Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি তবে বিগত দিন রাতে শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলো কারন ভোর রাতে কেন জানি জ্বর এসেছিলো। আবহাওয়া এতটা টালমাটাল অবস্থায় আছে যে সহজেই আমরা অসুস্থ হয়ে পড়ছি।
দেখতে দেখতে আরও একটা সপ্তাহ পার করে ফেলেছি। তাই নতুন সপ্তাহে আমার মডারেশন রিপোর্ট উপস্থাপন করতে হাজির হয়েছি আজ। চলুন তাহলে শুরু করা যাক -
Steemit Id Name | Role |
---|---|
@sduttaskitchen | Admin & Founder |
@sampabiswas | Co- Admin |
@nishadi89 | Moderator |
@isha.ish | Moderator |
@tanay123 | Moderator |
মডারেটর হিসাবে আমার কার্যক্রম |
---|
প্রতি সপ্তাহে আমাদের কমিউনিটিতে কনটেস্ট চলমান থাকে কমিউনিটি ও এডমিন ম্যামের একাউন্ট থেকে। বর্তমানে তার পাশাপাশি প্রতিটা মডারেটরও ভিন্ন ভিন্ন বিষয়ের উপর কনটেস্টের আয়োজন করছে। কনটেস্টে অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট টাইটেল ও হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হয়। তবে অনেকেই সেটা ভুল করেন। বিগত সপ্তাহে তেমনই একজন ইউজারের পোস্ট ভেরিফাই করার সময় ত্রুটি চোখে পড়ে এবং তাকে বিষয়টা অবগত করেছিলাম।
কমিউনিটিতে চলমান কনটেস্ট |
---|
পূর্বেই বলেছি বর্তমানে কমিউনিটিতে সকল মডারেটরগণ ধারাবাহিকভাবে কনটেস্টের আয়োজন করছেন। তাই চলতি সপ্তাহে আমি নিজেও প্রথমবারের মতো কনটেস্টের আয়োজন করার চেষ্টা করেছি। আমার কনটেস্টের বিষয়বস্তু হলো - ফটোগ্রাফি । তাই যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা পছন্দ করেন তাদের অংশগ্রহণ করার অনুরোধ করবো।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
Date | Post Count |
---|---|
11-02-2025 | 6 |
12-02-2025 | 7 |
13-02-2025 | 9 |
14-02-2025 | 7 |
15-02-2025 | 5 |
16-02-2025 | 5 |
17-02-2025 | 4 |
পোস্ট ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্লাটফর্মে অনৈতিক কোনো পথ অবলম্বন করে কাজ করা উচিত নয়। তবে এটা জানা স্বত্বেও অনেকে অনেক ধরনের অনৈতিক পথ অবলম্বন করে আর সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পোস্ট ভেরিফিকেশন করার সময় নিশ্চিত করা সম্ভব হয়। বিগত সপ্তাহে আমি উপরোক্ত সংখ্যক পোস্ট ভেরিফাই করেছি।
সদস্য হিসাবে আমার কার্যক্রম |
---|
বিগত সপ্তাহে আমি পোস্ট ভেরিফিকেশনের নিয়মিত পোস্ট শেয়ার করেছি।
উপসংহার :- আশা করি, আপনারা সকলে আমার রিপোর্ট মনোযোগ দিয়ে পড়েছেন এবং আমার কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছেন। সকলের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
প্রতিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কিছু নিয়মাবলী অবশ্যই রয়েছে আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা নিয়ম ভালোভাবে দেখে তারপরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আপনি নিজেও প্রতিযোগিতার আয়োজন করেছেন যেটা দেখে অনেক বেশি ভালো লাগলো।
আসলে কমিউনিটির মধ্যে যখন প্রতিযোগিতা প্রতিনিয়ত চলতে থাকে তখন কিন্তু বাইরের অনেক দেশের মানুষ এখানে এসে অংশগ্রহণ করে এতে করে দেখা যায় কমিউনিটির মধ্যে পোস্টের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায় এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে প্রতিটা মডারেটর নিজের জায়গা থেকে নতুন করে প্রতিযোগিতার আয়োজন করছে।
আপনি আপনার একটা সপ্তাহের কার্যক্রম খুব চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন প্রতিটা কাজের ধাপ আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা সপ্তাহের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit