নমস্কার
প্রিয় বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া কোপা আমেরিকা ফাইনাল ম্যাচের রিভিউ নিয়ে কথা বলব। তাহলে চলুন শুরু করা যাক।
বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল।
আজ আমার প্রিয় দল আর্জেন্টিনা ৪র্থ শিরোপা জয়ের জন্য মাঠে নামবে। তাই আমি আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি দেখার জন্য গতকাল রাতে আমার ফোনে এলার্ম সেট করে রাখি। এর্লাম বেজে উঠে ছয়টায়।
এলার্ম শব্দে আমি ঘুম থেকে উঠে পড়ি এবং আমার বাসায় যেহেতু টিভি নেই আমার ফোনটি হাতে নিয়ে খেলা দেখার জন্য প্রস্তুত হই। আমি আমার ফোনে HDstreamz নামক অ্যাপসের মাধ্যমে খেলা দেখি। যেহেতু আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি ভোর ছয়টায় হবার কথা তাই আমি ছয়টায় উঠে এপসের মাধ্যমে প্রবেশ করি।
কিন্তু দেখে যে খেলা শুরু হয়নি। সেই খেলা দেখার অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি কোন প্রকার ত্রুটিজনিত কারণে প্রায় ৭৫ মিনিট পর খেলা শুরু হয়। খেলা শুরু হবার দু মিনিটের মাথায় আর্জেন্টিনা গোল করার একটি ভালো সুযোগ পেয়েছিল।
কিন্তু সেই সুযোগটি আর্জেন্টিনার প্লেয়ার আলভারেজের বাজে শটের কারণে বল গোল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তারপর আবার খেলা চলাকালী সাত মিনিটের সময় আরেকটি ভালো সুযোগ পায় লিওনেল মেসি। কিন্তু লিওনেল মেসির শটটি আলবারেজের পায়ে লেগে সাইড বদল করে গোলকিপারে হাতে চলে যায়।
এই সুবাদে নিশ্চিত গোল থেকে বেঁচে যায় কলম্বিয়া। এর মধ্যে কলম্বিয়া ও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। কলম্বিয়া খেলা চলাকালীন ১৫ মিনিট সময়ে সামান্যর জন্য নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়। কলম্বিয়ার প্লেয়ারের শটটি ডান পাশের পোস্টে লেগে বল সাইড লাইনের বাইরে চলে যায়।
তারপর কলম্বিয়া প্লেয়ারের দূর থেকে জোরালো শট নিয়েছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস হালকা হাতের স্পর্শে বল ডান পাশের সাইড লাইনের বাইরে চলে যায়। তখনো আর্জেন্টিনা নিশ্চিত গোল থেকে গোলকিপারের কারণে বেঁচে যায় আর কলম্বিয়া গোল থেকে বঞ্চিত হয়।
প্রথম ৪৫ মিনিট দু'দল কোন গোল করতে পারে নাই। তবে আর্জেন্টিনা গোল পোস্টে দুটি শর্ট করতে পেরেছিল এবং কলম্বিয়া ছয়টি শট রাখতে পেরেছিল। এই সুবাদে প্রথম ৪৫ মিনিট কলমবিয়া এগিয়ে ছিল আর্জেন্টিনা থেকে। ব্রেকটাইমের পর আবার খেলা শুরু হয়।
দ্বিতীয়র্ধের প্রথমে কলম্বিয়া একটা সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি। এভাবে একের পর এক দু দলই আক্রমণ করতে থাকে কিন্তু কোন দলে গোল করতে পারছিল না। খেলার দ্বিতীযার্ধে দুই দল একের পর এক আক্রমণ করতে থাকে কিন্তু কোন দল গোল করতে পারছিল না।
খেলার ৬৬তম মিনিটে বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসি পায়ে ব্যথা পেয়ে গুরুতর আহত অবস্থায় কেঁদে কেঁদে মাঠ ছাড়ে। লিওনেল মেসি মাঠ ছাড়ার পর বেঞ্চে বসেও কাঁদতে দেখা যায়। লিওনেল মেসি বদলি হিসেবে মাঠে নামে নিকু গঞ্জালেস। ৭৭ মিনিটে বদলি প্লেয়ার নিকুলাস গঞ্জালেস গোল করে বসে কিন্তু সেটি অফ সাইডের কারণে বাতিল করা হয়। এভাবে খেলার ৯০ মিনিট পেরিয়ে যায়।
খেলা শেষ মুহূর্তে ৯১ তম মিনিটে ডি মারিয়া গোলকিপার কে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। তারপর খেলা ৯০ মিনিট সময় শেষ হবার কারণে রেফারি বাঁশি বাজান। যেহেতু কোপা আমেরিকা ফাইনাল খেলাতে আরো ৩০ মিনিট খেলার নিয়ম ছিল। তাই খেলা গিয়া গড়ায় ১২০ তম মিনিট পর্যন্ত।
তো আবার এক্সট্রা টাইম খেলার জন্য খেলা শুরু হয়। কিন্তু সেই কাঙ্ক্ষিত সুযোগটি আর্জেন্টিনার আসে।
