HELLO▶
everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো ৷
ইনক্রেডিবল ইন্ডিয়া নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে ৷ পোস্টের ভিন্নতা নিয়ে আসার জন্য চেষ্টা করি প্রতি সপ্তাহে দুটি করে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য নিয়ে ফটোগ্রাফি পোস্ট করার ৷ তারই ধারাবাহিকতায় আজ রেনডম ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷
সাধারনত এটি হলো প্রজাপতি ! আর আমরা এই প্রজাপতি কে সবাই কমবেশী চিনে থাকি বা দেখে থাকি ৷ তবে একটা জিনিস লক্ষ্য করে দেখা যায় যে আমাদের প্রাকৃতিক পরিবেশে এই ধরনের প্রজাপতি অনেক রয়েছে আর একেক প্রজাপতি দেখতে একেক রকমের হয়ে থাকে ৷ তার মধ্যে এই প্রজাপতি হলো অন্যতম ৷
অন্যান্য প্রজাপতির চেয়ে এই প্রজাপতি টি দেখতে অনেক সুন্দর আর এই প্রজাপতির শরীরের রঙ এবং দেহের গঠন থেকে বুঝা যায় যে অন্যান্য প্রজাপতির চেয়ে অন্যতম সুন্দর ৷
হলুদ রঙ আর কালো রঙ মিলে এই প্রজাপতি কে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে ৷ তবে এর চাইতেএ আরো অনেক সুন্দর রঙের প্রজাপতি রয়েছে যেগুলো আমাদের চোখের আড়ালে থাকে বা হঠাৎ হঠাৎ অনেকে দেখতে পায় আবার অনেকে দেখতে পায় না ৷
সাধারনত এই প্রজাপতি গুলোকে আমরা কখনো আকাশে উড়তে দেখি আবার কখনো ফুলের মধু সংগ্রহ করতে দেখি ৷ তাছাড়াও এই প্রজাপতি আমাদের প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষার্থে বেশ বড় ধরনের ভূমিকা পালন করে থাকে ৷
এই ফুলের নাম হলো ঘাস ফুল অনেকে জংলি ফুল বলে থাকে কারণ এই সব ফুল গুলো জঙ্গলে বেশীরভাগে দেখতে পাওয়া যায় ৷ আসলে ফটোগ্রাফি করতে হলে প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে কখনও জঙ্গলেও যেতে হয় ফটোগ্রাফি করার জন্য ৷
আর এই ফটোগ্রাফি টা আমি জঙ্গলের মধ্যে করেছি যেখানে ঘাসফুল গুলো রয়েছে এবং ফুলের উপরে একটা মাছি বসে আছে ৷ আর এই দৃশ্য টা আমার কাছে অসাধারণ লেগেছে আশা করি আপনাদের কাছেও অসাধারণ লাগবে ৷
এই ফুলটিও একটি ঘাস ফুল নামে পরিচিতি রয়েছে ৷ যেটা রাস্তার পাশে এই শীতকালীন সময়ে দেখতে পাওয়া যায় ৷ আমি ফটোগ্রাফি করার জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এই ফুলটি কে দেখতে পাই এবং সাথে সাথে আমার ফোনে ক্যামেরা বন্দি করে নেই ৷
এই ফুলের গাছ গুলো খুবই ছোট অযত্নে বা অবহেলায় এই ফুলের গাছ গুলো বেড়ে উঠে ৷ তবে গ্রীস্মকাল সময় আসলে এই ফুলের গাছ গুলো মরে যায় বা শুকিয়ে যায় আর তখন গ্রামের মানুষেরা এই ধরনের গাছ গুলো কে কেটে শুকিয়ে জ্বালানি খড়ি হিসেবে ব্যবহার করে থাকে ৷
এই ফুলের নাম হলো কচুরিপানা ফুল যেই ফুল গুলো ডোবা খাল বিল বা পুকুরে মধ্যে দেখতে পাওয়া যায় এবং কি নদী নালাতে এই কচুরিপানা ফুল গুলো দেখতে পাওয়া যায় ৷
আর এই কচুরিপানা ফুল গুলো শীতকালের শুরুতে বা শীতকালীন সময়ে দেখতে পাওয়া যায় আর যখন গ্রীস্মকাল আসে তখন এই কচুরিপানা পানা গুলো পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে এই ফুল গুলো শুকিয়ে যায় ৷ আবার বর্ষাকালের শুরুতে এই কচুরিপানা ফুল গুলোর আগমন ঘটে ৷
ফটোগ্রাফি করতে করতে নদীর পাড়ে চলে আসলাম ভাবলাম নদীতে কিছু ফটোগ্রাফি করবো ৷ এখানে বেশ কিছু নৌকা দেখতে পাচ্ছেন আসলে এই নৌকা গুলো মানুষ চলাচলের জন্য ব্যবহার করা হয় না ৷
সাধারনত এই নৌকা গুলো নদীর মাঝখানে নিয়ে গিয়ে বালি বা পাথর তুলে আবার নদীর ধারে নিয়ে এসে রেখে দেয় পরে আবার গিয়ে বালি ও পাথর তুলে নিয়ে আসে ৷ আর এই কাজ গুলো করে তারা প্রতিনিয়ত তাদের সংসার চালানোর জন্য ৷
তো বন্ধুরা রেনডম ফটোগ্রাফি পোস্ট এখানেই সমাপ্তি করছি ৷ আমার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ৷ দেখা হবে আবার কোন পরবর্তী পোস্টে ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |