বৃদ্ধ বয়সে মা-বাবার শেষ ঠিকানা হয় যখন বৃদ্ধাশ্রম।

in hive-120823 •  6 months ago 

''নমস্কার''

প্রিয় বন্ধুরা,
আশা করি ঈশ্বরের কৃপাতে সকলে ভালো আছেন। আর পরিবার পরিজনদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। আর আমিও ভালো আছি।

তাই আপনাদের মাঝে আমি আজ অন্যরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে মা-বাবা যখন বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম যায় তা নিয়ে। তাহলে শুরু করি বৃদ্ধাশ্রম নিয়ে কিছু কথা।

seniors-1505939_640.png
Pixabay

বৃদ্ধাশ্রম

মা-বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন নানাভাবে আপনজনদের কাছ থেকে বড় ধরনের কষ্ট ফেলে তখন মা-বাবার মুখ দিয়ে এই বাক্যটি বের হয়ে যায় যে আপনজনদের থেকে পর অনেক ভালো। আর পরের থেকে বৃদ্ধাশ্রম ভালো। আর এটি একটি কঠিন সত্য।

বৃদ্ধ মা বাবা এ কঠিন সত্যটিকে মেনে নিয়ে শেষ বয়সে আশ্রয়ের স্তান হয় এই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধ বয়সে মা-বাবাদের সন্তানদের কাছে তেমন কিছু চাওয়ার থাকে না। বৃদ্ধ মা-বাবাদের শেষ বয়সে একটাই চাওয়ার থাকে যেন সন্তানদের সঙ্গে সুখে দুঃখে একসাথে থেকে সন্তানদের আশ্রয়স্থলে মরতে পারে।
holding-hands-8649669_1280.jpg
Pixabay
কিন্তু কোথায় কি অনেক বৃদ্ধ মা-বাবার সন্তানদের কাছে আশ্রয় হয় না। কিন্তু আশ্রয় হয় সেই আপনজনহীন বৃদ্ধাশ্রমে। কিন্তু শেষ বয়সে সন্তানদের বড় ঘর,প্রাসাদের এক কোণেও টায় হয় না জনম দুঃখী বৃদ্ধ মা-বাবাদের। টায় হয় নিবাস নামধারী নরক বৃদ্ধাশ্রম।

তবুও বৃদ্ধ মা-বাবা সন্তানদের প্রতি কোন অভিযোগ রাখে না কোন অভিশাপ দেয় না তার কারণ নাড়ী ছেঁড়া ধন যে ওরা। তাই চুপ থেকে এই নিষ্ঠুরতাকে বরণ করে নেয়। আর এই নিষ্ঠুরতা শুধুই বৃদ্ধ মা-বাবা কে অশ্রুসিক্ত করে।
couple-8577376_1280.jpg
Pixabay
শেষ বয়সে এসে বৃদ্ধ মা-বাবাদের এ কেমন নিয়তি। আজ যে বৃদ্ধ মা-বাবারা তারা তাদের জীবনের সকল সময় ধন সম্পদ বিনিয়োগ করেছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে। নিঃস্বার্থভাবে বৃদ্ধ মা-বাবা নিজেদের জন্য কিছুই রাখেনি।

ভাবলেই অবাক লাগে যারা নিঃস্বার্থভাবে এত কিছু করে রেখেছে সন্তানদের জন্য বৃদ্ধ বয়সে এসে সন্তানদের কাছ থেকে মা-বাবা এর ক্ষুদ্র অংশ পাচ্ছে না। সন্তান তার পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে দেখে স্ত্রী সন্তানদের নিয়ে ভালো থাকার জন্য বৃদ্ধ মা-বাবাকে পাঠিয়ে দিচ্ছেন বৃদ্ধাশ্রম।
woman-65675_1280.jpg
Pixabay
আবার এমন পরিবারও দেখা যায় যে তাদের টাকা পয়সার অভাব নেই কিন্তু বৃদ্ধ মা-বাবাকে বোঝা মনে করে রেখে আসে বৃদ্ধাশ্রমে। আবার অনেক পরিবারে এমন অপমান, অবহেলা, দুর্ব্যবহার করে যে তা দেখে বৃদ্ধ মা-বাবা বাধ্য হয় বেছে নিতে বৃদ্ধাশ্রম।