১১১ তম মিনিটে আর্জেন্টিনার বদলি হিসেবে নামা খেলোয়ার লাউতার মার্তিনেস সেই অনাকাঙ্ক্ষিত গোলটি করে আর্জেন্টিনাকে জয়ের জন্য এগিয়ে নেয়। তারপর আর কোন দল গোল করতে পারে নাই। ১২০ মিনিটে খেলা শেষ হলে রেফারি শেষ বাঁশি বাজান সেই সুবাদে জয়ের আনন্দে,উল্লাসে মেতে উঠে আর্জেন্টিনার শিবির এবং গ্যালারি ভর্তি হাজার হাজার আর্জেন্টাইন দর্শক।
ডি মারিয়ার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ
আর্জেন্টিনার হয়ে ডি-মারিয়াকে হয়তোবা আর কখনো আমরা আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে দেখতে পাব না । ডি মারিয়া আগে থেকে অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কোপা আমেরিকায় তার তার জীবনে আর্জেন্টিনা হয়ে শেষ ম্যাচ খেলা। আমরা আর্জেন্টিনার সাপোর্টার যারা আছি আর্জেন্টিনার একজন অভিজ্ঞ প্লেয়ারকে আজ থেকে আর কখনো খেলতে দেখতে পাবো না সেই সুবাদে মেনে নিতে খুব কষ্টেই হচ্ছে।
পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস সেরা গোলকিপারের পুরস্কার জিতে নেয়। লাউতারো মার্তিনেস টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল করে সর্বোচ্চ গোলের পুরস্কার জিতে নেয়। পুরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি কলম্বিয়ার স্টাইকার হামেস রদ্রিগেজ জিতে নেয়।
গত তিন বছরের মধ্যে আর্জেন্টিনা দল চারটি মেজর শিরুপা জিতে নেয়। স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনা টানা তিনটি শিরোপা ২০২১ কোপা আমেরিকা ট্রফি, ২০২২ ফুটবল বিশ্বকাপ ট্রফি এবং ২০২৪ আবার কোপা আমেরিকা ট্রফি জিতে নিয়ে এই কীর্তি গড়েন।
বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল Tsport এর মাধ্যমে খেলা দেখে উপভোগ করতে পেরেছি তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ।
আপনি আর্জেন্টিনা সম্পর্কে অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আসলে আমিও আর্জেন্টিনা সাপোর্ট করি এবং আমি মনে প্রাণে চেয়েছিলাম এবার কোপা আমেরিকা কাপটা আর্জেন্টিনার নেট । এবং আমি খুশি যে কাপটা আর্জেন্টিনাই নিয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের মাঝে এ বিষয়গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একজন আর্জেন্টাইন সাপোর্টার শুনে খুব ভালো লাগলো। আমি মনে করি আপনিও খেলাটাই পুরোপুরি উপভোগ করেছেন। প্রিয় দল কাপ জিতেছে বলে আমরা আর্জেন্টাইন সাপোর্টার যারা আছে সবাই খুব খুশি। বর্তমান বিশ্বে এক নম্বর দল হচ্ছে আমাদের আর্জেন্টিনা ফুটবল দল। প্রিয় দল আর্জেন্টিনা ফাইনাল খেলা খুব কষ্টার্জিত জয় পেয়েছে। সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে বিশ্বের সেরা প্লেয়ার আমার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি ইনজুরি হয়ে মাছ ছেড়ে যাওয়া। সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কোপা আমেরিকা ২০২৪ এর ফাইনাল ম্যাচের সুন্দর রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন, অধিকাংশ মানুষের ফুটবল খেলাটা অনেক বেশি প্রিয়, আমাদের বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার বেশি, আজকে কোপা আমেরিকা জয় করার কারণে আর্জেন্টিনার সাপোর্টার অনেক বেশি খুশি হয়েছে, আজকে সকালে আমি নিজেও আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যেকার ফাইনাল ম্যাচটি উপভোগ করেছি, ধন্যবাদ সুন্দর রিভিউ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আর্জেন্টিনার দলের বিগ ফ্যান। আর্জেন্টিনা দলের কোন খেলা থাকলে আমি তা কখনো মিস করি না। বর্তমান বিশ্বে এক নাম্বার দলের আর্জেন্টিনা। গত তিন বছরের মধ্যে আর্জেন্টিনা টানা ৪ টি মেজর শিরুপা জয় করে এক অন্য রকম নজির করেছে। ফুটবল ইতিহাস এরকম নজির আর কোন দলের নেই। আজকে খেলা শুরু হবার ছিল ভোর ছয়টায় কিন্তু প্রতিজনিত কারণে প্রায় ৭৫ মিনিট পর খেলা শুরু হয়। অনেক আগ্রহের পর খেলা শুরু হয় এক টিপে বসে পুরো খেলা দেখি। আার আমার প্রিয় দল শিরোপা জয় করে নেয়। সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit