কলেজ ফেস্টের দ্বিতীয় পার্ট

in hive-120823 •  2 years ago 

IMG20230131210200.jpg

জনসমুদ্রে আমরা

হ্যাঁ,

শায়েরি সেদিন উঠতে পেরেছিল ট্রেনে।খুব একটা ভিড় ছিল না। শায়েরির সঙ্গে তার একটা বান্ধবীও ছিল।সুতরাং আমরা টোটাল ৭ জন যাচ্ছি,পাশ আছে ৬ জনের।এর মাঝে আমি আবার সেই বন্ধুকে কল করলাম পাশ জোগাড় হয়েছে কিনা জানতে।

সে জানালো তুমি চলে এসো জোগাড় হয়ে যাবে।এর পর ট্রেনে আমরা অনেক হাসি মজা করতে করতে চললাম।ঠান্ডা লাগছিলো ভালই।দেখতে দেখতে আমরা বজবজ স্টেশনে পৌঁছে গেলাম।সেখানে নেমেই আমাদের দৌড় শুরু হল।কারণ না দৌড়ালে auto পাবো না,তখন আবার অনেক সময় ধরে লাইন দিয়ে অটো ধরতে হবে।

সেই মতন সবাই ছুটতে ছুটতে অটো পেলাম।কিন্তু অটো তে ৬ জন ম্যাক্সিমাম ধরবে।কি উপায়?নিজেরাই একটু কষ্ট করে বসলাম।আমার কোলে বসল মলয়,এভাবে আমরা চলতে শুরু করলাম।কিছু দূর গিয়ে ছোট্ট একটা অ্যাকসিডেন্ট হয়েছিল,আমাদের অটোতে অন্য একটা অটো এসে ধাক্কা মারে।কোনো রকম ক্ষতি হয়নি,তবে দুই অটো ওয়ালা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে দিয়েছিল।আমরা বললাম আমাদের তাড়া আছে,তাই ঝামেলা থামিয়ে আবার অটো চালাতে শুরু করল।

এর পর আমরা ওদের কলেজের সামনে নামলাম।চারিদিকে অসম্ভব ভিড়। শায়েরী হোস্টেলে থাকে না,তবুও আমাদের হোস্টেল দেখাবে বলে নিয়ে গেলো।সেখানে গার্ড রয়েছে সে ঢুকতে দেবে না।কলেজের স্টুডেন্ট তবুও ঢুকতে দেবে না,কি যাচ্ছে তাই ব্যাপার।শেষে ওখান দিয়ে ওদের এক প্রফেসর যাচ্ছিলেন,সেই প্রফেসরের থেকে পারমিশন নিয়ে তার পর ঢুকতে পারলাম।

IMG20230131220412.jpg

সেখানে আমরা ওদের হোস্টেলের সামনের মাঠে বসলাম কিছুক্ষণ,লাইব্রেরির সামনে ছবি তুলল সবাই মিলে।এর পর আমার ওই কলেজে যে বন্ধু দুজন ছিল,তার একজনকে কল করলাম।সে কিছুটা দূরেই মেসে থাকে।এখানে হোস্টেল চার্জ মাসে ১২ হাজার টাকা।এত টাকা দিয়ে হোস্টেলে থাকার চেয়ে মেসে থাকা ভালো।

IMG20230131183555.jpg

লাইব্রেরির সামনে আমি আর প্রদ্যুৎ

তাকে কল করে তার মেসে গেলাম।আমি সোহেল আর সোহেলের বন্ধু।এদিকে শায়েরি,মলয় আর প্রদ্যুৎ ওরা যেখানে কনসার্ট অর্থাৎ কলেজের দিকে গেলো।আমি আর সোহেল আমার বন্ধুর মেসে গেলাম।ওখানে গল্প গুজব করলাম,সেখানেই সে পাশ জোগাড় করল।

এদিকে শো শুরু হওয়ার মুখে,মলয় কল করে আসতে বলল।আমরা এবার বেরোতে লাগলাম।মলয় জানালো ওরা ঢুকে পড়েছে এবং ওরা মেডিকেল সাইড এ রয়েছে।এই কলেজে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং দুটোই পড়ানো হয় তাই দুই গ্রুপের আলাদা আলাদা ভাবে ঘিরে দেখার বেবস্থা করে হয়েছে।

আমি আর সোহেল ভেতরে ঢুকব,কিন্তু কি ভাবে?প্রায় এক কিলোমিটার লাইন।এবং লাইনটা পড়েছে কলেজের সামনের মেইন রাস্তার উপরেই।রাস্তাতে অসম্ভব জ্যাম লেগেছে।এই ফাঁকে আমরাও অনেক এদিক ওদিক করে লাইন এ ফাঁকি দিয়ে সঙ্গে সঙ্গেই ঢুকে পড়লাম।

IMG20230131222614.jpg

তবে ঢুকে পড়লেই হবে না।অনেক গুলো চেক পয়েন্ট পার করতে হবে।প্রথমে মেইন গেট দিয়ে ঢুকলাম।এর পর আরো একটা চেক পয়েন্ট,সেখানে আমাদের হাত থেকে পাস নিয়ে নেওয়া হল,এবং হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দেওয়া হল।এটাই এবার থেকে পাস,ওটা হাত এ না থাকলে ঢুকতে দেবে না।

সেখান থেকে কিছুটা এগিয়ে মেডিকেল গেট দিয়ে ঢুকলাম।চারিদিকে অসাধারন লাইটিং,আর জনসমুদ্রের মধ্যে দিয়ে এগোতে থাকলাম।এদিকে কন্টিনিউ মলয়দের কল করে যাচ্ছি,কিন্তু কেউই কারোর কথা শুনতে পাচ্ছি না।

বাকিটুকু পরের দিন লিখব,পরের দিনই রয়েছে আসল মজা...

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

আপনার ট্রেনে উঠে বেশ মজা করলেন, তার সাথে আপনাদের একজন বান্ধবীও ছিল হাসি-ঠাট্টা মজা করতে করতেই, ট্রেনের সময়টা আপনারা পার করে দিলেন।

আপনি বলেছেন যে আপনার বন্ধু বা বান্ধবী উনি হোস্টেলে থাকে না। কিন্তু তারপরেও আপনাদেরকে হোস্টেল দেখানোর জন্য নিয়ে গেছে। আপনারা সেখানে নেমে দেখতে পেলেন।অনেক ভিড় আসলে স্বাভাবিক যে কোন জায়গায় ভিড় হওয়ার কথা, এটা কোন অস্বাভাবিক কিছু নয়।

আপনারা যেভাবে মানুষের বিয়ে ঠেলে ফাঁকি দিয়ে উঁকি যুগি দিলে ঢুকে গেলেন। সেটা পড়ার পর খুবই মজা পেলাম, আসলে স্বাভাবিক ভিড়ের মধ্যে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। সেটাই হচ্ছে লক্ষ্য, তারপর আপনারা মেইন গেট দিয়ে ঢুকে গেলেন। এবং প্রচুর পরিমাণে লাইটিং দেখতে পেলেন। সেখানে জনসমুদ্র আপনারা বেশ মজা করেছিলেন, বিষয়টা বেশ ভালো লাগলো।

Loading...

এই সেই শায়েরী। যার কথা আপনার প্রথম পোস্টে পড়েছিলাম। আর আজকে আপনার পোস্টে তাকে দেখলাম, আর এটা জানা গেলো যে শায়েরী ট্রেনে উটেছিলো। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন।