পরিবর্তিত হয় সময়, অপরিবর্তিত রয়ে যায় অনুভূতি!

in hive-120823 •  3 hours ago 
IMG_20250201_213434_555.jpg ছবিটা বছর দুয়েক আগের

সময় আমাদের ভাবনার আগেই দৌড়ায়। আমাদের ভাবতে যতটা সময় লাগে তার আগেই সময় অতিবাহিত হয়ে যায় আর একারনে হয়ত আমাদের ভাবনার সাথে বাস্তবের মিল পাই না। সময়ের সাথে যতটা তাল মিলিয়ে চলতে পারবো ঠিক ততটাই সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবো৷ সময়ের অপচয় করা একদমই উচিত নয়। তবে এই কাজটাই আমরা বারবার করি। সময়কে সঠিক ব্যবহার করাও আমাদের শিক্ষার একটা অংশ। জীবনের পিছনের দিকে তাকালে মনে হয় কত দ্রুতই সময়গুলো পার করে এসেছি।

IMG_20250201_213434_261.jpg

বছর দুয়েক আগের কথা! দু'দিন আগেই আমার দিদিকে অর্থাৎ মাসির মেয়েকে হসপিটালে আনা হয়েছিলো। আমি মামা হবো এমন একটা সুখের অনুভূতি আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিলো। পরদিন সকালেই সিজার করা হয়, ততক্ষণে আমি হসপিটালেই উপস্থিত ছিলাম। সকলের মধ্যে হয়ত নিজের অনুভূতি ঢাকা পড়ে যাচ্ছিলো। যাই হোক,যখন ভাগ্নীর মুখটা দেখলাম সত্যি অন্য রকম একটা অনুভূতি হচ্ছিলো যেটা সত্যি বুঝানোর মতো ভাষা নেই।

IMG_20250201_213434_414.jpg

IMG_20250201_213434_529.jpg

কয়েকমাস পর মামা বাড়ি থেকে দাদু ফোন দিয়ে বেড়াতে যেতে বললো তবে আমি যেতে চাচ্ছিলাম না। তবে যখন বললো যে, দিদি ও দাদাবাবু যাচ্ছে তখন আমিও যেতে রাজি হলাম। মামা বাড়িতে আমি খুব কমই যাই, বলতে পারেন বছরের একবার যাই কি যাই না। আমরা একসাথেই যাবো, অনেক দিন পর দিদির মেয়েকে দেখে সাথে সাথে কোলে নিলাম। কত বড় বড়ো গিয়েছে।

IMG_20250201_213434_859.jpg

সপ্তাহ খানেক আগে যখন মাসির বাড়িতে গিয়েছিলাম তখন আবারও ওর সাথে দেখা হলো। তখন মনে মনে শুধু একটাই কথা ভাবছিলাম, ক'দিন আগেই হসপিটাল থেকে বাড়িতে আনলাম আর আজ ছোট মা মনি কত বড় হয়েছে। কিছু দিন পর যখন ওকে আবারও দেখবো তখন এই একই অনুভূতি হবে আবারও। সময় তার নিজস্ব গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তবে আমাদের অধিকাংশ মানুষের মনে করি, জীবনের সুখের সময় হয়ত তাড়াতাড়ি পার হয়ে যায় আর খারাপ সময় যেন পার হতেই চায় না। সত্যি বলতে, আমরা সকলে শান্তি প্রিয় আর দুঃখ কষ্টকে এড়িয়ে চলতে চাই এজন্য খারাপ সময়কে অনেক বেশি দীর্ঘস্থায়ী মনে হয়।

IMG_20250201_213434_160.jpg

IMG_20250201_213434_132.jpg

IMG_20250201_213434_043.jpg

কয়েক মাস পর আবারও সেই একই অনুভূতির সামনে দাঁড়িয়ে। তবে পার্থক্য হলো আগেরবার ছিলো মামা হওয়ার অনুভূতি আর এবার কাকা !

যখন ওকে প্রথম দেখলাম খুব শান্ত হয়েই ঘুমিয়ে ছিলো। তবে কে জানতো সেই শান্ত মেয়েটাই বাড়ি মাতিয়ে রাখবে ! তাকে সামলাতে গিয়ে সবার হিমসিম খেতে হবে।

সময় যে কতটা দ্রুত পার হয়ে যাচ্ছে সেটা এদের দিকে তাকালে কল্পনা করতে পারি। হয়ত আমাদের মা বাবাও আমাদের তাকিয়ে অনুভব করে এই একই অনুভূতি।

আমরা যতই বড় হই না কেন বাবা মায়ের কিন্তু সেই ছোট্ট রয়ে গেছি আর সারা জীবন ছোটই তেমনি থাকবো।

পরিবর্তন হবে দেহের, অপরিবর্তিত থেকে যাবে অনুভূতি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সময় সত্যিই এক অদ্ভুত জিনিস! মুহূর্তগুলো কেমন যেন উড়ে চলে যায়, আর আমরা টের পাই তখন, যখন সবকিছু বদলে যায়। আপনার অভিজ্ঞতা পড়ে মনটা ছুঁয়ে গেল। মামা থেকে কাকা হওয়ার অনুভূতিটা যেন একটা চক্রের মতো, যেখানে ভালোবাসা আর আবেগ একই রয়ে যায়, শুধু সময় আর সম্পর্কের অবস্থান বদলে যায়। শিশুরা বড় হয়ে যায়, কিন্তু আমাদের অনুভূতিগুলো সেই প্রথম দিনের মতোই থেকে যায়। সুন্দর লেখার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

সত্যিই আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো আরেকটি বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম। আপনার পোষ্টের মাঝে, আপনি একটি কথা বলেছিলেন, যে সময় আমাদের ভাবনার থেকে আগে চলে যায়। আপনার এই কথাটুকু আমি একমত পোষণ করি। আপনার ভাগ্নি দেখতে অনেক কিউট এবং মামা, ভাগ্নির ছবিতে অনেক সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর, একটি বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।