রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি !!🌼

in hive-120823 •  8 days ago 

IMG_20250214_190526.jpg

HELLO▶

Everyone

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ আমি আপনাদের মাঝে রেনডম কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি ,, তাহলে চলো শুরু করা যাক ৷


সাধারনত এই ফুলের নাম হলো পেঁয়াজ ফুল যেটা পেঁয়াজ গাছে আমরা দেখতে পাই ৷ আর এই ফুল গুলো আমরা এই সময়ে দেখতে পাই কারণ এই সময়ে গ্রামের মানুষেরা পেঁয়াজ চাষ করে থাকেন ৷ আর পেঁয়াজ চাষ করে অনেক কৃষক লাভবান হওয়ার চেষ্টা করবেন যদি বাজার মূল্য বেশ থাকে তাহলে অধিকাংশ কৃষক এই পেঁয়াজ সংরক্ষণ করে একসময় ভালোই লাভবান হতে পারবে ৷

যাই হোক আমি অনেকদিন যাবৎ ধরে লক্ষ্য করে আসছি যে পেঁয়াজের ফুল গুলো কখন ফুটতে থাকবে প্রায় ১ সপ্তাহ ধরে দেখে আসছি কিন্তু ফুল দেখতে পাচ্ছি না ৷ আজকে সকাল বেলা কপি কাটতে গিয়ে দেখি পুরো পেঁয়াজের জমিতে হাতে গোনা দুই একটা গাছে পেঁয়াজের ফুল গুলো ফুটেছে ৷

ফুল গুলো আরো বড় হবে তখন দেখতে আরো অনেক সুন্দর লাগে ৷ এখন একটু মাঝারি রঙের হলেও দেখতে বেশ ভালো লাগছে ৷ আর সাধারনত এই পেঁয়াজের ফুল থেকেই বীজ তৈরি করা হয়ে থাকে ৷ যখন ফুল গুলো শুকিয়ে যাবে তখন এই ফুলের ভিতর থেকে ছোট মাঝারি আকারের বীজ বের হয়ে আসবে সেই বীজ গুলো সংরক্ষণ করে রাখলেও পরে বিক্রি করা যায় ৷

IMG_20250214_202526.jpg

এছাড়াও পেঁয়াজ সবজীর জন্য বা সালাদের জন্য সবসময় ব্যবহার করা হয় ৷ এবং কি পেঁয়াজ গাছের যে ডগা গুলো রয়েছে এগুলাও কচি অবস্থায় যে কোন ভাজির সাথে বা যে কোন খাবারের ভর্তায় দিয়ে খেতে বেশ ভালোই লাগে ৷

IMG_20250214_202909.jpg

এটি একটি ঘাস ফুল আর এই ঘাস ফূল গুলো পেঁয়াজ চাষের জমি থেকে তোলা হয়েছে ৷ তবে এটি ঘাসফুল হলেও ওয়ান টাইমের মত দেখা যায় এই ধরনের ফুল গুলো অল্প সময়ের মধ্যে দেখা যায় আবার কয়েক দিন পরেই বিলুপ্ত হয়ে যায় ৷

তবে যখন এই ধরনের ফুল গুলো ফুটে থাকে আমরা অনেকে আছি যারা দেখেও না দেখার ভান করে থাকি শুধু আমাদের চেনা পরিচিত ফুল গুলো নিয়েই পরে থাকি ৷ এবং কি সেসব ফুলের গুনাগুন বা উপাকরিতার প্রশংসা নিয়েই ব্যস্ত থাকি ৷

IMG_20250214_203355.jpg

এসব ফুলের মাঝেও আমাদের প্রকৃতিতে আরো অনেক ফুল লুকিয়ে রয়েছে যেটা আমরা অনেকে উপভোগ করতে পারি না বা বুঝার চেষ্টা করি না ৷ আর সাধারনত লুকিয়ে থাকা গাছ গাছরার মধ্যেই লুকিয়ে থাকে নানা ধরনের রোগের মুক্তির মহাঔষুধ ৷

IMG_20250214_203804.jpg

এই ফুলের নাম হলো দুলফি ফুল যেটা আমরা প্রত্যেকে চিনে থাকি ৷ আর এই দুলফি ফুল গুলো আগে মাঠে ঘাটে রাস্তার পাশে খুব দেখা যেত ৷ কিন্তু বর্তমান সময়ে এই ফুল গুলোও আর দেখা যায় না ৷ সত্যি কথা বলতে আমি বেশ কয়েকদিন ধরে এই দুলফি ফুল অনেক জায়গায় খুজেছি কিন্তু চোখে পরে নি ৷

আজকে একটা ছোট ঝোপের মধ্যে শুধুমাত্র দুটি দুলফি গাছ চোখে পরেছে আর দুটো গাছেই ফুল ফুটেছে ৷ এই দুলফি গাছ শুধু সৌন্দর্যের প্রতিক না এই ফুলের মধ্যে আরো নানা ধরনের রোগের ঔষুধ রয়েছে যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ৷

IMG_20250214_204249.jpg

এই ফুলটি অচেনা একটি ফুল এই প্রথমবার দেখলাম এই ফুল ৷ যদি কেউ এই ফুলকে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ যাই হোক ফুলটি দেখতে অনেক টা রঙ্গন ফুলের মত প্রতিটি ডালে ডালে থোকায় থোকায় ফুল ফুটেছে ৷

আর এই ফুলটি আমি ছোট একটা টবের মধ্যে থেকে সংগ্রহ করেছি ৷ ফুলের গাছটি মাঝারি আকারের এবং গাছৈর প্রতিটি ডালে ডালে ফুল গুলো ফুটেছে ৷

তো বন্ধুরা আমি চেষ্টা করলাম কিছু ফুলের সৌন্দর্যতা তুলে ধরার ৷ আর আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

শুভ রাত্রি 🤍

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার সকল ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি টা অনেক সুন্দর হয়েছে। পোষ্টটা দেখে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা পোষ্ট শেয়ার করার জন্য।

আমার ফোনের তোলা ফটোগ্রাফি গুলো আপনার বেশ ভালো লেগেছে তা শুনে অনেক খুশি হলাম ৷ ধন্যবাদ আপনাকে আপনার মুল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনার তোলা ছবিগুলি সত্যিই খুব সুন্দর। প্রতিটি ফুলের সৌন্দর্যতা যেন ছবিতে স্পষ্ট ভাবে প্রস্ফুটিত হয়েছে। খুব যত্ন ও ভালোবাসা দিয়ে আপনি ছবিগুলো তুলেছেন এবং আমাদের কাছে পরিবেশন করেছেন। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এবং এই রকমই আরো অনেক সুন্দর সুন্দর ছবি ও লেখা আমাদের সাথে ভাগ করে নেবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Loading...
TEAM 6

Congratulations!

Your post has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, quality comments anywhere, and any tags


1000048570.png

ফুলের ছবিগুলো অসাধারণ হয়েছে। প্রকৃতির এই ছোট্ট ছোট্ট সৌন্দর্যগুলো যে কিভাবে আমাদের মনকে শান্তি দেয় তা খুব ভালো করে প্রকাশিত হয়েছে আপনার পোস্টে। পিয়াজ ফুলে সুন্দর বর্ণনা ও এর ব্যবহার সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য সত্যি আগ্রহজনক। দুলফি ফুলের ব্যাপারে আপনার কথা থেকে অনেক কিছু জানলাম যা আগে জানা ছিল না। প্রকৃতির অজানা রত্ন গুলোর প্রতি আপনার আগ্রহ এবং ফটোগ্রাফির দক্ষতা খুবই প্রশংসনীয়। আপনার পোস্টে প্রকৃতির প্রতি ভালবাসা এবং গুরুত্বের অনুভূতি স্পষ্ট ভাবে প্রকাশিত হয়েছে।

বরাবরের মতোই বলবা আপনার ফটোগ্রাফি দেখলে আপনার লেখার মধ্যে চোখ আটকে যায় বিশেষ করে আমার ক্ষেত্রে অন্য কারো ক্ষেত্রে হয় কিনা আমি জানিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার ফটোগ্রাফি দেখে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি তারপর কমেন্ট করার জন্য নিচে আসি অসংখ্য ধন্যবাদ বেশ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসাধারণ হয়েছে পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি করার জন্য ভালো থাকবেন।