয় ট্রফিটা ইন্ডিয়ারই প্রাপ্য। কারণ এই টুর্নামেন্টে দারুণ খেলেছে ইন্ডিয়া। একটি ম্যাচও না হেরে একদম কাপ নিয়ে নিয়েছে। আপনার পছন্দের ২ দলই জয় লাভ করেছে বলে আপনার দিনটি খুব ভালো গিয়েছে জেনে ভালো লাগলো।ভালো থাকবেন।

আপনি ব্রাজিলের সাপোর্ট করেন জেনে ভালো লাগলো। তবে সাম্প্রতিক সময়ে দলের খেলার মান ভালো নেই। অনেক দিন হয়ে গিয়েছে এমন ম্যাচের মতো বড় জয়ে বা আক্রমনাত্মক ফুটবল খেলতে দেখি না আজ এমন একটা ম্যাচ দেখে ভালো লাগছে। আসলে ভারতের ম্যাচটা ফাইনাল ম্যাচের মতো হয়েছে৷ ধন্যবাদ আপনাকে।

অবশ্যই যদি ধৈর্য থাকে তাহলে আপনি অবশ্যই যে কোন কাজে সফল হতে পারবেন। এবং আজকে আপনি যে খেলার বিষয়ে শেয়ার করেছেন সেটা অনেক সুন্দর ছিল।

এবং আপনার সারাদিনের কাজকর্মগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

শুধু খেলার বিষয়ে নয়, জীবনের চলার পথে যেকোনো কাকে সফল হতে হলে ধৈর্য্য ধরতে হবে। যে ধৈর্য্য ধরতে জানে না সে জীবনে কখনও সফল হতে পারে না। বর্তমানে ব্রাজিল খেলায় ভালো করতে পারছে না এজন্য অনেক চিন্তায় ছিলাম ম্যাচটা নিয়ে। তবে জিততে পেরেছে দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

অনেক ইচ্ছা ছিল চূড়ান্ত ম্যাচটি দেখব কিন্তু কাজের চাপে দেখার সুযোগ করে উঠতে পারিনি। কারণ আমি এই প্ল্যাটফর্মে কাজ করার সময় অন্য কোথাও মনোযোগ দিতে পছন্দ করি না।

তবে চূড়ান্ত ফলাফলটা আপনার মাধ্যমেই প্রথম জানতে পেরেছিলাম। খুব আনন্দ লাগছিল কিন্তু ম্যাচটি যদি দেখতে পারতাম তাহলে আরো বেশি আনন্দ পেতাম। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভালো লাগার দিনটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

ম্যাচটা দেখার আগে এবং ম্যাচ চলাকালীন সময়ে অনেক বেশি চিন্তায় ছিলাম। তবে ভালো বিষয় যে ম্যাচের ফলাফল আমাদের পক্ষে এসেছে। আশা করি পরবর্তী ম্যাচগুলোতেও ভালো করবে। ব্রাজিলের ম্যাচ না দেখলে কেন জানি অস্থিরতা কাজ করে মনের ভিতর। ভালো থাকবেন।

আপনি ক্রিকেট ও ফুটবল খেলা দেখতে পছন্দ করেন খেলার চাইতে।। আমি খেলতে এবং দেখতে দুটাই পছন্দ করে থাকি।। আর হ্যাঁ ফুটবল খেলা শুরু হয়েছে শুনেছিলাম কিন্তু এখনো কোনো ম্যাচ দেখা হয়নি আমি ফুটবলে যেতে ক্রিকেট দেখতে বেশি পছন্দ করি ভাই।।

আমি ক্রিকেট খেলতে পছন্দ করি তবে ফুটবল খেলার থেকে দেখতে বেশি পছন্দ করি ছোটবেলা থেকে। সকালে ফুটবল খেলা ছিলো তাই না দেখে থাকতে পারলাম না। আপনি খেলতে পছন্দ করেন জেনে ভালো লাগলো।

শুনে ভালো লাগলো আপনি ক্রিকেট খেলতে পছন্দ করেন ।। আর হ্যাঁ আমি দুটাই অনেক পছন্দ করি আগে একটা সময় সারাদিনই খেলা নিয়ে পরে ছিলাম।।