FAREWELL

in hive-120823 •  2 years ago 
17/06/2023

আসসালামু আলাইকুম বন্ধুগণ,
আশা করি সবাই অনেক ভালো আছেন।

আজকে আমি আপনাদের মাঝে বিদায় অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলবো।

IMG-20230618-WA0093.jpg

TMSS Institute Of science and ICT (TISI)
Department of Civil Engineering Technology
Civil Department :- 1'st Batch
Colleg :- 3rd Batch
Season :- 19-20

Picsart_23-06-19_00-42-42-520.jpg

বিদায় অনুষ্ঠান :

বিদায় অনুষ্ঠান হলো একটি অনুষ্ঠানিক আয়োজন । এই অনুষ্ঠানে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা অন্য মর্যাদাপূর্ণ ব্যক্তি দ্বারা উপহার প্রদান ও উপস্থাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রাপ্তকারীদের সাধারণত অভিনন্দন ও শুভেচ্ছা প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে প্রধানত গ্রহণকারীদের সম্পর্কে ভালো মন্দের ভাবগুলো ব্যক্ত করা হয়। সাধারণত প্রাপ্তকারীদের জীবনের এই একটি গৌরবময় মুহূর্তে তাদের কর্মক্ষেত্রে সাফল্য এবং উচ্চারণীয় সফলতা কামনা করা হয়। তাছাড়া, অনুষ্ঠানে গ্রহণকারীদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং সহকর্মীদের ধন্যবাদ ও আবৃত্তির মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করা হয়।

Picsart_23-06-19_00-51-39-666.jpg

আমার ডিপ্লোমা লাইফের স্যার/ম্যাম এবং বন্ধু/বান্ধব এর উদ্দেশ্য কিছু কথা :

আমি প্রথমেই আমাদের ডিপার্টমেন্টহেড Engr Zakia Sultana ম্যাম কে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তার হাত ধরেই আমাদে ডিপ্লোমা লাইফ শুরু।
তার সাথে ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্টের স্যার Md.Shofiqul Islam, Md.Abdullah, Md. Ruhel Mahmud, এবং সকল টেকনোলজির স্যার ম্যামকে।

আজ দেখতে দেখতে ডিপ্লোমা লাইফের ৪টি বছর কেটে গেলো বুঝতেই পারলাম না, জীবনের আরো একটি অধ্যায়ের শেষ প্রান্তে। এই ডিপ্লোমা জীবনে প্রিয় স্যার/ম্যাম দের ভালোবাসা সব সময় ছিল, তাদের ভালোবাসা শিক্ষা এবল পথ দেখানো এই ঋন কখনোই শোধ করতে পারব না।

IMG_4285.JPG

আর আমার সহপাঠী বন্ধুরা তোদের কথা কি বলবো। তোরা তো এক একটা আবেগ ছিলি।

এক একটা ভালোবাসার নাম, জীবনে ৪ টা বছরে এই বগুড়া শহরে তোদের সাথে কাটিয়েছি, সাবাই একসাথে অনেক মজা মাস্তি করেছি, খেলাধুলা সহ অনেক জায়গায় গোরা ফেরা করেছি। কিছুদিন পর সবাই সবার মতো চলে যাবি , সবাইকে অনেক মিস করবো প্রিয় মুখ গুলো, আর একসাথে কলেজের পাশের গলিতে আড্ডা খেলা ধুলা দুষ্টমি হবেনা। মিস করবো এই বগুড়া শহরের অলিতে গলিতে কাটানো সময়, আর হবেনা এমন একসাথে সবাই মিলে ঘোরাফেরার, মজা শাস্তি, খেলাধুলা, সবি স্মৃতির পাতায় থেকে যাবে।

IMG_4190.JPG

এখন সময় চলে এসেছে আমাদের প্রিও ক্যাম্পাস প্রিও স্যার ম্যাম এবং বন্ধু/বান্ধবী, কলেজের ছোট ভাই/বোন, ও সকল পরিচিত দের কাছ থেকে বিদায় নিয়ে কর্ম জিবনে নতুন অদ্ধায় শুরু করার।

অবশেষ আগামী দিনের জন্য সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই অনেক ভালো থাকুক সুস্থ থাকুক, এবং সকলের আগামী দিনের পথচলায় সফল হোক।

খোদা হাফেজ।

TQ.png


About Incredible India

20230521_180359_0000.png

Discord official server

20230521_163109_0000.png

Twitter official account

20230521_163942_0000.png

Instagram official account

20230522_005406_0000.png

Telegram official account

Htq.gif

SAVE_20230607_242829.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @ubongudofot

Screenshot_20221130-164846_Canva.jpg

Loading...