![]() |
---|
আশা করি, সকলে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। বিগত দিনের মতো আবারও কাগজের নতুন একটা নকশা তৈরির পদ্ধতি নিয়ে হাজির হয়েছি।
আমি একটা বিষয় খেয়াল করেছি, আমাদের মন যতই খারাপ থাকুক না কেন আমরা যদি আমাদের মন একটু অন্য দিকে ব্যস্ত রাখতে পারি তাহলে দুঃশ্চিন্তা অনেকটাই কম থাকে। তাই আজও কাগজ আর কাঁচি নিয়ে বসে পড়লাম নতুন একটা ডিজাইন তৈরি করার জন্য।
![]() |
---|
![]() |
---|
একটা সামান্য কাগজকে সঠিক পদ্ধতি কেটে অনেক সুন্দর নকশা তৈরি করা সম্ভব। একটা কাগজকে বিভিন্ন পদ্ধতিতে কাটার কারনে হাজারও নকশা তৈরি হয়। প্রথমে একটা কাগজকে সমান চার কোনা করে কেটে নিতে হবে। তারপর উপরের ছবির মতো করে সমানভাবে ভাজ করে নিতে হবে।
![]() |
---|
তারপর ভাজ করা কাগজের খন্ডকে সমান চার ভাগ করে এভাবে চিন্হিত করে রাখতে হবে, যেটা পরবর্তীতে ভাজ করার সময় সুবিধা হবে। ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে চিন্হিত করতে তবে এবং পেন্সিল অথবা কলম দিয়ে দাগ কেটে নিতে হবে!
![]() |
---|
![]() |
---|
এবার পালা সঠিকভাবে কাগজ ভাজ করা। একটু আগে যেখান দিয়ে দাগ কেটেছি সেই দাগ বরাবর কাগজ ভাজ করতে হবে। আগেই বলেছি, কাগজটা ভাজ করা যতটা নিখুত হবে নকশা ততটাই সুন্দর হবে দেখে।
আগে থেকে চিহ্নিত করা দাগ বরাবর ভাজ করলে উপরের ছবির মতোই দেখতে লাগবে। ভাজ করার পর কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। এতক্ষণ শুধুমাত্র কাগজটা প্রস্তুত করলাম আর এবার হবে আসল কাজ!
আবার পেন্সিলের সাহায্যে আমার দেখানো ছবির মতো করে ভাজ করা কাগজে দাগ কেটে নিতে হবে। আসলে এই নকশা অনুযায়ী কাগজ কাটতে হবে। আমি কাগজের যে অংশে ক্রস চিন্হ দিয়েছি সেই অংশটুকু কেটে বাদ দিয়ে দিতে হবে। হয়ত পেন্সিল দিয়ে আঁকানোর সময় এলোমেলো হতে পারে তবে কাঁচি দিয়ে কাটার সময় সেটা ঠিকঠাক ভাবে করতে হবে।
কাগজ কেটে নকশা তৈরির ক্ষেত্রে আমার কাছে সব থেকে সব থেকে খুশির মুহুর্ত হলো, সব শেষে কাগজের ভাজ খোলার মুহুর্ত। ধাপে ধাপে সব কাজ শেষ করে যখন একে একে কাগজের ভাজগুলো খুলতে থাকি আর নকশাটা একটু একটু করে সামনে আসে তখন সত্যি অনেক ভালো লাগে।
কাগজ কেটে চিন্হিত করা অংশগুলো কেটে বাদ দিলাম। তারপর ভাজগুলো খুলতে থাকলাম এবং আস্তে আস্তে নকশার আসল রূপ সামনে আসতে থাকে।
সবগুলো ধাপ শেষ করার পর নকশাটা এমন দেখতে লাগে। প্রথমে ভাবছিলাম হয়ত দেখতে মোটেও ভালো হবে না তবে খুব বেশি না হলেও মোটামুটি ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন!
আপনার কাগজের তৈরির নকশাটি অনেক সুন্দর হয়েছে দাদা। আপনার এই নকশাটি দেখে ছোটবেলার কিছু কথা মনে পড়ে গেল। আমিও ছোটবেলায় বাসায়। এই সব কাগজ দিয়ে নৌকা, প্লেন কাগজের নকশা তৈরি করতাম আর এইসব কাগজের জিনিসপত্র দিয়ে খেলাধুলা করতাম বন্ধুদের সাথে। আপনার পোষ্টের বিষয়টি দেখে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটা মানুষের মধ্যেই কোন না কোন প্রতিভা থাকে আজকে আপনি আবারো কাগজের নকশা তৈরি করার প্রতিভা আমাদের সাথে শেয়ার করেছেন আসলে এই নকশাটা আমি নিজেও তৈরি করতে পারি তবে তৈরি করাটা আমার কাছে একটু কঠিন এবং সময় সাপেক্ষ মনে হয় একবার তৈরি করতে গিয়ে আমার প্রায় দুই ঘন্টা সময় লেগেছিল আপনার প্রথম অবস্থায় নকশা টা তৈরি টা তেমন একটা ভালো আপনার মনে হয়নি কিন্তু পরবর্তীতে যখন আপনি তৈরি করা শেষ করলেন তখন আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ কাগজ দিয়ে তৈরি করা নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit