বড় ছেলে // বাংলা নাটক রিভিউ

in hive-120823 •  2 years ago 

Screenshot_20220208_213420.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ৷ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি আজকে"ইনক্রেডিবল ইন্ডিয়া"একটি প্রথম বাংলা নাটক রিভিউ পোষ্ট করতে যাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চল শুরু করা যাক ৷ নাটকটির নাম হচ্ছে " বড় ছেলে" ৷

মুল কাহিনী

বড় ছেলে নাটকটি অনেক ইমোশনাল একটি নাটক ছিল ৷ এই বড় ছেলে নাটকটি একটি পরিবারের যে বড় ছেলে থাকে তার কত দায়িত্ব এবং কর্তব্য থাকে সেটা এই নাটকের মধ্যে বুঝিয়েছিলেন ৷ এবং সেই পরিবারের যে বড় ছেলে বেকার থেকে পরিবারের জন্য কোন কিছু করতে না পারা কতটা যে কষ্টের এই নাটক টা না দেখলে আমরা কোন কিছুই বুঝে উঠতে পারতাম না ৷

Screenshot_20220208_192421.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

Screenshot_20220208_192424.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

ছেলের পরিবারে চার জন সদস্য ছিল মা বাবা ভাই ও বোন ৷ ছেলেটা একটি টিউশনি করায় ৷ কিন্তু সেই টিউশনি দিয়ে তাদের পরিবারের খরচ চালানো অনেক কষ্ট হয়ে থাকে ৷ এই দিকে ছেলেটি ও বেকার চাকরির জন্য অনেক চেষ্টা করলেও সে কোন চাকরি পান নি ৷ এভাবেই চলতে থাকে কয়েকদিন ৷

Screenshot_20220208_192454.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

তারপর দেখা যায় ছেলেটি একটি মেয়েকে ভালোবাসে ৷ আর মেয়েটিও ছেলেটিকে অনেক ভালোবাসে ৷ তাদের এই ভালোবাসা আগে থেকেই ছিল ৷ তবে ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের পরিবার সেটা কখনো মেনে নিবে না ৷ কারন ছেলেটি তখনও বেকার ছিল ৷ তারপরও এভাবেই চলতে থাকে তাদের ভালোবাসা ৷ ছেলটিও মেয়েটাকে অনেক ভালোবাসে আর মেয়েটিও ছেলেটিকে অনেক ভালোবাসে ৷

Screenshot_20220208_192524.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

ছেলেটি বাড়িতে এসে তাকে প্রতিদিন তার বাবা মা বলে যে একটা কিছু করতে কারন একটা টিউশনি রেখে একটি পরিবারের সংসার কখনই চলতে পারে না ৷ ছেলটির বাবাও রির্টেনে আছে ৷ এতে করে যেভাবে সংসার চালিয়ে নেওয়া যায় ৷ তা মোটামুটি চলতেছে কিন্তু এভাবেই চলতে গেলে তাদের অনেক সম্যায় পড়তে হবে ৷ যতই দিন যাচ্ছে ততই ছেলেটির মাথায় চাপ পড়তেছে ৷ এই দিকে ছেলেটি মেয়ে টাকে ভালোবাসে ৷ সে তার পরিবারে কাউ কে বলতে পারতেছে না ৷

Screenshot_20220208_192543.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

Screenshot_20220208_192559.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

তারপর যা হলো মেয়েটির বাবা তার মেয়েটিকে ডেকে বলে তোর বিয়ে দিবো ৷ আমার পছন্দ করা ছেলের সাথে ৷ মেয়েটির সাথে সাথে কান্না করে দেয় ৷ এবং সে তার বাবা কে কি বলবে সে কিছুই বলতে পারতেছে না ৷ কিভাবে বলবে সে একজন কে ভালোবাসে ৷ তারপর আবার ছেলেটি বেকার ৷

Screenshot_20220208_192609.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

তারপর মেয়েটিকে কান্নার স্বরে বলে তুমি কি আমার সাথে দেখা করতে পারবে ৷ অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ৷

Screenshot_20220208_192624.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

তারপর এর দিন ছেলেটি যায় মেয়েটির সাথে দেখা করতে ৷ মেয়েটি তাকে সবকথা বলে দেয় ৷ ছেলেটির চোখে জল ঝলমল করতেছে ৷ সে মেয়েটিকে কি বলবে তার যেন আর কোন ভাষাই খুজে পাচ্ছে না ৷

Screenshot_20220208_192654.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

গাড়িতে বসে তাদের দুজনের কষ্ট এবং ভালোবাসার স্মৃতি গুলা বলতে থাকে ৷ একে অপরের দিকে বেশীক্ষন তাকাতে পাচ্ছে না ৷ দুইজনের চোখে জল অশ্রধারার মত ঝড়তেছে ৷ তাদের এই কষ্ট একে অপরের বুকে আগলে ধরে কাদতেছে ৷

Screenshot_20220208_192711.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

Screenshot_20220208_192732.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

তাদের কথা বলা শেষে মেয়েটি ছেলেটির জন্য অনেক গিফ্ট নিয়ে আসে ৷ মেয়েটি গিফ্টের কথা বলতেছে আর ছেলেটিকে বলতেছে ৷ আর দুজনেই কাদতেছে ৷

Screenshot_20220208_192746.jpg

ইউটুব থেকে স্কিনসট নেওয়া

সবশেষে মেয়েটি ছেলে টাকে বলে যায় তুমি ভালো থেকো ৷ তারপর মেয়েটি চলে যায় ছেলেটি কে একা রেখে ৷ আর ছেলেটি সেই মেয়েটির চলে যাওয়ার দৃশ্য টি দেখতে থাকে ৷ আর তাদের গল্প এখানেই শেষ হয়ে যায় ৷

ব্যক্তিগত মতামত:

আসলেই এই নাটকের মধ্যে আমরা অনেক অজানা কিছু মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা আর পরিবারের প্রতি যে ভালোবাসা টা আমরা দেখতে পেরেছি ৷ তা আসলেই অনেক বুঝার ছিল ৷ আমার দেখা সব নাটকের মধ্যে এই বড় ছেলে নাটকটি আমার অনেক প্রিয় ৷ 💗💗

নাটকবড় ছেলে
পরিচালকমিজানুর রহমান আরিয়ান
লেখকমিজানুর রহমান আরিয়ান
অভিনয়জিয়াউল ফারুক অপূর্ব ও মেহেজাবিন চৌধুরী
মুক্তির তারিখসেপ্টেম্বর ২০১৭
ভাষাবাংলা
সময়৬০ মিনিট
দেশবাংলাদেশ

রেটিং

পরিচালনা
কাহিনী১০
অভিনয়১০

নাটকটির লিংক

🙏ধন্যবাদ সবাইকে🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে,,আমি কয়েক বার দেখেছি নাটকটি,,,অভিনয়টা অনেক সুন্দর ভাবে করেছেন।

যদি ও অভিনয় তবুও অনেক ব্যস্তব বিষয় এর সাথে মিল রয়েছে। বাড়ির বড় ছেলের দায়িত্ব কি,,,তার কতটুকু কষ্ট,,, এবং তার সর্বক্ষেত্রে অন্যর জন্য ছার দিয়ে চলতে হয়। নিজের জন্য কিছুই করতে পারেনি।

এমনকি ভালোবাসার মানুষকে আপন করতে পারেনি সবার কথা ভেবে। যাই হোক আপনার লেখার স্টাইল অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য