২০ স্টিম পাওয়ার আপ

in hive-120823 •  2 years ago  (edited)

light-bulbs-1603766_640.jpg

ছবির লিংক

হ্যালো বন্ধুরা আজ ২৯ এপ্রিল শনিবার ৷ আজ আমি ২০ স্টিম পাওয়ার আপ করতে চলছি ৷ স্টিমে আমি নতুন হওয়ার জন্য আমার স্টিমিটে পাওয়ার বেশি নেই ৷ কিন্তু এখন থেকে আমি একটি নিদিষ্ট টার্গেট রেখে পাওয়ার আপ করতে শুরু করবো ৷ এবং আস্তে আস্তে কিছু স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আমি আমার মূল টার্গেট সম্পূর্ণ করার চেষ্টা করবো ৷ যদি আমরা সবাই এই ভাবে পাওয়ার আপ করেই প্রত্যেকের একাউন্টকে অনেক শক্তিশালী করে তুলে থাকি তাহলে এক পর্যায়ে দেখা যাবে আমাদের এই কমিউনিটিতে থাকা নিজেদের সব একাউন্ট অনেক শক্তিশালী হয়ে যাবে ৷ একটি কথা মনে রাখতে হবে কোন কিছু টার্গেট ছাড়া জীবনের যে কোন জিনিস মূল লক্ষ্যে পৌছানো সম্ভব না ৷

আমি আপনাদের এখন পাওয়াপ এর স্টেপ গুলো দেখিয়ে দিবো তাহলে চলুন এখন পাওয়ার আপ করার পর্যায়ক্রমে স্টেপ গুলি দেখি আসি ৷*


পাওয়ার আপ করার জন্য প্রয়োজনীয় ধাপ গুলি

ধাপ:-০১

Picsart_23-04-28_20-24-29-939.jpg

  • সাধারনত পাওয়ার আপ বৃদ্ধি করার আগে আমার ওয়ালেটের লিকুইড স্টিম এর পরিমাণ ছিল 29.880 স্টিম, এবং তারপর স্টিম পাওয়ার এর পরিমাণ ছিল 151.217 স্টিম ।

ধাপ:-০২

Picsart_23-04-28_20-28-01-601.jpg

  • তারপর আমরা প্রথমেই স্টিম এমাউন্ট এর উপর ক্লিক করবো এবং এমাউন্ট টি বসিয়ে দিব তারপর পাওয়ার আপ এ ক্লিক করব।

ধাপ:-০৩

Picsart_23-04-28_20-37-50-181.jpg

  • এবার এমাউন্ট এর জায়গায় আমরা পাওয়ার আপের পরিমাণটা উল্লেখ করব তাহলেই হয়ে যাবে , তারপর আমরা পাওয়ার আপ এ ক্লিক করবো।

ধাপ:-০৪

Picsart_23-04-13_09-41-04-670.jpg

  • অবশ্যই আপনাদের সব কিছু খেয়াল করতে হবে এরপর সব ঠিক আছে কি না দেখে নিতে হবে ৷ তারপর সব ঠিকঠাক থাকলে ওকে তে ক্লিক করতে হবে ৷তাহলেই হয়ে যাবে ৷

ধাপ:-০৫

Picsart_23-03-21_11-47-02-146.jpg

  • এরপর এক্টিভ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই পাওয়ার আপ হয়ে যাবে ৷

ধাপ:-০৬

Picsart_23-04-28_20-52-22-049.jpg

  • পাওয়ার আপ করার পর আমার স্টিমিট ওয়ালেট ৷

আমার ২০ স্টিম পাওয়ার আপ হয়ে গেছে ৷ আমরা জানি যে পাওয়ার আপ বৃদ্ধি করলেই আমাদের একাউন্ট এর শক্তিশালি হয়ে যাবে ৷ আমর মত এই ভাবে পাওয়ার আপ বৃদ্ধি করার চেষ্টা করবেন এবং নিজের একাউন্ট কে শক্তিশালী করে তুলুন ৷


🙏ধন্যবাদ সবাইকে🙏

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NEVd6K1xjhh9JSyM36cDuSw9R6mcTvTyNzSKCJ1jjs7k3CWwdKQzxgJWgR91qPA4oThsWQQzcJkpoLa1v8EWQ5.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ বাহ আপনি তো দেখি ২০ স্টিম পাওয়ার আপ করেছেন এবং সাথে কিভাবে পাওয়ার আপ করে সেই বর্ণনাও সুন্দর করে তুলে ধরেছেন।আমি ইনশাআল্লাহ ৭ দিন পর পর পাওয়ার আপ করি। পাওয়ার আপ করা সকলের জন্য ভালো। তাই আমরা যারা স্টিমিট প্লাটফর্মে কাজ করি তাদের উচিত পাওয়ার আপ করা। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে পাওয়ার করার কথা গুলো শেয়ার করার জন্য। ভালো থাকবেন ভাই। #miwcc

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

পাওয়ার মানে যতটুকু বুঝেছি স্টিম আইডি শক্তিশালী তৈরি করা। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন করা। আমরা নতুন যারা রয়েছি অনেক কিছুই জানিনা।আপনাদের এই পোষ্টের মাধ্যমে আমরা সেগুলো জানতে ও শিখতে পারি।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Loading...

নতুন বাপ পুরাতন ইউজারদের জন্য নয় সব ইউজারদের জন্য স্টিম পাওয়ার অফ করা খুবই জরুরী এবং ছোট ছোট এমন থেকে এক সময় দেখা যায় অনেক বড় একটি এমন হয়ে যায় নিজের আইডি নিজের আইডিটি অনেক শক্তিশালী হয়ে যায় তখন আপনার আইডি যাতে বেশি শক্তিশালী করার ইচ্ছা তা তো বেশি আপনার স্টিম পাওয়ার অফ করা লাগবে যাই হোক আপনি পাওয়ার আপ পোস্টটি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন খুবই ভালো লাগলো।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

স্টিমিট প্লাটফর্মে নিজেকে টিকিয়ে রাখতে ও নিজের একাউন্টকে শক্তিশালী করে গড়ে তুলতে পাওয়ার আপের কোনো বিকল্প নেই।

বিন্দু বিন্দু দিয়েই সিন্দু হয়।আশা করি এই ২০ স্টিম পাওয়ার আপই কোনো একদিন আপনার শক্তিশালী একাউন্টের ভিত্তি হিসাবে কাজ করবে।

এভাবেই নিজের পাওয়ার আপ বজায় রাখুন।

ধন্যবাদ।

#miwcc

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Most welcome dear brother 🥰🥰🥰

#miwcc

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের মাঝে স্টিম পাওয়ার আপ কি ভাবে করা যায় এই বিষয় নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন,,,

এগুলো আমাদের স্টিমিট এ নতুন ইউজার দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথম দিকে অনেকেই এসব বুঝতে পারে না,,, যা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাই।
#miwcc

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য