মোসেন্ডা ও বিচিত্রা ফুলের ফটোগ্রাফি 🌼

in hive-120823 •  4 months ago 

IMG_20240611_085722.jpg

HELLO FRIENDS,

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ৷

আমি গত দিন পরিক্ষা দিতে গিয়ে এই মোসেন্ডা ফুলটিকে দেখতে পাই ৷ আর দেখতে পেয়েই বেশ ভালো লেগেছে নিজের কাছে কারণ মোসেন্ডা ফুল গুলো বেশ সচরাচর দেখা যায় না ৷ অনেক দিন বাদে আজকে মোসেন্ডা ফুলের দেখা মিললো ৷

সাধারনত এই ফুল গুলো দুপুর ১২ টার দিকে তোলা হয়েছে ৷ যেই সময়ে হল রুমে প্রবেশ করবো সেই সময়ে কলেজের ফুলের বাগানে এই ফুলের গাছটি চোখে পড়ে তাই তো আর লোভ না সামলাতে পেরে বেশ কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম ৷

সাধারনত এই মোসেন্ডা ফুল একটি পুষ্পধারী এবং ঝোপঝাড় একটি বৃক্ষ ৷ এই গাছের পুরো অংশে এই ফুল গুলো ফুটে থাকে যার জন্য দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷

এই মোসেন্ডা ফুলের রং দেখতে কমলা রঙের মত ৷ এই ফুলের পাপড়ি রয়েছে অনেক গুলো ৷ তবে এই ফুলের সুবাস খুবই কম আর সুবাস পেতে হলে এই ফুলটির কাছে গিয়ে ঘ্রান নিতে হবে তাহলেই এই মোসেন্ডা ফুলের ঘ্রান পাওয়া যাবে ৷

IMG_20240611_085826.jpg

IMG_20240611_085805.jpg

আপনারা হয়তো অনেকে চিনবেন এই মোসেন্ডা ফুল আবার অনেক জায়গায় একেক ধরনের নাম হতে পারে ৷ আমাদের এই দিকে এই ফুলের গাছ গুলো কোন সরকারি বা বেসকারি প্রতিষ্ঠানে বেশীরভাগে দেখা যায় ৷

তবে আমি টিভিতে বা মোবাইল ফোনে দেখেছি অনেক অনেক জায়গায় রাস্তার দুপাশে এই মোসেন্ডা ফুলের গাছ গুলো সারিবদ্ধ ভাবে রয়েছে ৷ এই ধরনের দৃশ্য গুলো আসলেই অনেক উপভোগ্য বা রোমাঞ্চকর করে তোলে নিজেকে ৷

তারপর দেখবেন প্রচন্ড রোদের কারনে এই ফুল গুলো আবার ঝরে পরে যায় ৷ তখন দেখা যায় গাছের নিচে অনেক পাপড়ি পরে আছে ৷ এই দৃশ্য টাও আমার কাছে খুব মজার এবং আনন্দদায়ক একটি মূহূর্ত লাগে ৷

অনেক কিশোর কিশোরী রয়েছে এই গাছের নিচে বা পাশে দাড়িয়ে সেলফি বা ছবি তুলে থাকে ৷ আমি মনে করি যেখানে এই গাছ গুলো অনেক রয়েছে সেখানের প্রাকৃতিক পরিবেশ টা আসলেই অনেক আনন্দময় হয়ে থাকে ৷

IMG_20240611_085744.jpg

IMG_20240611_085916.jpg

মোসেন্ডা ফুলের পাশেই এই বিচিত্রা ফুলের গাছটি ছিলো যার জন্য এই বিচিত্রা ফুলের ছবি গুলাও ক্যামরা বন্দি করে নিয়েছি ৷ সাধারনত আমাদের গ্রাম অঞ্চলে বা শহরে এই ফুলকে বিচিত্রা ফুল নামে চিনে থাকি ৷

এই ফুল গুলো দেখতে অনেক মালতি ফুলের মত তবে এই ফুলের পাপড়ি গুলো একটু চ্যাপ্টা আর মোটা আর দেখতে বেগুনী রঙের হয়ে থাকে ৷

সাধারনত এই ফুল গুলো বাড়ির এবং বাইরের সৌন্দর্যের জন্য মানুষজন রোপণ করে থাকে ৷ তবে গ্রামের মানুষের কাছে শুনা যেত এই ফুলের ফল নাকি বিষাক্ত হয়ে থাকে ৷ কথাটা কতটা সত্য তা এখনো সঠিক ভাবে জানা হয় নি ৷

তবে এই গাছ খুব সহজেই ডাল কেটে রোপণ বা কলম করতে পারবেন ৷ বাড়ির ছাদে চাষ করতে চাইলে টব বা ছোট ছোট ড্রামে মাটি রেখে এই গাছ গুলো অনায়াসে রোপণ করতে পারেন ৷ দেখবেন কিছুদিন পর পরেই পুরো গাছে ভর্তি ফুল ফুটে থাকবে ৷ আর দেখতেও অসম্ভব সুন্দর লাগবে ৷

সাধারনত এই ফুল গুলো হালকা ছায়াযুক্ত স্থানে চাষ বা রোপণ করা যায় খুব সহজেই ৷ তবে এই গাছের ফল বিষাক্ত জন্য মানুষজন এই গাছ খুবই কম ব্যবহার করে থাকে ৷

IMG_20240611_085858.jpg

তো বন্ধুরা আজকে দুটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম ৷ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভূলবেন না ৷ সকলে ভালো থাকবেন শুভ রাত্রি ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার ফুলের ফটোগ্রাফি টা খুব সুন্দর হয়েছে। ফুলগুলি আমি এই প্রথমবার দেখলাম। ফুলের নামটাও এই প্রথম শুনলাম। ফুল ছোট থেকে বড় প্রত্যেকেই ভালোবাসে ।আমরাও তো রাস্তার পাশে কোন ফুলের গাছ দেখলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ি। আপনার পোস্টটি পড়ে বেশ ভালোই লাগলো। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

মাঝে মাঝে অবাক লাগে আপনি এত এত ফুলের ফটোগ্রাফি পান কোথায়। বেশ ভালো লাগে আপনার ফটোগ্রাফি দেখে আর এমনিতে আপনার ছবি তোলার হাত ভালো। আজ যেমন মোসেন্ডা ও বিচিত্রা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। চমৎকার লাগছে আপনার ফটোগ্রাফিগুলো। ভালো থাকবেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

আমি এর আগেও অনেক বার বলেছি আমি আপনার ছবি দেখে আনন্দিত উপভোগ করি এবং আপনার প্রত্যেকটা ধারণ করা ছবি আমার অনেক ভালো লাগে ফটোগ্রাফি আমি করতে অনেক ভালোবাসি তবে আপনার মতো ফটোগ্রাফি আমি ধারণ করতে পারি না।

হয়তোবা আপনার ফটোগ্রাফি ধারণ করার অনেক অভিজ্ঞতা আছে তাই আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি ধারণ করতে পারেন। আপনার আজকের এই ফটোগ্রাফি পোস্ট দেখে অনেক অনেক বেশি ভালো লাগছে ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

মোসেন্ডা নামে যে কোনো ফুল আছে আমি আগে জানতাম না।তবে নতুন কিছু দেখে সত্যি অনেক ভালো লাগলো।আপনার প্রথম ছবিটি অনেক সুন্দর হয়েছে।সামনের দিনগুলোতে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দেন এটাই প্রত্যাশা থাকবে।ধন্যবাদ

আমিও জানতাম না ভাই আমিও প্রথম এই ফুলের সাথে পরিচয় হয়েছি ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

খুবই চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি করেছেন আমি এই ফুলটা আগে দেখেছিলাম কিন্তু এর নাম জানা ছিল না আর তার পোস্টের মাধ্যমে এর নাম জেনে অনেক ভালো লাগলো।। ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্ট টি পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷

প্রিয় ভাই আপনার ফটোগ্রাফি বরাবরই অনেক সুন্দর হয়। তাই নতুন করে আর বলছি না। আপনার পরীক্ষাগুলো নিশ্চই অনেক ভালো হচ্ছে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো ভাই। তারাতারি পরীক্ষা শেষ করে আবার আমাদের মাঝে ফিরে আসুন। আপনাকে সবাই অনেক মিস করছে। বিশেষ করে আপনার দারুন সব ফটোগ্রাফি।

আজকে যে দুটি ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন তা অসম্ভব সুন্দর হয়েছে। আমিও আমাদের এখানকার কোন একটি কলেজে এই ফুলের গাছ দেখেছি। তবে মনে করতে পারছি না। যতদূর মনে পরে আমার নিজ শহরের কোন একটি কলেজে দেখেছি। যাইহোক এই ফুলগুলো দেখে এবং ফুলগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন ভাই। শুভ কামনা রইলো।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...