ভাইয়ের প্রতি ভাইয়ের এ কিরূপ প্রতিদান।

in hive-120823 •  6 months ago 

''নমস্কার''
প্রিয় বন্ধুরা,

আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন। আর পরিবার-পরিজনদের নিয়ে সুন্দর দিন যাপন করছেন। ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে আমাদের গ্রামে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। তাহলে চলুন শুরু করা যাক।

worker-3585147_640.jpg
Pixabay

বাস্তব জীবন থেকে নেয়া


একটি পরিবারে মা-বাবার পর অভিভাবক হয় বড় ভাই। আমাদের গ্রামে অতি দরিদ্র পরিবারে দুই ভাই ছিল। ছোটবেলায় তাদের বাবা মারা যায়। পরিবারে ৩ সদস্য মা আর দুই ভাই। বড় ভাই তখন ৫ম শ্রেণীর ছাত্র আর ছোট ভাই ১ম শ্রেণীতে পড়ত।

children-4894710_640.jpg
Pixabay
ওদের বাবা যখন মারা যায় বড় ভাইয়ের বয়স তখন আনুমানিক ১৩ থেকে ১৪ বছর হবে। আর ছোট ভাইয়ের বয়স ছিল তখন ৮ বছর। যেহেতু বাবা নাই সংসার চালাতে কাউকে তো উপার্জন করতে হবে।তা না হলে সংসার কিভাবে চলবে। তাই বড় ভাই সিদ্ধান্ত নিল সে লেখাপড়া ছেড়ে কাজ করবে।

শুরু হয় তার সংগ্রাম দিনমজুর হিসেবে। প্রথম কাজ হিসেবে মাটি কাটার কাজ শুরু করে এভাবে কিছুদিন যাবত মাটি কাটা কাজ করে সংসার চালাচ্ছিল পাশাপাশি ছোট ভাইয়ের লেখাপড়া খরচ চালাচ্ছিল।বড় ভাই কঠিন পরিশ্রম করতে শুরু করলো।

bride-1741838_640.jpg
Pixabay
তারমধ্যে বড় ভাইয়ের বিয়ে হয়। সংসার চালানো লেখাপড়ার খরচ যোগানো খুব কষ্ট হয়ে পড়ে। এভাবে চললো বড় ভাইয়ের জীবন যুদ্ধ। ছোট ভাই এসএসসি ও এইচ এস সি পাস করল বড় ভাই ঐদিন খুব খুশি হয়েছিল যে তার পরিশ্রম বুঝি কাজে লেগেছে।

বড় ভাই এবার ছোট ভাইকে বলল চাকরি-বাকরি কোন কিছু করার জন্য। কিন্তু ছোট ভাই বড় ভাইয়ের কাছে আবদার রাখল যে, সে আরোও লেখাপড়া করতে চায় এবং অনেক বড় হতে চায়। বড় ভাই বলল অনেক কষ্ট করে সংসার চালানোর পাশাপাশি তোর লেখাপড়া করছো চালিয়েছি।

money-5964118_640.jpg
Pixabay
এখন আরো লেখাপড়া করতে গেলে তো অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন। আমিতো দিনমজুরের কাজ করি, পড়ালেখার এত করছো আমি কোথা থেকে দেব। ছোট ভাইয়ের একটাই কথা সে আরো পড়বে।ছোট ভাই লেখাপড়ায় খুব ভালো ছিল।

বাংদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে ভর্তি হয়। মৃত্যুর আগে বাবার রেখে যাওয়া এক কাঠা জমি বিক্রি করে ব্যাংকে রেখে দেয় ছোট ভাইয়ের লেখা পড়ার জন্য। জমি বিক্রি করে লেখাপড়ার জন্য পর্যাপ্ত টাকা হয়নি। বড় ভাই তখন আরো নানান ধরনের কাজ করতো এভাবে চলল সংগ্রাম।

university-1547551_640.png
Pixabay
তারমধ্যে বড় ভাইয়ের একটি ছেলে সন্তান হয়েছিল। ওই ছেলেটি আর আমি একসঙ্গে লেখাপড়া করতাম। ছোট ভাই একদিন বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পি এইচডি লাভ করে বের হয়। তারপর বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের মহাসচিব পদে চাকুরী হয়।

চাকুরীরত অবস্থায় ছোট ভাই ঢাকাতেই অবস্থান করতেন সেখানে বাড়ি করেছিলেন। ছোট ভাই এত বড় পদে চাকরি হবার পর থেকে বড় ভাইয়ের তেমন খোঁজখবর নিতেন না। গ্রামের বাড়ি তো কখনো যেতেন না। এভাবে কেটে যায় কিছুদিন।

তারপর বড় ভাই একদিন সিদ্ধান্ত নিল যে ঢাকা শহড়ে যাবে ছোট ভাইয়ের সাথে দেখা করতে। গ্রামের সহজ সরল মানুষটি প্রথম ঢাকা শহরে যাবে রাস্তাঘাট ও তেমন চেনে না। ছোট ভাই পিঠা খুব পছন্দ করত। তাই বাড়িতে থেকে কয়েক রকম পিঠা বানিয়ে রাখে ভাইয়ের জন্য।

আর এই পিঠা নিয়ে ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হন। ঢাকা শহর পৌঁছানোর পর ছোট ভাইয়ের চাকরি স্থান ঠিকানা মানুষকে জিজ্ঞেস করতে করতে হেঁটে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছান। এবং ভাইয়ের সাথে দেখা করেন এবং কথা বলেন। ছোট ভাইকে এত বড় পদে চাকরি করতে দেখে ভাইয়ের যে কি আনন্দ হয়েছিল।

ছোট ভাই বড় ভাইকে বলতে লাগলো তুমিও অফিসে ঢুকলে কেন। বড় ভাই বলতে লাগলো তোর সঙ্গে দেখা করার জন্য আসছি কতদিন তোকে দেখিনি তুই এখন কোন খোঁজ খবরও রাখিস না তাই চলে আসছি। অফিসের স্টাফ জিজ্ঞেস করতে লাগলো স্যার উনি কে? ছোট ভাই উত্তর দিল উনার বাসার কাজের লোক।
man-8780490_640.png
Pixabay
বড় ভাইয়ের একথা শুনে মনের ভেতরটা চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। বড় ভাই মাথা নিচু করে অফিস থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আসার পর ওনার স্ত্রী জিজ্ঞেস করল দেখা করেছো হা দেখা করেছি।

স্ত্রী বলল আমাদের কথা কি বলল তোমাদের কথা আর কি বলবে, আমাকে যে বাসার কাজের লোক বলে পরিচয় দিল। ছোট ভাইয়ের জন্য এত কিছু করার পর। ছোট ভাইয়ের কাছ থেকে উপরস্বরও বড় ভাই কাজের লোক উপাধি পেল। এই ছিল বাস্তব ঘটনাটি।

সকলের উদ্দেশ্যে আজকে এই ঘটনাটি উপস্থাপন করলাম। আমরা সকলে এইসব অপকর্ম থেকে যেন বিরত থাকতে পারি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানেই শেষ করছি। ঈশ্বর সবার মঙ্গল করুক।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

একদম আমরা যে মুভি দেখে থাকি ঠিক এরকমটাই হয়েছে ওনাদের সাথে।। বড় ভাই এত কষ্ট করে ছোট ভাইকে পড়াশোনা করার এই প্রতিদান দিল ছোট ভাই সত্যি অনেক কষ্ট লাগলো।। টাকা মানুষকে অন্ধ করে দেয় এটাই সবচেয়ে বড় কথা আজ বড় ভাইকে মানুষের সামনে পরিচয় দিতে ছোট ভাই লজ্জা পায়।। ধিক্কার জানাই এরকম ছোট ভাইকে।।

পৃথিবীর বুকে ঈশ্বর মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছে। মানুষ শ্রেষ্ঠ জীব হবার কারণ ঈশ্বর মানুষকে ভালো-মন্দ বুঝার ক্ষমতা দিয়েছে। বড় ভাই নিঃস্বার্থভাবে ছোট ভাইয়ের জন্য খেটে গেল সারাটা জীবন। তার প্রতিদান স্বরূপ ছোট ভাই বড় ভাইয়ের প্রতি যে কর্ম করেছে ঈশ্বর তাকে কখনো ক্ষমা করবে না। এরকম পাপ কর্ম থেকে যেন আমরা সকলেই দূরে থাকি। সুন্দর মন্তব্যটি করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ধন্যবাদ।

সত্যি এটা অনেক লজ্জাজনক, বড় ভাই নিঃস্বার্থভাবে ছোট ভাইয়ের জন্য সবকিছু করেছে এত পড়াশোনা করার পর এরকম ফল যদি বড় ভাই ডাকে এর মত কষ্ট হয়।