নানা অজুহাতে বৃদ্ধ মা-বাবা কে দূরে সরিয়ে দিচ্ছেন পরিবার থেকে। বৃদ্ধাশ্রমে অনেক সময় দেখা যায় এক সময়কার শিল্পী, সাহিত্যিক, ডাক্তার, বড় পেশার চাকরিজীবী, নামিদামি বুদ্ধিজীবী বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন।

কিন্তু শেষ বয়সে এসে সন্তানদের দ্বারা অবহেলিত হয়ে বেছে নিতে হচ্ছে শেষ আশ্রয়স্থল বৃদ্ধাশ্রম। বৃদ্ধ মা-বাবা বৃদ্ধাশ্রমে থাকাকালীন অবস্থায় অনেক সন্তানরা মা বাবার খোঁজ খবর নেন না। প্রয়োজনীয় টাকা পয়সা ও পাঠান না এমনকি কোন অনুষ্ঠান হলে তাদেরকে নিয়ে আসেন না।

অনেক বৃদ্ধাশ্রমে এমনও ঘটনা ঘটেছে যে বৃদ্ধ মা-বাবা মারা যাবার পর সন্তানরা শেষকৃত করতেও যান না। বৃদ্ধ মা বাবা যখন সারা জীবনের কর্ম ব্যস্ত সময় পার করে, তখন তারা চান সন্তান নাতি নাতনি আত্মীয়-স্বজন নিয়ে সবারদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে জীবন যাপন করতে।
street-3390317_640.jpg
Pixabay
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস স্বার্থপর কিছু পরিবারের সন্তানরা তাদের বৃদ্ধ মা-বাবাদের কাছ থেকে এই ইচ্ছা শক্তি কেড়ে নেয়। আর শেষ সময়ে বৃদ্ধাশ্রমে তাদের দেখভাল সেবা যত্ন সবকিছু ওখান থেকে পায়।

তো সবশেষে একটা কথাই বলবো যাদের দ্বারা আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি। যারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত কিছু করেছে। এদের প্রতি এই নির্মম বর্বরতা থেকে আমরা সকলেই বিরত থাকি এবং বৃদ্ধ মা বাবার প্রতি যত্নশীল হই।

আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। সারা বিশ্বের সকল বৃদ্ধ মা বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে পরিবার-পরিজনদের সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করে থাকতে পারে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাবা মা আমাদের জীবনের বড় সম্পদ, জন্মের পর যখন চলতে পারতাম না তখন থেকে প্রত্যেক বাবা মা তার সন্তানের জন্য কষ্ট করে থাকে, বৃদ্ধ বয়সে সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা অমানাবিক, আমাদের সকলের উচিত বাবা মার সঠিক যত্ন নেওয়া, মনে রাখতে হবে, আমরা যদি বাবা মার যত্ন না নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসি তাহলে আমাদের সন্তানরাও আমাদের যত্ন নিবে না, তারাও আমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসবে।

আপনি খুবই সুন্দর একটি কথা বলেছেন। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদই হচ্ছে আমাদের মা-বাবা। তো যাদের দ্বারা আমরা এই সুন্দর পৃথিবী এসেছি এবং যারা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিঃস্বার্থভাবে সারা জীবন পরিশ্রম করে আমাদের জন্য কিছু না কিছু করে রাখে। আমাদের সকলেরই উচিত বৃদ্ধ মা-বাবাদের প্রতি এই রূপ আচরণ না করা। বৃদ্ধ বয়সে তাদের মন শিশুদের মত হয়ে যায়। তাই আমরা আমাদের শিশুদের সাথে যে রূপ আচরণ করি তাদের সাথে এইরূপ আচরণ করা দরকার। তাদের প্রতি যত্নশীল হওয়া দরকার। শিশুকালে মা বাবা আমাদেরকে যে রূপ আদর ভালোবাসা দিয়ে রেখেছে আমাদেরও উচিত তাদের প্রতি এরকম আচরণ করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।

আপনি ঠিক বলেছেন, পৃথিবীতে কেউ যদি আমাদের নিঃসার্থভাবে ভালবাসে সে হচ্ছে বাবা মা, তারা ব্যতীত সবাই নিজের স্বার্থের জন্য ভালবাসে, বাবা মার সেবা করা আমাদের দায়িত্ব।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Thank you

Loading...

আসলে বৃদ্ধ বাবা-মায়ের বৃদ্ধাশ্রম হওয়ার একটি কারণ আছে সেটা হল বাবা-মা যদি তার সন্তানদের সেইভাবে সুশিক্ষায় শিক্ষিত করত তাহলে আজকে হয়তো বৃদ্ধাশ্রমে যেতে হতো না। এবং সেসব সন্তানদেরও একটু জানা দরকার যে আজকে তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। কাল হয়তো তোমাকেও বৃদ্ধাশ্রমে যাতে হতে পারে। আজকে আপনি বৃদ্ধাশ্রম নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।

কর্মফল সবাইকে ভোগ করতে হবে। আজ যদি আমার মা- বাবার সাথে আমি ওরকম করি তাহলে আমি যখন বৃদ্ধ হব আমার সন্তানরাও আমার সাথে ওরকমই করবে। কারণ আমি যে আচরণগুলা আমার বৃদ্ধ মা-বাবার সাথে করবো আমার সন্তানেরা তা দেখবে আর সেখান থেকেই শিক্ষা নেবে। আমরা সবাই বৃদ্ধ মা-বাবাদের প্রতি শ্রদ্ধাশীল হই একসঙ্গে সুখে দুঃখে থাকার চেষ্টা করি এটাই সন্তানদের কাছ থেকে মা বাবার শেষ চাওয়া থাকে। এত সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনার আজকের শীর্ষক টা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। যে বাবা মা আমাদের ছোটবেলা থেকে তিলে তিলে বড় করে তুলেছে এবং মানুষের মতো মানুষ করেছেন। নিজের পায়ে নিজেকে দাড়াতে শিখিয়েছে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা তাদের বাবা মায়ের বয়স হয়ে গেলে তাদের সহ্য করতে পারে নি। এই বাবা মাই ছোটবেলায় আমাদের শত দুষ্টামি নেনে নিত। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

খুবই শিক্ষণের একটা পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করেছে।। মা বাবা যখন বৃদ্ধ হয় আর সন্তানের কাছে কষ্ট পায় তখনই এরকম কথায় বলে থাকে আপনার চাইতে বড় মানুষ ভালো।। আর সন্তান ও তার স্ত্রীর জন্যই বেশিরভাগ মানুষ বৃদ্ধাশ্রমে যেয়ে থাকে।।

সত্যিকার অর্থে বর্তমান সময়ে মা-বাবার প্রতি কিছু জানোয়ার রুপি সন্তান যারা নিজের স্বার্থের জন্য মা বাবাকে বোঝা মনে করে। যে মা বাবা নিজেদের জন্য কিছু না রেখে কষ্ট করে সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে সারাটা জীবন পার করে দেয়। সন্তানদের কাছ থেকে মা বাবা যখন ঐরূপ আচরণ দেখতে পায় তখন মা বাবার মনে খুব কষ্ট হয়। কিন্তু তারপরও মা-বাবা সন্তানদের জন্য সর্বদা মঙ্গল কামনা করে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের মা-বাবা। তাই একটা কথাই বলবো আমরা সকলে মা-বাবাকে কখনো কোন প্রকার কষ্ট যেন আমাদের কাছ থেকে না পায়। সুন্দর মন্তব্যটি করার জন্য ধন্যবাদ।

একদম ভাই কিছু সন্তান নামে কলঙ্ক আছে তারা তাদের নিজের কথা ভেবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে।। মা-বাবা সন্তানের জন্য এত কিছু করার পরও একজন সন্তান দিতে এরকম কাজ করে তাহলে তাকে মানুষ বলা তখনই ঠিক হবে না।।