অন্য সুরের শুরু

in hive-120823 •  2 years ago  (edited)

IMG_20230504_112455.jpg

ব্যাস্ত এমার্জেন্সি রুমে একটু ফাঁকা সময়ে তোলা ছবি

অনেক অনেক দিন পর আজ ফিরে এলাম।মাঝের অনেক কদিন ব্যাস্ত ছিলাম।অনেক কদিন ইচ্ছে করেই সময় থাকলেও আসিনি স্টিমিট এ।

পরীক্ষার রেজাল্ট কি হবে সেই ভয়েই অনেকটা চুপসে ছিলাম।পরীক্ষার আগে পরীক্ষার জন্য ভয়,আর পরীক্ষার পর রেজাল্টের জন্য ভয়।বিগত তিন মাস ধরে যেন এই দুখ-দর্দ-পিডা পেছন ছাড়ার নামই নিচ্ছিল না।তবে আল্লার অশেষ ধন্যবাদ এবং অনেক মানুষের আশীর্বাদ ও দোয়ায় যখন তীব্র হৃদস্পন্দন কে অগ্রাহ্য করে অনলাইন রেজাল্টের পোর্টাল হাতড়ে নিজের রেজাল্ট খুললাম তখন আমরা হোস্টেলের সাত বন্ধু দার্জিলিংয়ের এক হোটেল রুমে বসে আছি।

শেষের কয়েকদিন ধরেই আজ রেজাল্ট,কাল করতে করতে ঊনত্রিশ তারিক রাত এগারো টায় যখন রেজাল্ট দিল তখন রেজাল্টের পাতায় চোখ বোলাতে ভয় পাচ্ছিলাম।শেষ অব্দি আমি পাশ করেছি।চারটি সাবজেক্ট মিলিয়ে সাত টা পেপার এবং অগুনতি প্রাকটিক্যাল টেবিল পেরিয়ে আমি পাশ করেছি।একটা দীর্ঘ নিশ্বাস,খুশির নিশ্বাস ফেলতে পারলাম।

দীর্ঘ সাড়ে চার বছরের ক্লান্তি,গ্লানি ঝরে পড়ল।অতি দ্রুত মা এবং আব্বাকে ফোন করে সর্ব প্রথম খবরটা দিলাম।দার্জিলিংয়ের সেই হোটেল রুমে থাকা সাত বন্ধুই আমরা পাশ করেছি।তবে ওই মুহূর্তে একটা খারাপ খবর পেলাম, আমার হোস্টেলের রুমমেট এর সাপ্লি এসেছে,অর্থাৎ ফেল।তাকে আবার তিন মাস পর পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।

IMG_20230503_165533.jpg

হাউসস্টাফ দিদি ও ব্যাচমেটের সঙ্গে তোলা ছবি

এটা শোনার পর সেই রাতে আমরা সকলেই মন খারাপ করে বসে থাকলাম।আমি জানি কিছু ছোট খাটো ভুলের কারণে তার সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে।তার জায়গায় আমিও হয়ত থাকতে পারতাম।তবে আমার দৃঢ় বিশ্বাস সে পাশ করবেই।সাফল্য কদিন পরই না হয় আসবে,কিন্তু আসবে অবশ্যই।আসতে তাকে হবেই।অগুনতি রাজ জাগা সময়গুলোর ফল আমরা একটু তাড়াতাড়ি পেয়েছি,সে না হয় কদিন পর পাবে কিন্তু পাবেই।

বন্ধুর জন্য মন খারাপ হলেও নিজের জন্য আমি ভীষন খুশী।এবার একটা বছর অনেক অনেক কিছু শিখতে হবে।আগামী জীবনটা ডাক্তার হিসেবেই সমাজের কাছে পরিচিত হব।তাই আগামীর ভিতটা এখনি অনেক শক্ত করে গড়তে হবে।

আজ আমার প্রথম ডিউটি ছিল।প্রথম দিনই এমার্জেন্সি রুমে ডিউটি।কি অসম্ভব নতুন এক ধরনের দিন কাটালাম সে সব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব সময়ের সঙ্গে সঙ্গে।আজ শুধু নিজের ছোট একটু সাফল্যের খবর আপনাদের কাছে পৌঁছে দিতে ফিরে এলাম।ধন্যবাদ সকলকে আমার লেখা মনযোগ দিয়ে পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@wahidsuman

Congratulations 🎉🎉🎉
অভিনন্দন ভাই। আপনার পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আপনি ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন, খুবই ভালো লাগলো বিষয়টি জানতে পেরে।

সামনে আপনার মানুষের সেবা করার দিন। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখুন এই প্রার্থনা রইলো আপনার জন্য। ঈশ্বর আপনার মহৎ পেশার সহায় হোন। অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

অসংখ্য ধন্যবাদ দিদিদ❤️

Loading...

@wahidsuman

Congratulation 🤩🤩🤩🎉🎉🎉

আলহামদুলিল্লাহ আপনারা অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে,, বিষয়টা জানতে পেরে বেশ ভালো লাগলো। আপনি অনেক রাত জাগা পরিশ্রমের ফল পেয়েছেন। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা।

আশা করছি আপনার জীবনের বাকি দিনগুলোতে ডাক্তার হিসেবে,, অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। যারা রাস্তার মধ্যে আছে, তাদের পাশে দাঁড়িয়ে, তাদের জন্য একটু চিকিৎসা করবেন।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালো থাকুন।

congratulations আপনার পোস্ট পড়ে জানতে পারলাম আপনি দীর্ঘ কয়েক বছর এর সাধনার পড়ে আপনার পড়াশোনা ফলাফল আপনার হাতে পেয়েছেন,,,,

আর এগুলো ছাত্র জীবনের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে আনন্দের তবু ও আপনাদের সহপাঠী এর মধ্যে একজন ফলাফল হাতে পায়নি,,,, অনার জন্য দোয়া রইলই সামনের দিনে ওনি যেন ভালো করতে পারে,,,,,ভালো থাকবেন সুস্থ থাকবেন।

এটা একদমই বাস্তবসম্মত যে পরীক্ষার আগে ভয় হয় পরীক্ষা নিয়ে এবং পরীক্ষার পর রেজাল্ট নিয়ে খুবই ভয় হয়।

তবে আল্লাহতালার অশেষ রহমত এবং মানুষের দোয়াতে আল্লাহতালা আপনাদের লেখাপড়াকে সার্থক করে দিয়েছে এই পরীক্ষার মাধ্যমে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য রইল সান্তনা আশাকরি পরবর্তী সময়ে উত্তীর্ণ হবে।