HELLO▶
everyone
আজকে সকাল বেলা থেকেই কাজে ব্যস্ত ছিলাম তার কারণ হলো আজকে আকাশে প্রচন্ড মেঘ ছিল এদিকে ক্ষেতের মধ্যে আমাদের ধান কেটে রাখা আছে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে ক্ষেতের পুরো ধান গুলো নষ্ট হয়ে যাবে ৷
সেজন্য খুব সকাল থেকে ধান গুলো আঠি করে বাড়িতে নিয়ে আসলাম এক বিঘার ও বেশী জমি প্রায় বিকেল ৩ টা পর্যন্ত কাজ করতে হয়েছে সব গুলো ধান বাড়ি নিয়ে আসতে ৷
আর সেজন্য আজকে সারাদিনের কার্যক্রম গুলো তেমন ভাবে তুলতে পারি নি ৷ তাই কাজ শেষ করে বিকেল ৪ টার দিকে ফটোগ্রাফি করতে বের হলাম কিন্তু কি ধরনের ফটোগ্রাফি করবো খুজে পাওয়া যাচ্ছে না ৷
যাই হোক পরে একজনকে সাথে নিয়ে বেশ কয়েকটি ফুলের সংগ্রহ করতে পেরেছি তা এক এক আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ৷
প্রথমত ফুলের ছবি টি হলো কদু বা লাউ গাছের ফুল ৷ সাধারনত আমরা এই ফুল গুলো সবাই চিনে থাকবো কারণ এই লাউ গাছ বা কদু সবার সবজী বাগানে রয়েছে ৷
লাউ বা কদু ধরার আগে এই সুন্দরতম ফুলটি ফুটে থাকে যেটা দেখতে অসাধারণ লাগে আমার কাছে ৷ বিশেষ করে প্রচন্ড শীতের সময় বা ভোর বেলায় শিশীর ভেজায় এই লাউ ফুল গুলো দেখতে আরো অসম্ভব সুন্দর লাগে ৷
ফুল গুলো দেখতে সাদা আর সাদা রঙের ফুল গুলো সবার পছন্দের প্রথম তালিকায় থাকে সেটা আমরা সবাই জানি ৷
এই ফুলের নাম হলো দুলফি ফুল যেটা সারাবছর আমরা কমবেশী দেখে থাকি ৷ তবে শীতকালীন সময়ে এই দুলফি ফুল গুলো একটু বেশী দেখা যায় এবং রাস্তার পাশে দেখতে পাওয়া যায় ৷
ফুল গুলো দেখতে ছোট এবং সাদা রঙের আর এই ফুলের মধ্যে মধু পাওয়া যায় যেই মধু ছোট ছোট পোকা মাকড় গুলো সংগ্রহ করতে আসে ৷ তাছাড়াও এই সাদা দুলফি ফুল গুলো দিয়ে আমরা পূজা অর্চনার জন্য ব্যবহার করে থাকি ৷
তবে ফুলের গাছ গুলো অধিকাংশ কমে গেছে যতদিন যাচ্ছে কৃষি আবাদি জমি বেড়ে যাচ্ছে আর এদিকে এই ধরনের গাছ গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে ৷
এটি একটি ঘাস ফুল যেটা দুলফি ফুলের ফটোগ্রাফি করার সময়ে তার পাশেই দেখতে পেয়েছিলাম ৷ তবে এই ফুলের নাম আমি জানি না কিন্তু এই গাছের ফুল গুলো অসাধারণ দেখতে ৷
তারপর এই গাছ গুলো আমাদের কোন কাজে আসে না বা প্রয়োজন পরে না ৷ বিশেষ করে এই গাছ গুলো থেকে এক ধরনের বাজে সুগন্ধি বের হয় জন্য মানুষজন এই ফুল গুলোর কাছে আসতে চায় না ৷
আমি ফুল ভালোবাসি সাথে ফটোগ্রাফি ভালোবাসি তাই আমার এমন কখনও মনে হয় না বাজে সুগন্ধি থাকতেই পারে সেটা তো আর সবসময় হাতে লেগে থাকবে না ৷
চতুর্থ ছবি টি হলো ঝিঙা ফুল আপনারা হয়তো এই ফুলকে সচরাচর দেখেছেন কারণ এটিও একটি সবজী ফুল বলা যায় ৷ ঝিঙা সাধারনত গাছে ধরে যেই ফল রান্না করে খাওয়া যায় ৷
ঝিঙা ফুলের সাথে ছোট প্রজাপতি বসে থাকাটা আমার কাছে অনেক আকর্ষণীয় লেগেছে ৷ আশা করি এই দৃশ্য আপনাদের ও অনেক আকর্ষণীয় লাগবে ৷
সব ফুলের ছবি তোলার পর একজনের বাড়িতে এই মাধবীলতা ফুলের খোজ পেলাম তারপর সেখানে গিয়ে মাধবীলতা ফুলের ছবি ফটোগ্রাফি করে নিলাম ৷
মাধবীলতা ফুল দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আসলে একেক ফুলের একেক নিজস্ব সৌন্দর্য রয়েছে যেটা আমরা ফুলের দিকে লক্ষ্য করলে বুঝতে পারি ৷
আর এই ফুল গুলো থোকায় থোকায় ফুটে থাকে যার জন্য দেখতে আরো আকর্ষণীয় লাগে ৷ পাঁচটি বিশিষ্ট পাপড়ি রয়েছে এই মাধবীলতা ফুলের এবং তার পাশাপাশি রয়েছে একই ফুলের বিভিন্ন রঙ ৷
আজকের মত এখানেই শেষ করছি আমার ফটোগ্রাফি পোস্ট ৷ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ ভালো থাকবেন সকলে ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার প্রথম এবং চতুর্থ ছবিটা আমার খুব ভালো লেগেছে ঝিঙ্গা আমি বেশ পছন্দ করি, আর লাউয়ের কথা তো না বললেই নয় কি সুন্দর ছবি তুলেছেন আপনি,,,
আপনি চাইলে কিন্তু একজন ফটোগ্রাফারও হতে পারেন ভবিষ্যতে বেশ কাজে দিবে,, এটা আমার ব্যক্তিগত অভিমত,, কারণ আপনার হাতের ফটোগ্রাফি কোন অসম্ভব সুন্দর হয়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ফটোগ্রাফি করা দুইটি আপনার কাছে অনেক ভালো লেগেছে এটা জেনে অনেক খুশি হলাম ৷ আসলে আপু আমার ফটোগ্রাফি এত যে সুন্দর কেন হয় আমি নিজেও জানি না কেন জানি হয়ে যায় ৷
যদিও ফটোগ্রাফার হতে চাই না শুধু এই কমিউনিটিতে যেন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দিতে পারি এতেই আমি অনেক খুশি ৷ ধন্যবাদ আপু ভালো থাকবেন 😊😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ধারণা করা প্রত্যেকটি ছবি মন কেড়ে নিয়েছে। অসাধারণ লাগছে এবং বিশেষ করে প্রজাপতির ছবিটা অনেক সুন্দর ছিল। এবং আরো যে সকল ফুলের ছবি ছিল লাল রঙের একটি ফুল ওটা অনেক আকর্ষণীয়। সুন্দর ফুলের ফটোগ্রাফে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপ্নার ফটোগ্রাফি সব সময়ই সুন্দর হয়, তবে আজকের ফুলের ফটোগ্রাফি গুলো আরো বেশি সুন্দর। বিশেষ করে একদম শেষের ছবিটা পুরাই অস্থির হয়েছে। কালার, ফ্রেমিং সব মিলিয়ে দারুণ ক্যাপচার করেছেন। অনেক অনেক শুভকাম্না আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আমি চেষ্টা করবো পরবর্তী ফটোগ্রাফি পোস্ট গুলো আর অনেক সুন্দর করে করার ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit