অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা!

in hive-120823 •  8 days ago 
IMG_20250203_164304.jpg

অনেক দিন ধরে শরীরটা যেন ঠিক ছিলো না তবে এখন মোটামুটি ভালোই আছি৷ কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিলো আর তারপর থেকেই শুরু হয়েছে এই শারীরিক অবনতি। অসুস্থতাই হয়ত আমাদের শরীরের প্রতি খেয়াল রাখার গুরুত্বটা শেখায়।

আমাদের জীবনটাই শিক্ষা গ্রহনের বৃত্তে ঘুরতে থাকে। প্রকৃতপক্ষে কারোর শিক্ষাই পূর্ণ হয় না। শিক্ষা শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে আবদ্ধ নয়।

প্রতি বছরই আমরা সরস্বতী পূজার জন্য অপেক্ষায় থাকি। কখন সরস্বতী পূজা আসবে, সকলে মিলে পূজার আয়োজন করবো, অঞ্জলি দিবো, অনেক মজা করবো! আমাদের বাড়ির পাশে র মন্দিরেই সকলে মিলে অর্থাৎ আমাদের পাড়ার আমার সম বয়সীরা মিলে পূজার আয়োজন করা হয়।

তবে এবছর আমি পূজায় অঞ্জলি দিতে পারবো না। আমার ঠাকুমা মারা গিয়েছিলো কয়েকমাস আগে তবে এখনও বছর পার হয় নি। আপনারা হয়ত জেনে থাকবেন একবছর পার না হলে পূজা করার বা অঞ্জলি দেওয়ার নিয়ম নেই। এবার দুর্গাপূজাতেও অঞ্জলি দিতে পারিনি আবার সরস্বতী পূজাতেও দিতে পারবো না। সেজন্য কিছুটা খারাপও লাগছে বটে!

IMG_20250203_165411.jpg

তাই ভাবলাম আজ বন্ধুদের সাথে একটু ঘুরতে যাবো। অনেক দিন তাদের সাথে দেখা হয় না বা সেভাবে আড্ডা দেওয়া হয় না। তাই বন্ধুদের ফোন করলাম। কাদের ফোন করলে আসবে আর কাদের ফোন করলে আসবে না সেটা আগেই জানতাম।

তাই শুধুমাত্র তাদেরই ফোন করলাম যারা দেখা করতে চলে আসবে। আমরা বিকালে দেখা করবো বলে ঠিক করলাম।
বিকালে ওদেরকে ফোন করে বেরোতে বললাম এবং আমিও বেরিয়ে পড়লাম।

IMG_20250203_170112.jpg

আমরা ঠিক করলাম যে স্যারের বাড়িতে ঘুরতে যাবো। অনেক দিন যাবত স্যার আমাদের যেতে বলছে তবে যাওয়া হচ্ছে না৷ আমরা যখন স্কুলে পড়তাম অর্থাৎ ৯ম শ্রেণীতে তখন এই স্যারের কাছে প্রাইভেট পড়তাম।

আপনাদের আগেও বলেছি যে আমি খলসিবুনিয়া স্কুলে পড়তাম আর স্যারের বাড়িও খলসিবুনিয়াতে। ছবিতে যে স্কুল দেখতে পাচ্ছেন এটাই আমার ছোটবেলার স্কুল। তবে তখন স্কুলের বিল্ডিং এটা ছিলো না।

নতুন স্কুলের পিছনে যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন ওটাতেই আমরা পড়াশুনা করেছি। আমরা স্কুল থেকে পাস করে বের হওয়ার পরই নতুন করে আবারও নির্মাণ করা হয়েছিলো। অনেক দিন পর আজ আসলাম এদিকে ঘুরতে অথচ একটা সময় এখানে সারাদিন কাটাতাম।

IMG_20250203_174638.jpg

আমরা তিনজন একসাথে বসে কিছুক্ষণ গল্প করলাম। অনেক অনেক বেশি মজা করেছি আজ। আমরা সেই ছোটবেলা থেকেই একসাথে চলাফেরা করেছি তাই আমাদের মধ্যে বোঝাপড়াটাও অনেক বেশি।

IMG_20250203_173056.jpg

অনেক দিন পর আজ যে মুহুর্তটা উপভোগ করছি অথচ একটা সময় প্রতিদিনই এভাবে সকলে মিলে সময় কাটাতাম। তখন সেই মুহুর্তটার মূল্য যতটা না বুঝতাম এখন বুঝি সেই মুহুর্তটা আসলেই কতটা আনন্দের ছিলো।

এখন হয়ত মাঝে মাঝে দেখা করে আড্ডা দিবো, মনের কথাগুলো শেয়ার করবো তবে আগের মতো প্রতিদিনই একসাথে সময় কাটানো হবে না। যাই হোক, স্যারের বাড়িতে গিয়ে স্যারের সাথে দেখা করলাম।

স্যারের বাড়ি থেকে বেরোতে আমাদের রাত হয়ে গেলো যদিও আজ কোনো ভাবেই আসতে দিবে না আমাদের। যদিও এর আগেও স্যারের বাড়িতে রাত কাটিয়েছি বন্ধুরা মিলে। আজকের মতো এমন একটা দিন সব সময় কাটাতে খুব মন চায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বন্ধুদের সাথে কাটানোর মুহূর্ত গুলো কখনই ভোলা যায় না। এটা আপনে ঠিক বলেছন, আগের মতো দিনগুলো আর কাটানো হয় না। আশা করি মাঝে মাঝেই বন্ধুদের সাথে আপনে আপনার সুন্দর মুহূর্ত কাটাবেন। আমিও দীর্ঘ দিন পড়াশুনার জন্য ঢাকা শহরে থাকি। যার ফলে গ্রামের বন্ধুদের সাথে আগের মতো সময় কাটাতে পারি না। দিনগুলো খুব মিস করি।

বন্ধুদের সাথে সময় কাটানো আর পুরানো দিনের কথা মনে করা সত্যিই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। আপনার গল্পটা পড়তে খুব ভালো লাগলো, আশা করি সামনে আরও বেশি সুন্দর গল্প আপনার কাছ থেকে পাব। এত সুন্দর বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের সাথে শেয়ার করেছেন, এর একজন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

বন্ধুত্বের এমন সুন্দর মুহূর্তগুলো সত্যিই অমূল্য! সময়ের সঙ্গে সঙ্গে জীবনের ব্যস্ততা বাড়ে, কিন্তু পুরনো বন্ধুদের সঙ্গে কাটানো সময় আমাদের শৈশব আর কৈশোরের আনন্দ ফিরিয়ে আনে। স্কুলের দিনগুলো ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু মাঝেমধ্যে এভাবে দেখা করে স্মৃতিগুলোকে নতুন করে জাগিয়ে তোলা যায়। স্যারদের প্রতি সম্মান রেখেও বন্ধুত্বের আনন্দ উপভোগ করার এই অভিজ্ঞতা নিঃসন্দেহে মনে গেঁথে থাকবে। ভালো থাকুন, এমন আরও অনেক সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ আসুক।

ঠিকই বলেছেন আমাদের জীবনটা একটা বৃত্তের মধ্যে ঘুরতে থাকে আমরা কখন কোথায় যাবো সেটা আমরা নিজেরাও জানিনা তবে দেখা যায় যে মানুষগুলোর সাথে একটা সময় আমরা অনেক বেশি সময় কাটিয়েছিলাম তাদের সাথেই এখন বছরে একবার কিংবা দুই বছর পর একবার দেখা হয় আজকে আপনি আপনার বন্ধুদের সাথে স্যারের বাসায় ঘুরতে গিয়েছেন এবং তাদের সাথে অনেক বেশি আনন্দ করেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Application for community curator for February 2025 (8.5 x 3 cm)_20250130_064622_0000.png

Curated By @rosselena

Thank you so much for your support. 🙏