স্বপ্নবাজ

in hive-120823 •  9 months ago  (edited)

pexels-freestockpro-1060492.jpgsrc
পরীক্ষা প্লাস ব্যবসায়ীক ঝামেলা ব্যাতিরেকে আজ আবারও অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি। মাস দু'য়েক হলো আমি এই প্লাটফর্মে এক্টিভ ছিলাম না। আমি খুব করেই চাই প্লাটফর্মে এক্টিভ থাকতে কিন্তু সুযোগ হয়ে ওঠে না। আসলে লিখতে গেলে পরিষ্কার মস্তিষ্ক প্রয়োজন, বিভিন্ন ঝামেলার ফাঁন্দে পড়ে আমার লেখা এবং ভাবনায় ব্যাঘাত ঘটে, এটা শুধুই আমার নিজের ব্যাপারে, ব্যাক্তিভেদে ব্যাপার স্যাপার আলাদাও হতে পারে। ফোনটাও বেশ কয়েকদিন যাবৎ বিরক্ত করছে, চার্জ থাকছে না দীর্ঘ সময়জুড়ে।

যাইহোক, লিখতে যখন বসেছি তবে একটি ঘটনা আপনাদের সাথে ভাগ করতে চাই ....

আমাদের মহল্লার অপু ভাই, পেশায় একটি কোম্পানির সেলস অফিসার। চাকরিসুত্রে জীবনের বেশিরভাগ সময়ই তাকে বাহিরে থাকতে হয়েছে এবং এখনও থাকেন। বয়স ৩০ ছুঁই ছুঁই।

তার এই কম বয়সেই সমাজে যত উন্নয়নমূলক কাজ হয় সেগুলোর পিছনে তার একটা বড় অবদান থাকে।

pexels-oloruntoba-john-104292376-9485312.jpgsrc

তার এমন কর্মের কারণে তিনি সমাজের প্রতিটি মানুষের কাছে খুব পরিচিত মুখ৷ আমি খুব কাছ থেকে দেখেছি তাকে, সামাজিক ব্যাধি দুরীকরণে মূখ্য ভূমিকা রাখতে৷ এককথায় অন্যায় প্রতিরোধে তিনি নিজের বাপকেও ছাড়তে নারাজ। তিনি দূরে থাকলেও পাড়ার তরুণদের সাথে ভালো বন্ডিং থাকে সবসময়। তিনি মহল্লার মানুষদের নিয়ে প্রচুর ভাবেন। তার চাকরির সামান্য বেতনের একটি অংশ সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। সমাজের কোনো মানুষ কোনো কারণে ব্যথিত হলে তিনিও সমানতালে ব্যথিত হন৷

গত রাতের একটি ঘটনা আপনাদের সাথে ভাগ করি, রাত আনুমানিক ১১ টা, হঠাৎ একটি অচেনা নাম্বার থেকে ফোন আসলো। ফোন কানে দিতেই চেনা কন্ঠের আভাস পেলাম, বুঝলাম অপু ভাই৷ জিজ্ঞেস করলেন, এলাকার খবর কিছু রাখো..? উত্তরে বল্লাম কি হয়েছে। বললেন, কিছুদিন আগে যে জনপ্রতিনিধি নির্বাচন সংঘটিত হয়েছিল আমাদের উপজেলায়, সেই জনপ্রতিনিধি নির্বাচন শেষে একটি পক্ষ আমাদের এলাকার কয়েকজন মানুষকে মতভেদের কারণে কোণঠাসা করে রেখেছে। পালিয়ে বেড়াতে হচ্ছে সেই মানুষগুলোকে, বাড়ি থেকে তুলে নিয়ে মারপিট করা হয় তাদের৷ ব্যাপারটা শোনার পর আমিও ব্যথিত হয়েছিলাম।

তার সাথে কথা বলে বুঝলাম, তিনি ঘর ছেড়ে পালিয়ে বেড়ানো মানুষগুলোকে অভয় দেওয়ার উপায় খুঁজছেন৷

pexels-cottonbro-5044202.jpgsrc

যারা এমন দমন পীড়ন চালাচ্ছেন তারা মোটামুটি প্রখর ক্ষমতাধর৷ তাদের সাথে পেরে ওঠা তার পক্ষে একেবারেই অসম্ভব রকমের অসম্ভব। তবুও নিজেকে ঝুঁকিতে রেখে তাদের মোকাবিলা করতেও তিনি রাজি। জানিনা তাদের সাথে সম্মুখ যুদ্ধে তিনি সফল হবেন কিনা তবে স্বপ্নবাজ এতরুণের প্রগতিশীল চিন্তা ভাবনা আমাকে বারংবার ভাবায়৷

