তারিফ মৃধা, বয়স দশ কিংবা এগারো। এই বয়সের ছোট্ট কোনো শিশুকে আমি কিংবা আপনি এক বোঝা বই ভর্তি ব্যাগ নিয়ে স্কুলের ক্লাস নতুবা বাসায় পড়ার টেবিল ছাড়া খেলার মাঠে কল্পনা করতে একটু ইতস্তত বোধ করবো, অবশ্যই৷ কিন্তু, তারিফ মৃধার বাবা সুমন মৃধা এসবের তোয়াক্কা করেন নি কখনোই। খেলার কারণে তারিফ মৃধার পড়াশোনায় ক্ষতি হচ্ছে, এমনটাও কিন্তু নয়৷ খেলার পাশাপাশি পড়াশোনাও চলছে, হরদমে৷
বাবার প্রসঙ্গ যখন উঠেই গেলো তখন তারিফের বাবা সুমন মৃধা সম্পর্কে একটু সংক্ষেপ ধারণা দিই আপনাদের।
সুমন মৃধা, ছোটবেলায় ক্রিকেট ভালো খেলতেন। স্থানীয় ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করতেন তিনি, স্বপ্ন ছিলো একদিন জাতীয় দলে খেলবেন৷ কিন্তু এপৃথিবীতে সবার স্বপ্ন কি পূরণ হয়..? কিছু মানুষের স্বপ্ন অপূর্ণও থেকে যায়। সুমন মৃধার জীবন ইতিহাসের সারসংক্ষেপও ঠিক এমনই৷
পারিবারিক চাপে একটা সময়ে তাকে ক্রিকেট থেকে সরে আসতে হয়েছিলো। সাংসারিক চাপ তার স্বপ্নের পথে বাঁধা হয়ে দাড়িয়েছিলো, সেসময়।
পরবর্তীতে সুমন মৃধা তার সঞ্চিত অভিজ্ঞতা তিনি তার ছেলের মধ্যে লালন করছেন, প্রতিনিয়ত। ভোর হলেই আপনি বা আমি যেখানে আমাদের আদরের সন্তানদের স্কুল কিংবা কোচিংয়ে নিয়ে যাই সেখানে তারিফের বাবা সুমন মৃধা ব্যাট, বল, স্টাম্প সহ ছেলেকে নিয়ে মাঠে যায় ক্রিকেট অনুশীলন করাতে৷ এটা তার প্রতিদিনের রুটিন হয়ে গেছে।
কখনও ছেলে ব্যাট করে, বাবা বোলিং করে আবার কখনোও ছেলে বোলিং করে, বাবা করে ব্যাটিং।এভাবেই চলছে তাদের নিত্যকার অনুশীলন। বাবা ছেলেকে একজন পেশাদার খেলোয়াড় হিসেবে দেখতে চায়৷ এজন্যই তার এত ত্যাগ এবং পরিশ্রম।
বিভাগীয় অনুশীলনমুলক খেলাগুলোতে ছেলেকে অংশগ্রহন করাতেও তার রয়েছে সবল উপস্থিতি৷ তার সকল স্বপ্ন পূরণের সারথি হিসেবে তার একমাত্র ছেলেকেই নির্ধারণ করেছেন, তিনি।
এর দুইটাই তারিফের মধ্যে বিদ্যমান৷ কিছুদিন আগে একটা সুখবর শুনেছিলাম, তারিফ মৃধা রাজশাহী ক্রিকেট একাডেমিতে অনুশীলন করবে৷
অনেকের ক্ষেত্রেই ছোট বেলার স্বপ্নগুলো বড় বেলায় এসে কিছুটা রং বদলায়৷ তারিফের বয়স যদিও অনেক কম তবুও তারিফের ভবিষ্যৎ ক্রিকেট জীবনের সফলতা কামনা করছি৷ আশা রাখছি, তারিফ তার বাবার স্বপ্ন পূরণে ধারালো অস্ত্রের ন্যায় ভূমিকা পালন করতে সক্ষম হবে৷
বড় হোক তারিফ, নিজেকে একজন যোগ্য ক্রিকেটার হিসেবে বিশ্বের সকলের সামনে মাথা উঁচু করে দাড়াতে পারুক, এমনটাই প্রত্যাশা রইলো.......!
https://www.facebook.com/share/r/jdnzDD6kaCUhQTqm/
[তারিফ মৃধার একটি ব্যাটিং ভিডিও লিংক। যা আমি তারিফ মৃধার বাবা সুমন মৃধার ফেসবুক প্রোফাইল থেকে সংগ্রহ করেছি]
স্বপ্ন দেখলেই সফলতা আপনার দুয়ারে এসে হাজির হবে না তার জন্য আপনাকে কঠিন পরিশ্রম ও লক্ষ্য নির্ধারণ করতে হবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর আপনার আর্টিকেল সামনে আসলো খুব ভালো লাগলো আপনার আর্টিকেলটা পড়ে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কঠোর পরিশ্রম এবং তীব্র প্রচেষ্টা মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়।
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি সফলতায় তার পরিশ্রমের মধ্য দিয়ে ই আসে এটা যেমন বাস্তবতা তেমনি সত্য। স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন বাস্তবায়ন কয়জন করে ধন্যবাদ আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখাটি পড়ার পর খুব ভালো লাগলো! তারিফ মৃধার এবং তার বাবা সুমন মৃধার সম্পর্কটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সুমনের মতো বাবারা যখন নিজেদের স্বপ্ন ও অভিজ্ঞতা সন্তানদের মধ্যে লালন করেন, তখন সেটি সত্যিই প্রশংসনীয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit