সোনালু গাছের ফুলের ফটোগ্রাফি 🌼

in hive-120823 •  4 months ago 

IMG_20240528_130623.jpg

হ্যালো বন্ধুগণ ,,

আমি আজকে আপনাদের মাঝে সোনালু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ৷ তাহলে চল শুরু করা যাক ৷

গতরাতে আমাদের বাড়ির পাশে একটি ছোট জঙ্গলের মধ্যে এই সোনালু গাছটি ভেঙ্গে পরে আছে ৷ আমি আজকে হঠাৎ করে সেদিক দিয়ে যাওয়াতে হঠাৎ করে সোনালু গাছটি চোখে পরে যায় ৷ আমি দেখা মাত্রই সেখানে চলে গেলাম তারপর দেখতে পেলাম ফুল গুলো একেবারে হাতের নাগালে রয়েছে ৷

সময় টা ঠিক দুপুর বেলা আমি আমার মোবাইল ফোন বের করে সোনালু ফুলের বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম ৷ সাধারনত এই সোনালু ফুল গুলো গ্রীস্মকালে ফুটতে দেখা যায় ৷ আর এই সোনালু গাছে পাতা অল্প থাকার কারণে যখন গাছে ফুল গুলো ফুটতে দেখা যায় দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷

IMG_20240528_130653.jpg

IMG_20240528_130637.jpg

তারপর এই সোনালু গাছ গুলো অযন্তে বেড়ে উঠে প্রকৃতির মাঝে ৷ অনেকে এই গাছ গুলোকে কেটে খড়ির জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷ তারপরও বর্তমান সময়ে অনেক জায়গায় এই গাছ গুলোতে দেখতে পাওয়া যায় ৷ আবার অনেক সোনালু গাছে যখন ফুল ফুটতে দেখা যায় তখন ফুল গুলো দিয়ে পুরো গাছ খুব সহজেই ঢেকে ফেলে দেয় ৷ তখন দেখতে আরো অনেক সুন্দর লাগে ৷

এই সোনালু গাছ লম্বায় ৯ থেকে ১০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ৷ আর ফুল গুলো দেখতে হলুদ রঙের তারপর দুলের মত দেখতে ৷ এই ফুলের হালকা সুবাস রয়েছে যেটা নাকের কাছে ঘ্রান নিলে সেই মিষ্টি সুবাস টা পাওয়া যায় ৷ আমি মনে করি এই সোনালু ফুল আমাদের প্রকৃতির মাঝে থাকা একটি শোভাবর্ধনীয় ফুল যেটা দেখে সব মানুষের খুব সহজেই নজর কেড়ে নিতে পারে এই সোনালু ফুল ৷

তারপর এই সোনালু গাছ গুলো অনেক শক্ত হয়ে থাকে ৷ আদিম যুগের মানুষ এই সোনালু গাছ বা গাছের মোটা ডাল গুলো দিয়ে বসত বাড়ি বানাতো ৷ তারপর ঢেকি ব্যবহার করার জন্য এই সোনালু গাছ গুলোকে ব্যবহার করতো ৷

এবং কি এই সোনালু গাছের মধ্যে বেশ পাখি বসত বাড়ি বানিয়ে জীবন জাপন করে থাকে ৷ তবে বেশীরভাগ ছোট ছোট পাখি গুলা রাতের মধ্যে এই সোনালু গাছে রাত কাটিয়ে থাকে ৷ তারপর অনেক প্রজাতির ছোট বড় মৌমাছি এই সোনালু ফুলের মধ্যে ঘুর ঘুর করে থাকে ৷

IMG_20240528_130605.jpg

IMG_20240528_130528.jpg

আমরা আগেকার মানুষের কাছ থেকে শুনে এসেছি এই সোনালু গাছের বাকল ও পাতা থেকে বেশ কিছু রোগের ঔষুধ তৈরি করে সেগুলো সেবন করে তারা নাকি উপকার পেয়েছিলো ৷

আমার জানামতে শুধু একটি উপকারের কথা মনে আছে যেটা হলো সোনালু ফুলের পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে কোষ্ঠাকানিন্য নামক রোগটি খুব সহজেই নিরাময় হয়ে থাকে ৷

ইদানিং দেখা যায় অনেক মানুষ সোনালু গাছের ফল গুলো কিনে নিয়ে যাচ্ছে ৷ হয়তো এই ফল দিয়ে তারা আরো বিভিন্ন ধরনের ঔষুধ তৈরি করতেছে ৷

তো বন্ধুরা আজকে এই ছিলো আমার সোনালু ফুলের ফটোগ্রাফি ৷ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভূলবেন না ৷ ভালো থাকবেন সবাই ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

এই ফুল গুলি অনেক দিন বাদে দেখতে পেলাম। আমাদের বাড়ির পিছনে এই ফুল গাছ ছিল। আমরা বিকেল হলেই ভেঙে নিয়ে খেলা করতাম ছোটবেলায়। কিন্তু এই ফুলের নাম সোনলু ফুল সেটা আমার জানা নেই। আমরা অন্য নামে চিনি। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।

এই সোনালু ফুল গুলো তেমন একটা দেখা যায় না আর এই বর্তমান সময়ে হঠাৎ করেই চোখে পড়ে যায় ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

ভাই কি জিনিস দেখালেন গো অনেকদিন পরে এই সোনালু গাছের ফুল দেখে মনটা জুড়িয়ে গেলো। সোনালু ফুল আমাদের বাড়ি ছাড়া বেশ কিছুদূর একটি গাছ আছে এবং সেই গাছে যখন ফুল ধারণ করে তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে।

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে ধন্যবাদ এতো সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

হুম ভাই অনেক দিন পর দেখলেন শুনে নিজের কাছেও অনেক ভালো লাগলো ৷ এই ফুল গুলো পুরো গাছে ডালপালায় ফুটে থাকে আর দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷

এই ফুলটি গ্রামের দিকে সচারাচর দেখা যায়। তবে আমাদের এখানে হয়ত অন্য কোনো নাম আছে যেটা আমার মনে পড়ছে না। যাক আপনার পোস্টের মাধ্যমে নতুন একটা নাম জানলাম।

সোনালু গাছের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার চোখ পড়ে গাছটির দিকে। তখন হঠাৎ করে মোবাইলের ব্যবহার করে ফুলটির ফটোগ্রাফি করেছিলেন। ফটোগ্রাফিগুলো খুব ভালো লাগছে। গাছে তো অনেক ফুল ফুটেছে সেগুলো খুব সুন্দর লাগছে।

ভালো লাগলো আপনার ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

আপনার পোস্টেই আজকে জানতে পারলাম যে সোনালু নামে একটি গাছ আছে। তবে গাছের ফুল গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। ফুল গুলো খুব সুন্দর ছিল। সেই সাথে শোনালো ফুলের কিছু বৈশিষ্ট্য আমাদের মাঝে শেয়ার করেছেন। এই শোনালো ফুলের মাথায় খুব সুন্দর একটি কলি দেখতে পেলাম।

এরকম নিত্য নতুন ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

সত্য কথা বলতে এই ফুলটা আজ প্রথম দেখলাম আপনার ফটোগ্রাফিতে।। এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না আর হ্যাঁ ফুলটি দেখতে অত্যন্ত ভালো লাগছে।। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মুল্যবান মতমত প্রকাশ করার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ভালো থাকবেন ৷

আপনার জন্য শুভকামনা রইল ভাই আর পরীক্ষা ভালো ভাবে দিয়ে আবারো আমাদের মাঝে নিয়মিত কাজ করবেন এই প্রার্থনাই করি ভালো থাকবেন।।