হাতিশুঁড় ফুলের ফটোগ্রাফি

in hive-120823 •  2 years ago 

IMG_20230420_183036.jpg

হ্যালো প্রান প্রিয় বন্ধুরা

শুরুতেই নমষ্কার ও আদাব ৷ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও আপনাদের দোয়ায় আর্শীবাদে অনেক ভালো আছি ৷

আপনারা তো জানেনি আমার ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে ৷ তাই আবারো আজকে একটি ঘাসফুলের ছবি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷

তাহলে চল শুরু করা যাক আজকের ঘাস ফুলের ফটোগ্রাফি

আমাদের গ্রাম অঞ্চলে অনেক জাতের বা অনেক ধরনের ঘাসফুল দেখতে পাওয়া যায় ৷ আর এক একটির ঘাস ফুলের সৌন্দর্য আলাদা ৷ তবে এই ঘাসফুলটি দেখতে অনেক সুন্দর সাদা রঙের অনেকটা বাকানোর মত এই ঘাসফুলের চেহারা গুলো ৷

সাধারনত এই ঘাসফুল গুলো আমারা বেশি দেখা নে পেলেও তবুও আশে পাশের জঙ্গল গুলোতে এই ঘাসফুলের গাছ গুলো দেখতে পাওয়া যায় ৷ আর এই ঘাসফুল গুলো এই সময়ে ফুটে থাকে ৷

ফুল মানেই পবিত্র জিনিস ৷ এটা সৃষ্টিকর্তার দেওয়া একটি উপহার আর প্রত্যেক টি মানুষই ফুলকে ভালোবেসে থাকে ৷ আর প্রতিটি ফুলের নানা ধরনের ঔষুধি গুনাগুন রয়েছে যা আমাদের জন্য খুবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

IMG_20230420_183023.jpg

IMG_20230420_183006.jpg

IMG_20230420_182954.jpg

সাধারনত এই ফুলের নাম নাকি হাতিশুঁড় নামে পরিচিতি এই ফুলটি অনেক টা হাতিশুঁর এর মত দেখতে যার জন্য এই ফুলের নাম রাখা হয়েছিল হাতিশুঁর ৷ এই ফুলের নাকি আরো কয়েকটি নাম রয়েছে তবে আমার সেই নাম গুলো মনে নেই ৷

আর এই গাছটি একবর্ষজীবী আগাছা উদ্ভিদ ৷ যেগুলো আমরা যেখানে সেখানে দেখলে এই ধরনের গাছ গুলো কেটে ফেলে থাকি ৷ এবং কি শুকিয়ে জ্বালানি হিসেবেও ব্যবহার করে থাকি ৷ তবে আগেকার মানুষদের কাছে শুনেছি এই ফুলের নাকি মহাঔষুধ তৈরি করা হয়ে থাকে ৷

তাহলে এই হাতিশুঁড় ফুলের কিছু উপকারিতা নিচে উল্লেখ করা হলো:

IMG_20230420_183057.jpg

IMG_20230420_182937.jpg

IMG_20230420_182909.jpg

IMG_20230420_182853.jpg

  • আপনাদের শরীরে যদি কোন ধরনের বিষাক্ত পোকা মাকড়ের কামর বসিয়ে দেয় সেই ক্ষেত্রে এই গাছের কচি পাতা গুলো বেটে সেই রস টা সেই ক্ষত স্থানে লাগিয়ে দিলে জ্বালা পরা থেকে অনেক টা মুক্তি পাওয়া যাবে ৷

  • তারপর যদি শরীরের কোন স্থানে ব্যাথা বা আঘাতজনিত জায়গায় গরম পানির সাথে এই গাছের পাতা বেটে প্রলেপ দেওয়া হয় তাহলে অনেক টা উপকার পাওয়া যায় ৷

  • আপনাদের শরীরের যদি কোন ধরনের ছত্রাকজনিত কোন ধরনের সাদা সাদা দাগ বা যে কোন ধরনের ছত্রাকজনিত দাগা দেখা গেলে সে ক্ষেত্রে এই গাছের পাতার রস বেটে সেই স্থানে লাগিয়ে দিলে খুব দ্রুতই সেরে যাবে ৷

  • তাছাড়াও আমাদের সবারই কারো না কারো টাইফয়েড হয়ে থাকে ৷ আর টাইফয়েড রোগের জন্য এই গাছটি মহাঔষুধ নামো পরিচিতি ৷ এই গাছের পাতার রস হালকা গরম পানির সাথে সেবন করলে টাইফয়েড রোগ থেকে খুব শ্রীঘই সেরে যাবে ৷

  • তারপর আমাদের কারো না কারো মুখে ব্রন দেখা যায় ৷ এই গাছের পাতার রস যদি মুখে লাগানো হয় দেখবেন কয়েকদিনে ব্রন আর থাকবেনা ৷ খুব তারাতারি চলে যাবে এবং নতুন করে হওয়ার কোন সম্ভবনা নেই বলে জানা যায় ৷

এই ছিল আজকে হাতিশুঁড় এর কিছু বর্ণনা ৷ জানি না কেমন হয়েছে আশা করি ভালো লাগবে ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏


বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NEVd6K1xjhh9JSyM36cDuSw9R6mcTvTyNzSKCJ1jjs7k3CWwdKQzxgJWgR91qPA4oThsWQQzcJkpoLa1v8EWQ5.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পিক গুলো খুব সুন্দর লাগলো আর অনেক কিছু জানা গেলো পোস্ট টা পড়ে।ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সামনে তুলে ধরার জন্য।ভালো থাকবেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

Loading...

হাতিশুঁড় ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে আপনি উপস্থাপনা করেছেন হয়তোবা এই ফুলটি আমার অনেক চেনা আছে কিন্তু এই ফুলটির নাম আমার আপনার পোষ্টের মাধ্যমে এই ফুলটির নাম জেনে খুবই ভালো লাগলো অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

#miwcc

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য

কিছুদিন আগেই আমি রাস্তার পাশে এই হাতির শুঁড় ফুলটি দেখেছিলাম,,, আসলে বেশ সুন্দর লাগছিল ফুলটি। আমিও ফটোগ্রাফি করেছিলাম। সময়ের অভাবে আর পোস্ট দেয়া হয়নি ইনশাল্লাহ পরবর্তীতে দেয়া হবে।

আপনি যে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। সেগুলো অসম্ভব সুন্দর,, অসংখ্য ধন্যবাদ ফুল সম্পর্কে বিস্তারিত একটা তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য ৷ তার সাথে আপনিও ভালো থাকবেন ৷

বাহ আপনার ফটোগ্রাফি গুলো আসলেই যত দিন যাচ্ছে আপনার ফটোগ্রাফি গুলো ততই সুন্দর হচ্ছে। আর আপনার লেখা গুলো ও দারুণ হয়েছে,,,, সব মিলিয়ে বেস দারুণ হয়েছে।

আপনি এর উপকারিতা সম্পর্কে অনেক সুন্দর ভাবে বর্ননা করেছেন,,,,, আমার তেমন কোন ধারণা ছিল না এই ফুল সম্পর্কে। আপনাকে ধন্যবাদ,,, ভালো থাকবেন।

#miwcc

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য