কোণফ্লাওয়ার ফুলের ফটোগ্রাফি 🌼🌼

in hive-120823 •  3 months ago 

IMG_20240703_175919.jpg

নমষ্কার বন্ধুগণ,,

আজ রোজ বুধবার চলে আসলাম আপনাদের মাঝে ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ আর এই ফুলের নাম হল কোণফ্লাওয়ার ফুল ৷ হয়তো আপনারা এই ফুলকে অনেকে চিনবেন আবার অনেকে নাও চিনতে পারেন ৷

আমাদের গ্রাম অঞ্চলে বা শহরে বাড়িতে এই ফুল গুলো ব্যবহার করা হয়ে থাকে বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য ৷ পরিক্ষা শেষ করে আসার পথে একটি বাজারে হোটেলে খাবার খেয়ে বের হওয়ার সময় এই ফুলটি একটি ছোট টবের মধ্যে দেখতে পাই ৷

ফুলটি দেখে চোখ আর সরাইতে পারলাম না সাথে সাথে ফুলটির কাছে গিয়ে কয়েকটি ছবি তুলে নিলাম ৷ আমি নিজেও এই ফুলটি কে অনেক দিন পর দেখতে পেলাম ৷

ফুলটি দেখতে সাদা রঙের এবং পাপড়ি গুলো দেখতে কিছুটা লালচে ভাব রয়েছে ৷ এবং কি চার বিশিষ্ট পাপড়িও রয়েছে আর ফুল গুলোও দেখতে ছোট আকাড়ের ৷

তবে এই ফুল গুলো খুব সহজে বাড়ির আঙিনায় বা বারান্দায় ঝুলে রাখা হয়ে থাকে তারপর বাড়ির বেলকনিতে টবের মধ্যে এই ফুল গুলো খুব সহজে ব্যবহার করা যায় ৷

IMG_20240703_180010.jpg

হোটেলর মালিকের কথা অনুয়ায়ী এই কোণফ্লাওয়ার ফুলটি খুব অল্প পরিশ্রমে ব্যবহার করা যায় ৷ তার কারণ এই ফুল গুলো সব মাটিতে বেশ ভালো ভাবে জন্মে থাকে তারপর ছায়ার মধ্যেও এই ফুলের গাছ গুলো দীর্ঘদিন যাবৎ ধরে বেঁচে থাকতে পারে ৷

এই ফুলের জন্য রোদ না হলেও চলে তবে রোদের মধ্যে রাখলে গাছের চেহারা এবং ফুল গুলো দেখতে একটু বেশী সুন্দর দেখা যায় ৷

আর এই ফুল গুলোর যত্ন হিসেবে তেমন পরিশ্রম নেই শুধু টবের মধ্যে হালকা গোবর আর মাটি মিশ্রণ করে মিশিয়ে ফুলের বীজ বা চারা রোপণ করতে হবে ৷ তারপর যখন গাছ গুলো হালকা বড় হতে শুরু করবে তখন সপ্তাহে একদিন করে পানি সেচ দিতে হবে আর যখন মাঝারি হয়ে যাবে তখন সপ্তাহে দু দিন করে পানি সেচ ব্যবস্থা রাখতে হবে ৷

তাহলেই এই ফুল গাছের বেঁচে থাকা নিয়ে কোন ধরনের সমস্যা দেখা যাবে না ৷ যাই এই টুকু এই ফুলের সম্পর্কে ধারনা নিতে পেরে বেশ ভালো লাগলো তারপর দোকানদারকে ধন্যবাদ জানিয়ে চলে আসলাম ৷

IMG_20240703_175953.jpg

সাধারনত এই কোণফ্লাওয়ার ফুলের কিছু প্রাকৃতিক ভেষজ ঔষুধি গুনাগুন রয়েছে যেগুলো আগেকার মানুষ ব্যবহার করে আসতো এবং অনেক উপকৃত হয়েছে ৷

যেমন,,

  • এই ফুলের পাতা গুলো দিয়ে জ্বর ও সর্দি এবং কাশি নিরাময়ের জন্য মধুর সাথে মিশিয়ে সেবন করা হতো ৷ এতে করে বেশ উপকৃত হয়েছিল আগেকার মানুষজন ৷

  • তারপর কোমরের ব্যাথা থেকে শুরু করে যে কোন জয়েন্টের ব্যাথার জন্য এই গাছের শিকর ব্যবহার করতো কিছু হলেও ব্যাথা থেকে উপশম পাওয়া যেত ৷

কিন্তু বর্তমান সময়ের মানুষ কবিরাজের তৈরি করা ঔষুধ খুবই কম পছন্দ করে থাকে ৷ যার জন্য এই গাছের ঔষুধি গুনাগুন গুলো এখন বিলুপ্তির পথে চলে গেছে ৷

IMG_20240703_180031.jpg

তো বন্ধুরা আজকে এই কোণফ্লাওয়ার ফুলের ফটোগ্রাফি এবং সংক্ষিপ্ত বর্ণনা গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভূলবেন না ৷ ভালো থাকবেন সবাই ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ খুবই দারুণ আপনার প্রত্যেকটা ধারণ করা ফটোগ্রাফি এবং এই ফুলটি আমার যেনো অনেক চেনা চেনা লাগছে কিন্তু তবুও অচেনা মনে হলো এবং তার নামটি আমি সর্ব প্রথম আজ আপনার পোষ্টের মাধ্যমে শুনেছি এবং কোণফ্লাওয়ার ফুল সম্পর্কে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে আমি অনেক আনন্দিত শুভকামনা রইল আপনার জন্য।

জেনে বেশ খুশি হলাম আমার ফটোগ্রাফি আপনার বেশ ভালো লেগেছে ৷ আসলে ভাই ফুল তো অনেক রয়েছে আর সাধারনত কিছু কিছু ফুল দেখার ভাগ্য ও মিলে না বলা যায় ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ৷

আপনার যে আজকে আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো আসলে অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে।

এবং আমি আশা করি আপনার কাছ থেকে আমরা আরও অনেক সুন্দর ফটোগ্রাফি দেখতে পাব।

চেষ্টা করবো ভাই ভালো কিছু শেয়ার করার জন্য ৷ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন ,,,

আপনি তো অসংখ্য ধন্যবাদ আমার এই কমেন্টের অনেক সুন্দর একটি রিপ্লাই আমাকে দেওয়ার জন্য।

Loading...

একেক ফুলের সৌন্দর্য্য একেকরকম। আজ আপনি আমাদের সাথে কোণফ্লাওয়ার ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছেন। ফুল বাড়ির সৌন্দর্য্য বৃদ্ধিতে অনেক সাহায্য করে। আমিও বাড়ির সামনে ফুলের বাগান করতে ভালোবাসি। সব ধরনের মাটিতে সব জাতের ফুলের চাষ করা যায় না তবে কোণফ্লাওয়ার ফুলটি সব জায়গায় চাষ করা যায়। আর হ্যা, ফুলের ফটোগ্রাফিটা সুন্দর লাগছে।

হুম ভাই ঠিক বলেছেন ফুলের একেক সৌন্দর্যতা রয়েছে আর এই ফুলকে নিয়েই আমাদের যত কথা যত ভালোলাগা ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য ৷

আজকে আবারো আমাদের মাঝে একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছে। আমার কাছে এই ফুলটি একদম অপরিচিত মনে হচ্ছে কখনো দেখেছি বলে মনে হয় না।।। আর এই অচেনা ফুল সম্পর্কে অনেক তথ্য জানা হলো ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি করার জন্য।।

একেক জায়গায় একেক ধরনের ফুল জন্মে থাকে হয়তো দেখেছেন কিন্তু তেমন ভাবে খেয়াল করেন নি ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

এটা আপনি সঠিক বলেছেন হয়তো কোথাও দেখেছি কিন্তু স্মরণ করতে পারছি না।। অনেক সময় অনেক ফুল দেখা হয় কিন্তু মনোযোগ না দেওয়ার জন্য সেটা আর মনে থাকে না।।

এই ফুল আমি অনেক দেখেছি তবে এর সঠিক নাম জানতাম না আপনার লেখাপড়ার মধ্য দিয়ে জানতে পারলাম এই ফুলের সঠিক নাম।

কোণফ্লাওয়ার ফুল গুলো দেখতে বেশ সুন্দর তার চেয়ে বেশি সুন্দর আপনার মোবাইলের ক্যামেরা ধরার স্টাইল আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।