যারা দমন-পীড়নের সাথে জড়িত তাদের একটি কথা বারংবার মনে রাখা উচিত, ক্ষমতা নামক জিনিসটি খুবই পিচ্ছিল। প্রচুর ক্ষমতা পেয়ে আজ যাকে দমিয়ে রাখছেন একদিন সেও আপনাকে দমিয়ে রাখতে সক্ষম হয়ে উঠবে, এটা সময়ের ব্যাপার মাত্র। তাই পরিবর্তন করুন নিজেদের মনমানসিকতা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ক্ষমতা বিশেষ করে রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন করে দমন পীড়ন করা কখনই উচিত নয়। আজ এক পার্টি ক্ষমতায় রয়েছে ভবিষ্যতে আরেক পার্টি ক্ষমতায় আসবে। স্বপ্নবাজ নিপু ভাইয়ের মত লোক আজকের সমাজে দুর্লভ হয়ে গেছে। ধন্যবাদ ওনার কথা শেয়ার করার জন্য।

Loading...

কেমন আছেন ভাই দীর্ঘ অনেকদিন পর আবারো আমাদের মাঝে ফিরে এসেছেন দেখে ভালো লাগলো।।

আজকে আপনি আপনার বড় ভাইয়ের সম্পর্কে কিছু কথা বললেন আসলে আমাদের মাঝে কিছু মানুষ রয়েছে তারা সমাজের জন্য অনেক কাজ করে থাকে।। সেই সাথে সেই ভাই আপনাকে ফোনের মাধ্যমে একটা ঘটনা জানাই ।।আসলে যাদের ক্ষমতা রয়েছে তারা তার অপব্যবহার বেশি করে থাকে।।

সত্যি কথা বলতে কি ভাই, আপনাদের গ্রামের যে অপু ভাইয়ের কথা বলছেন, এরকম মানুষ বর্তমান সমাজে পাওয়া খুবই মুশকিল। সবাই তো এখন নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। আপনাদের গ্রামের সেই অপু ভাই সামান্য বেতনের চাকরি করেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব সময় প্রস্তুত থাকে। বর্তমানে তো পুরো দেশটাই ক্ষমতায় ভরে গেছে।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এতদিন পর আমাদের মাঝে আবারো ফিরে এসেছেন, খুব ভালো লাগলো।

সমাজের উন্নয়নমূলক কাজে যে মানুষগুলো সাহায্য করে। তাদের পেছনে শত্রু থাকে প্রচুর পরিমাণে। এটা আমি শুধু আপনার অপু ভাইয়ের ক্ষেত্রে বলছি না। যারা বর্তমান সময়ে সমাজের মানুষের কাজে এগিয়ে যায় এবং ভালো কিছু করার চেষ্টা করে। তাদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়, সেই চিন্তা করে ক্ষমতাধর মানুষগুলো।

নির্বাচন একটি শান্তিপ্রিয় অনুষ্ঠান। যেখানে আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী একজন ব্যক্তিকে নির্বাচন করতে পারি। কিন্তু বাংলাদেশে দেখা যায় রাজতন্ত্র নয়, সেটা হচ্ছে গণতন্ত্র তাও নয়। সেটা হচ্ছে একনায়কতন্ত্র। যেখানে শুধুমাত্র একজন শাসন করবে আর কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমি ঠিক জানিনা এই সমস্যাগুলো কবে সমাধান হবে।

আমি এটাও জানি না, আপনার এলাকার অপু ভাই ওই ভাইদের কে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে কিনা। যারা কিনা ক্ষমতার দাপটে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে, মারপিট করছেন। ক্ষমতার বড়াই করা মোটেও ঠিক না। সকালে ক্ষমতা থাকলে বিকেলে নাও থাকতে পারে। কথাটা অবশ্যই সবার মাথায় রাখা উচিত। ধন্যবাদ আপনাকে উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।