সব কিছুর মূল্য টাকার অংকে মাপা যায় না!

in hive-120823 •  22 days ago 

Hello Everyone,,,

আশা করি, সকালে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। জীবনে যতটা সময় পার করি হয়ত আমাদের বুদ্ধি, জ্ঞান, শিক্ষা সবই অর্জন করি । তবে ছোটবেলায় সেই অবুঝময় সময়টাই যেন অনেক বেশি প্রিয়।

IMG_20250111_162259.jpg

IMG_20250111_162256.jpg

বিশ্বাস করেন মাঝে মাঝে ছোটবেলায় ফিরে যেতে অনেক বেশি ইচ্ছে করে। যখন একা বসে থাকি তখন মাঝে মাঝে ছোটবেলার স্মৃতিগুলো ভীষণ রকম ভাবে মনে পড়ে।

একটা বিষয় খেয়াল করেছেন?

আমরা সচারাচর খুব সাধারণ বিষয়টাও ভুলে যাই তবে ছোটবেলার মুহুর্তগুলো সব সময় মনে থাকে। যেগুলো হয়ত মানুষের মৃত্যু পর্যন্ত স্মরণ থাকে।

ছোটবেলায় যে অনুষ্ঠানে যেতাম কোনো না কোনো খেলনা কিনে আনতাম আর বাড়িতে আত্নীয় স্বজনরা বেড়াতে আসলে তো কথাই নেই, খালি হাতে কেউ আসতো না। তবে আজ পর্যন্ত বাবা মায়ের কাছে ছাড়া অন্য কারো কাছে কিছুই আবদার করিনি।

IMG_20250111_162205.jpg

তবে আবদার না করা শর্তে নিজের চাহিদার সব কিছু পেয়েছি। ছোটবেলার সেই ছোট ছোট খেলনার মূল্য এখন অনেক আমার কাছে। তবে আমি সুন্দর সুন্দর শো- পিস কিনতে অনেক বেশি পছন্দ করতাম। সেই সময় কেনা বেশ কিছু শো - পিস এখনও আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। এগুলো সত্যি অনেক বেশি মূল্যবান আমার কাছে।

IMG_20250111_162236.jpg

এই ছোট ছোট উপহার গুলো বাড়ির আলমারিতে রাখা আছে তাই আজ যখন সেগুলোর দিকে চোখ পড়লো তখন ছোটবেলার হাজারো স্মৃতি মনে পড়ছিলো তাই ভাবলাম সেগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করা যাক। প্রতি বছর যখন এলাকায় নাম যজ্ঞ, দুর্গাপূজা বা বিভিন্ন অনুষ্ঠান হতো তখন পুতুল ও নানা খেলনা কেনার বায়না করতাম।

যখন বাবা সেটা কিনে দিত তখন আমার মতো খুশি বোধহয় আর কেউ হতো না পৃথিবীতে। সব থেকে বড় কথা আমি নিজের জিনিস যত্ন করে রাখার চেষ্টা করি সব সময় ছোটবেলা থেকে। আমার জিনিস অন্য কাউকে ব্যবহার করতে দিতাম না। ছোটবেলায় আমার খাওয়ার জন্য আলাদা প্লেট ও গ্লাস ছিলো যেটা ছুয়ে দেখার সাহস হয় নি কারো। তবে বয়সের সাথে সকলের সাথে মানিয়ে চলা শিখে গেছি।

IMG_20250111_162133.jpg

IMG_20250111_162126.jpg

এটা আমার ভীষণ প্রিয় একটা খেলনা ছিলো। আমাদের এখানে যখন নাম যজ্ঞ হয়েছিলো তখন আমার মামা আমাকে এটা কিনে দিয়েছিলো। এটা স্প্রিং সিস্টেম, যেটা টেনে ছেড়ে দিলে হনুমান ঢাক বাজাতে আরম্ভ করে।

যদিও এটা আগের মতো সঠিকভাবে কাজ করে না তবে এখনও আমার যত্নের তালিকায় এই খেলনাটাও রয়েছে। এখন হয়ত বাজারে গেলে মাথায় ঘুরপাক খায় যে, কোনো জামাটা, কোন প্যান্টটা কিনবো। তবে তখন নরজ থাকতো সুন্দর সুন্দর খেলনার দিকে।

খেলনা হোক বা প্রিয় মানুষ, যত্ন করে রাখতে জানলে আপনাকে ছেড়ে যাওয়ার আগে সে অন্তত হাজার বার ভাববে!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যিই বলেছেন দাদা,টাকার অংকে সবকিছু মাপা যায় না! আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম, আপনি ছোটবেলায় সুন্দর শো- পিস কিনে রাখতেন! এটা একটা ভালো বিষয় ছিল, আর এখনো যে ছোটবেলার খেলনার স্মৃতি গুলো রেখেছেন আপনার সাথে, তা দেখে অনেক ভালো লাগছে! আমার একটি বিষয় কিছুটা মিলে যায় আপনার সাথে, আমিও আমার খেলনার জিনিস কাউকে ধরতে দিতাম না। আমিও কোথায় বেড়াতে গেলে! খেলনার জিনিসের জন্য কান্নাকাটি করতাম কিনে দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আজকে আপনার পুরানো দিনের স্মৃতিগুলো জানতে পেরে! ভালো থাকবেন,সুস্থ থাকবেন।


We support quality posts and good comments Published in any community and any tag.
Curated by : @edgargonzalez

Thank you @edgargonzalez Sir for supporting me. 💕

Loading...


We support quality posts and good comments Published in any community and any tag.
Curated by : @edgargonzalez

Thank you so much for your support.