HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো ৷
প্রথম ফুলের ছবির নাম হলো হলুদ গাঁদা ফুল ৷ আমি সচরাচর লাল গাঁদা ফুলটি দেখতে পাই কিন্তু হলুদ গাঁদা ফুল চোখেই পড়ে না সেজন্য আজকে হলুদ গাঁদা ফুলের বেশ কয়েকটি ফুলের ছবি ফটোগ্রাফি করেছি ৷
সাধারনত এই হলুদ গাঁদা ফুল গুলো আমাদের বহু কাজে আসে যেমন , মনে করেন কোন অনুষ্ঠান বা কোন বিয়ে বাড়ি বা যে কোন সাজ গোজের অনুষ্ঠানে এই হলুদ গাঁদা ফুল অত্যান্ত জনপ্রিয় বলা যায় ৷
তাছাড়াও এই গাঁদা ফুলের ফুল এবং পাতা থেকে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়ে থাকে ৷ যেমন , তেল এবং সুগন্ধি জাতীয় নানা ধরনের পন্য ৷ তাছাড়াও গাঁদা ফুলের পাতা গুলো থেকে আমরা শারীরিক কিছু উপকারীতা পেয়ে থাকি ৷ যেমন, শরীরে কোন অংশে কেটে গেলে রক্ত পরা বন্ধ করার জন্য এই গাঁদা ফুলের পাতা থেতলো করে কাটা যুক্ত স্থানে লাগিয়ে দিলে খুব তারাতারি রক্ত বন্ধ হয়ে যায় ৷
আর এমন টা আমি ছোটবেলায় অনেক করেছি ৷ যখন কাটা যায় তখন এই গাছের পাতার কথা মনে পরে আর দৌড়ে গিয়ে গাছ থেকে পাতা ছিরে হাতের তালুতে থেতলো করে লাগিয়ে দিলাম ৷
সাধারনত এই ফুলের নাম আমি যতটা জানি কলা গাছ ফুল ৷ আর এই ফুলের নাম যদি আরো অন্যান্য থেকে থাকে তাহলে তা আমার অজানা ৷
এই কলা গাছ ফুল আমাদের এলাকায় বা কোন ফুলের বাগানে দেখতে পাওয়া যায় না ৷ আজকে হঠাৎ করেই বিকেল বেলা চেয়ারম্যানের বাড়িতে গিয়ে দেখতে পাই আসলে এই ফুল গুলোও দেখতে অনেক চমৎকার লাগে ৷
ফুল গুলো দেখতে লাল আর লম্বাটে হয়ে থাকে আর ফুলের সাথে কলা গাছের পাতা গুলো সংলগ্ন থাকে যেটা দেখতে আসলেই অনেক আকর্ষণীয় ৷
তবে আমি যতদুর জানি এই ফুলের গাছ গুলো বেশীরভাগে অফিস আদালতের ছাদে বা বাড়ান্দায় এবং কি অফিস আদালতের সামনে দেখতে পাওয়া যায় ৷
এই ফুলের নাম হলো রাঁধাচূড়া ফুল অনেকেই এই ফুলকে এই নামেই ডেকে থাকে ৷ যাই হোক এই রাঁধাচূড়া ফুলের গাছ গুলো যখন অনেক বড় তখন পাতা আর ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷
মনে হয় গাছের নিচে সবসময় বসে থাকি আর ফুল গুলোর ছবি তুলে থাকি ৷ তবে আমি এই ফুল গুলো কলম গাছ থেকে ফটোগ্রাফি করেছি সেজন্য গাছ গুলো ছোট আর ফুল মাত্র একটি ফুটেছে ৷
ফুলের ফটোগ্রাফি করতে করতে হঠাৎ করে একটি ফুলের গাছে এই পোকাটিকে দেখতে পাই ৷ এর আগেও অনেক বার এই পোকা গুলোকে মাঝে মাঝে জঙ্গলে দেখতে পাই কিন্তু এই পোকা গুলোকে দেখলে আমার অনেক ভয় লাগে ৷
তবে আমাদের গ্রাম্য ভাষায় এই পোকাটির নাম বলে তারা চ্যাং আর এই পোকা নাকি গুলো মানুষের দিকে তাকিয়ে থাকলে মানুষের রক্ত চুষে নেয় জানি না কথাটা আদো সত্যি কি না ৷
দেখতে অনেক টা গিরগিটির মত আর এই পোকাটির লেজ টাও অনেক লম্বা দেখতে যতটা সুন্দর লাগে তার চেয়েও বেশী ভয় লাগে আমার ৷
পঞ্চম ছবিটি হলো একটি ঘাস ফুলের ছবি আর এই ফুলটিকে বিকেল বেলা রাস্তার পাশ থেকে তুলেছি ৷ অনেকে এই ফুলের গাছ কে বন গাছ নামেও চিনে থাকে ৷
তবে এই গাছ গুলো একটু লম্বা হয় জন্য গ্রামের মানুষেরা গাছ গুলোকে কেটে রোদের মধ্যে শুকিয়ে জ্বালানি খড়ির জন্য ব্যবহার করে থাকে ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার রেনডম ফুলের ফটোগ্রাফি ৷ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো, গাঁদা ফুল খুবই একটা জনপ্রিয় ফুল । আমারও গাঁদা ফুল পছন্দের একটা ফুল আপনি ঠিকই বলেছেন গাঁদা ফুল বিভিন্ন কাজে আসে যেমন ধরেন কোন বিয়ের হলুদ অনুষ্ঠানে এই গাঁদা ফুল । আর আপনি যেমন বললেন গাঁদা ফুলের পাতা শরীরের ক্ষতস্থানের রক্ত বন্ধ করে। আমিও ছোটবেলায় আপনার মতন এই ফুলের পাতা দিয়ে রক্ত বন্ধ করতাম । আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। দ্বিতীয় ফুলের কথা যে আপনি বললেন কলা গাছ ফুল, এই ফুলের গাছের নাম আমিও জানিনা আজকে প্রথম শুনলাম আপনার কাছ থেকে কিন্তু ফুলটা অনেক সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাশাআল্লাহ, আপনার ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর। প্রতিটি ফুলের সাথে জড়িত ইতিহাস এবং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা সত্যিই দারুণ। প্রাকৃতিক সৌন্দর্য এবং ফুলের নানা গুণাবলীকে এমনভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যিইআপনার তোলা ফুলের ছবিগুলো মনোমুগ্ধকর এবং লেখাটি অনেক ভালো লাগলো।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit