মায়া!

in hive-120823 •  3 days ago 
IMG_20240824_221428.jpg নিষ্পাপ মুখ

কোনো কিছুতেই যেন কিছুতে মন বসছে না কারনটা হয়ত আপনারা অনেকেই জানেন। বিশেষ করে আপনারা যারা আমার সকালের পোস্টটি পড়েছেন তারা বুঝতে পারছেন।

আমার প্রিয় বিড়ালটা মারা গেছে। বাড়িতে যে কাজই করতে যাই না কেন ওর কথা মনে পড়ছে। বসে থাকলেও ওর কথা মনে পড়ছে আবার কোনো কাজ করতে গেলেও মনে পড়ছে।

আজ পর্যন্ত অনেকগুলো বিড়াল পালন করেছি । তবে সব কিছু ভুলতে একে রাস্তা থেকে তুলে এনেছিলাম। জীর্ণ শরীর নিয়ে রাস্তায় পড়েছিলো তখন আমি নিয়ে যত্ন করে ওকে সুস্থ করেছিলাম এজন্য হয়ত আমার প্রতি ওর ভালোবাসা একটু বেশি ছিলো।

IMG_20250119_124747_490.jpg দু'জন যখন একসাথে ছিলো

ওর সাথে কাটানো সময়গুলো চোখের সামনে জ্বলজ্বল করে উঠছে। বিগত একটা পোস্টে বলেছিলাম আমার বাড়িতে দুটো বিড়াল। সাদা যে বিড়ালটা দেখতে পাচ্ছেন ওটা আমাকে যেন বেশি ভালোবাসতো।

আমি বসে থাকলে সোজা আমার কোলে গিয়ে উঠতো এবং কোলে শুয়ে পড়তো। বারবার কোল থেকে নামিয়ে দিতাম আর বারংবার আবারও কোলে উঠে বসতো। ওকে কোল থেকে নামিয়ে দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়লেও ওর কোনো ক্লান্তি ছিলো না।

বাড়িতে থাকা অবস্থায় আমার পিছু লেগে থাকতো সব সময়। এমনকি যখন রাস্তায় যেতাম তখনও পিছন পিছন যেতো তবে মাঝে মাঝে নিয়ে যেতাম আবার মাঝে মাঝে লাঠির ভয় দেখিয়ে বাড়িতে রেখে যেতাম।

IMG_20250119_124747_323.jpg

তবে সব থেকে খারাপ লাগছে, অন্য বিড়ালটার জন্য। এই দু'টো বিড়াল ছোটবেলা থেকেই একসাথে আমাদের বাড়িতে থাকছে। ওরা দু'জন একসাথে খেলাধুলা করতো, মারামারি করতো। এক কথায় ওর দুজন একইসাথে দিন পার করতো।

তবে বিগত দু'দিন যাবত শুধুমাত্র আমিই বিড়ালকে খুজচ্ছিলাম তা না, অন্য বিড়ালটাও খুজছে। যখন সব কিছু ঠিক ছিলো তখন এদের দু'জনকে একসাথেই খেতে দিতাম। তবে এখন যখন এই বিড়ালকে খেতে দিচ্ছি তখন ও খাচ্ছে না। বারবার শুধু এখানে - ওখানে ছুটে বেড়াচ্ছে হয়ত অন্য বিড়ালকে খুঁজে বেড়াচ্ছে।

IMG_20250119_124748_060.jpg বড্ড একা হয়ে গিয়েছে

ও হয়ত বুঝতে পারছে না যে, সারাজীবনের জন্য ওর সঙ্গী কে হারিয়ে ফেলেছে। আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে এর অবস্থা দেখে। একমুহূর্তও বাড়িতে ঠান্ডা হয়ে বসছে না, বাড়ির চারপাশ শুধু খুজে বেড়াচ্ছে।

আমি যত রাতেই কোনো কারনে ঘরের বাইরে যাই না কেন আমার পিছন পিছন অবশ্যই যেত। যত রাতেই ওয়াশরুমে যাই না কেন আমাকে একা যেতে হয়নি কখনও কারন আমার সঙ্গী ছিলো।

আমি কোনো খাবার খাওয়ার সময় ওকে দিয়েই খেতাম
তাই যখন কিছু খাচ্ছি ওর কথা মনে পড়ছে।

মনের ভিতর অনেক কিছু ঘোরাঘুরি করছে তবে বলার ভাষা পাচ্ছি না। কানের ভিতর ওর ডাকের আওয়াজ বাজছে যেন! ঘুমের মধ্যে মাঝে মাঝে জেগে উঠছি আর মনে হচ্ছে হয়ত আমাকে ডাকছে। এ ক'দিনে অনেক মায়ায় পড়ে গিয়েছি ওর। মনে মনে শুধু ভাবছি, মায়া কি শুধু কষ্ট দেয়!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই হৃদয়বিদারক একটা ঘটনা পড়লাম আপনার পোষ্টের মধ্যে, আসলে পোষা প্রাণী সবার কাছেই প্রিয় আর বিড়ালের প্রতি মানুষের একটা অন্যরকম ভালোবাসা কাজ করে।

আরো বেশি খারাপ লাগছে কারনে একে অসুস্থ অবস্থায় তুলে নিয়ে এসেছিলেন এবং আপনি যত্ন করে সুস্থ করেছেন তাই এই বিড়ালের প্রতি আপনার ভালোবাসাটা একটু বেশি। আসলে কি বলব ঠিক বুঝতে পারছি না সান্তনা দেওয়ার মতো কোন ভাষা নেই।

কারণ যার গিয়েছে শুধুমাত্র সেই বোঝে তার হারানোর কি জ্বালা, যাইহোক চেষ্টা করুন নিজের মনকে ফিরিয়ে আনতে, অন্য কোথাও ব্যস্ত থাকার চেষ্টা করুন, সৃষ্টিকর্তা তার কাছে নিয়ে গেছেন এটা আমাদের হাতে নেই।

সত্যিই পোষা প্রাণী লালন পালন করতে যেমন কষ্টের একটি বিষয়! তাঁর উপর আবার ভালোবাসার জিনিস যখন মারা যায়, বা দূরে কোথাও চলে যায় তখন অনেক কষ্ট লাগে। আপনি যেহেতু এই বিড়ালটি একবারে ছোট বাচ্চা রাস্তার থেকে কুড়িয়ে এনে!
এত বড় করেছেন, বিড়ালটির প্রতি আপনার একটা ভালোবাসা আবেগ অনুভূতি কাজ করবে এটাই স্বাভাবিক। আপনার পোস্টটি পড়ে খুবই খারাপ লাগছে দাদা। তারপর ও একটু ধৈর্য ধরেন, দেখবেন কয়েক দিন পর সবকিছু ঠিক হয়ে যাবে।

Loading...

মায়া এমন একটি জিনিস তা বলে প্রকাশ করা যায় না ।যা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সাধারণ একটি বিড়ালের জন্য আপনার তৈরি হয়েছিল।

গৃহপালিত পশু গুলো খুব দ্রুতই মানুষকে আপন করে নিতে পারে। বিড়ালটা অনেক মিষ্টি ছিল ।ছবিগুলো অনেক সুন্দর ছিল।
বিড়ালটাকে হারিয়ে ফেলার জন্য মায়ায় আপনার সত্যি আজকে খুব কষ্ট হচ্ছে। আশা করি সৃষ্টিকর্তা আপনার মানসিক কষ্ট কাটিয়ে ওঠার শক্তি দিবেন।