নিজের একটি random ছবি
স্টিমিট এ আমি অনেক কিছু নিয়েই লিখেছি,লিখছি ও আগামীতেও লিখব।আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু উপস্থাপন করার,তবে বেশিরভাগই আমার প্রতিদিনের কিছু ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে লেখা অথচ স্টিমিট এ আসার আগেও আমাদের সকলের জীবনেই অসংখ্য ঘটনা রয়েছে যা শেয়ার করা হয়ে ওঠে না।আজ সেরকমই একটা ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি।আজকের এই লেখার মাধ্যমে দুই বছর আগে আমার জীবনে ঘটে যাওয়া এক অর্থনৈতিক দুর্ঘটনা সম্পর্কে আপনারা জানতে পারবেন।
এই লেখা আপনাদের কেন পড়া উচিৎ?
আমরা অর্থ কেন উপার্জন করি বা কেন আমাদের অর্থ উপার্জন করা উচিত সে নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই।আমরা সকলেই সে বিষয়ে জ্ঞান হওয়ার পর থেকেই অবগত।কিন্তু এই উপার্জিত টাকা কিভাবে সঞ্চয় করতে হয়,বা অপচয় থেকে নিজের উপার্জিত টাকা রক্ষা করতে হয় তা নিয়ে আমরা বেশিরভাগ মানুষই উদাসীন অথবা আমাদের সে নূন্যতম জ্ঞান নেই।জীবনে চলার পথের এই কঠিন অথচ সব চেয়ে দরকারি শিক্ষা আমাদের পঠক্রমের অন্তর্ভুক্ত না থাকায় আমরা অনেক রকম অর্থনৈতিক ভুল করে বসি।কখনো সেগুলো খুব ছোট ছোট ভুল কখনো বা অনেক বড়।এরকমই এক বড় অর্থনৈতিক ভুলের শিকার হয়েছিলাম আমি।
ঘটনা দু বছর আগের,যখন দ্বিতীয় লক ডাউন শুরু হয়েছে সে সময়ের।আমরা সকলেই ঘরের মধ্যে বন্দী,দিনের বেশির ভাগ সময়টায় ফোনের মধ্যে ডুবে থাকছিলাম।সেই সময় বেশ কিছু অনলাইন Investing app এর প্রচুর প্রচুর অ্যাড রোজ দিন চোখের সামনে আসায় একদিন groww অ্যাপ ডাউনলোড করলাম।এই অ্যাপ এর ইন্টারফেস খুব সহজ তাই বুঝতে কিছু অসুবিধা হচ্ছিল না।হাতে স্কলারশিপের ২০ হাজার টাকা ছিল,যেহেতু নিজের কামানো টাকা না,তাই হয়ত টাকার মর্ম বুঝতে অক্ষম ছিলাম।ইউটিউবে থেকে কয়েকটা বেসিক ভিডিও দেখার পর সমস্ত টাকা কয়েকটা কোম্পানির শেয়ার কিনে নিয়েছিলাম।
শেয়ার তো কিনে নিয়েছি কিন্তু প্রতিদিনের ১০ টাকা ২০ টাকা খুব জোর ৫০ টাকা কমছে বাড়ছে দেখে মজা পাচ্ছিলাম না।আসলে টাকা কামাই কিছু হোক না হোক নতুন একটা জিনিসের প্রতি মন ব্যাস্ত থাকতে শুরু করল।দির্ঘক্ষ্ন অ্যাপ এর মধ্যে সময় কাটাতে শুরু করলাম,অথচ লাভ বা লোকসানের পরিমাণ এতই কম যা দেখে পোষাচ্ছিল না।প্রতিদিন ইউটিউবে অসংখ্য ভিডিও দেখতে শুরু করলাম,সেখানে নানান মুনির নানান মত।কারোর দেখে প্রতিদিন ২ হাজার ৫ হাজার করে লাভ হচ্ছে।যা দেখে ব্যাপারটা আরো গভীরে বুঝতে চেষ্টা করলাম।তখনই পরিচিত হলাম একটা শব্দের সঙ্গে " intra day trading "
Intra day trading কি?
একই দিনের মধ্যে শেয়ার কিনতে ও বিক্রি করতে হয়।একদিনের মধ্যেই কেনা ও বিচার এই শর্তের কারণে শেয়ার অনেক ডিসকাউন্টেড দামে পাওয়া যায়।অর্থাৎ কম টাকায় বেশি শেয়ার।একই দিনে যা লাভ হবে সব আপনার যা লস হবে সেটাও আপনার।
এখন এই intra day treding এর সঙ্গে পরিচিত হওয়ার পর কি ঘটল?
জানতে হলে অপেক্ষা করুন পরের পোস্টার জন্য...
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, লকডাউনের সময় এমন একটা অবস্থা হয়ে গেছিলো যে বাইরে বের হওয়া সম্ভব না, এহেন মুহূর্তে একমাত্র সম্বল ছিলো হাতে থাকা মোবাইল। এরকম অবস্থায় আপনার মত আমিও কয়েকটি ছোট খাটো ইনভেস্ট সাইটে কাজ করতাম, কিন্তু ইনভেস্ট অনুযায়ী প্রফিট পেয়ে পোশায়তো না। খুবই সংকটে পরে গেছিলাম। নিজের কিছু টাকাও লকডাউনে নষ্ট করে ফেলছিলাম। সে সময়টিতে যদি স্টিমিট প্লাটফর্মের খোজ পেতাম অনেক ভালো হত।
যাইহোক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। তবে intra day treding এর সাথে আপনি পরিচিত হওয়ার পরে, কী হলো? সেটা জানার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি সত্যিই যথার্থ বলেছেন।টাকার খরচ করার কোনো অধ্যায় যদি আমাদের পাঠ্যবইয়ের কোনো একটা পাতায় বন্ধি থাকতো তাহলে হয়তো আমরা টাকার খরচ কিভাবে করতে হয়,সঞ্চয় কিভাবে করতে হয় তা অনুধাবন করতে হয়।
আসলে বর্তমান যুগে তো সৎভাবে টাকা ইনকাম করার মানুষের সংখ্যা খুব কম, তাই টাকার মর্ম বোঝার মানুষও কম।
টাকার মর্ম শুধু তারাই বোঝে যারা রোদে পুরে, বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে।তারা একটি টাকা খরচ করার আগে অত্যন্ত পাঁচবার ভাবে।
খুব ভালো একটা উপস্থাপনা শেয়ার করেছেন আমাদের মাঝে এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন মানুষ যদি টাকার যথার্থ মূল্যায়ন করতে পারতো। তাহলে আমাদের সমাজটা আরো সুন্দর হতো। সমাজের মানুষগুলো আরো ভালোভাবে বাছতে পারতো। আমি যদি আমার নিজের জীবনের কথা বলি। আমি যদি ঠিকমত টাকার মূল্যায়ন করতে পারতাম। আজ আমার কাছে অন্ততপক্ষে এক থেকে দেড় লাখ টাকা থাকতো।
তার সাথে আপনি উল্লেখ করেছেন গত দু'বছর আগের কথা। এবং একটা ঘটনা ঘটনাটা খুব মন দিয়ে পড়লাম।এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
ইনশাল্লাহ পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি পেয়ে যাব ধন্যবাদ ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit