HELLO▶
everyone
অনেকদিন পর আজকে একটু সময় পেয়ে ঠিক দুপুর বেলা বের হয়ে পড়লাম কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি করবো বলে ৷ আমাদের আশেপাশে তো প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা শুধু একটু এক নজরে পলক ফেলতে হবে ৷
যাই হোক আমাদের বাড়ির পাশেই একটি বড় উঁচু জায়গায় নানা ধরনের শাকসবজি চাষ করে থাকে সেখানে গেলাম তারপর গিয়ে দেখলাম কলমি শাকের মধ্যে যে সাদা সাদা ফুল গুলো হয়েছে সেই ফুল গুলোতে অনেক ছোট প্রজাপতি গুলো ঘুরঘুর করছে আবার অনেক প্রজাপতি মধু সংগ্রহ করতে ব্যাস্ত হয়ে পরেছে ৷
সাধারনত এই কলমি শাক গুলো যখন অনেক পুরটা হয় বা অনেক বয়স হয়ে যায় তখন এই কলমি গাছের মধ্যে সাদা সাদা ফুল গুলো বিস্তার করে থাকে ৷ আমরা তো এই ধরনের শাক কচি অবস্থায় খেয়ে ফেলি সেজন্য ফুল হওয়া থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি ৷ তবে আজকে নিজের চোখে যেটা দেখলাম সেটা আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যের একটি অধ্যায় মনে হয়েছিল ৷
যাই হোক আমি ফোন বের করে বেশ কিছু ছবি তুলে নিলাম আমার ফোন থেকে তারপর সেখানে আর অন্য কোন ছবি তুলার মত কিছু না পেয়ে অন্য জায়গায় চলে গেলাম ৷
ফটোগ্রাফি করার সময় হঠাৎ করেই এই কালো রঙের প্রজাপতি চোখে পড়ে আর এই প্রজাপতি টি একটি ছোট আম গাছের মধ্যে আকড়ে ধরে আছে আমি কাছে যাওয়া সত্বেও প্রজাপতি টি সেখানে চুপ করেই রয়েছে ৷
তার এই সুন্দর ব্যবহার টি দেখে আমার মনে অনেক আনন্দ নিয়ে এসেছে ৷ আমি অনেক ফটোগ্রাফি করেছি অনেক সময় কাছে গেলেই উড়ে চলে যেত ফটোগ্রাফি করার সুযোগ টুকুও দিতো না ৷
আমাদের প্রাকৃতিক পরিবেশে এমন কিছু বৈচিত্র্যময় প্রাণী আজোও বেঁচে আছে বলে প্রাকৃতিক সৌন্দর্যতা আমরা উপভোগ করতে পারি ৷ আর এদের বেঁচে থাকার জন্য আমাদের সকল ধরনের কর্মকাণ্ড গুলো সঠিক ভাবে পালন করা উচিত যেটা আমি মনে করি ৷
এই ফুলের নাম হলো মাইক ফুল তবে দেখতে এই ফুলের গাছ পাট গাছের মত আর হুবহু লাল পাট গাছ রয়েছে এক ধরনের ঐ সব গাছ গুলোর মধ্যে রয়েছে ৷ আর এই ফুল গাছের ফুল গুলো লাল রঙের এবং দেখতে হুবহু জবা ফুলের মতো তবে এটা জবা ফুল না ৷
এই ফুলের নাম গ্রামের মানুষেরা আগে থেকেই মাইক ফুল নামে চিনে থাকে আর এখনো মাইক ফুল নামে এই ফুল গাছের পরিচিতি রয়েছে ৷
তবে এই ফুল গাছের কিছু ঔষুধি গুনাগুন রয়েছে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারে আসে ৷ যেমন , জ্বর ,সর্দি , কাশি শরীরের ব্যাথা এবং কি ছোট খাটো কাটা যুক্ত ক্ষত সারাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷
সর্বশেষ ফুলের ফটোগ্রাফি হচ্ছে গেইট ফুলের ফটোগ্রাফি যেটা অধিকাংশ গ্রামের বাড়িতে বা শহরের বাড়িতে এই গেইট ফুল গুলো রোপণ করে থাকে যাতে করে বাড়ির সৌন্দর্যতা ফুটে উঠাতে সাহায্য করে থাকে ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের তোলা বেশ কিছু ফুলের ফটোগ্রাফি ৷ কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
খুব সুন্দর
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি তবে আপনার মতামত টুকু ৫০ শব্দের মত হলে আরো সুন্দর দেখাতো ৷ ভালো থাকবেন !! শুভকামনা রইল আপনার জন্য ৷ 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@papiya.halder দিদি সবে কিছুদিন কাজ শুরু করেছেন। তাই সব বিষয় এখনও সঠিক ভাবে শিখতে পারেননি। তবে আপনার রিপ্লাই দেখে বেশ অবাক হলাম। একজন পুরোনো ইউজার হয়ে আপনার মন্তব্যের সংখ্যা তো চোখেই পড়ে না। তাই কাউকে কিছু বলার আগে সেই কাজটা নিজের সঠিক ভাবে করা উচিত ভাই। আপনারা তো জেনেও ঠিক কাজ করেন না। এটাই দুঃখজনক। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা দুঃখিত দিদি কি বললো আমার বলার ভাষা নেই তবে আপনার কথার যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবো ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মুঠোফোনে তোলা ছবি বরাবরই আমার পছন্দের এবং আজকের ছবিগুলো ও অসাধারণ ছিল। বিশেষ করে প্রজাপতির ফুল থেকে মধু খাওয়া যেটা আমরা প্রায়শই হয়তো দেখতে পারি। তবে এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং অর্থ বহনকারী একটি দৃশ্য বলতে পারেন।
আমি এই দৃশ্যের মাধ্যমে এটা উপলব্ধি করতে পারি যে ঈশ্বরের সৃষ্টি প্রতিটি জীব, কীটপতঙ্গ এবং উদ্ভিদ একে অপরের পরিপূরক। ফুলের থেকে প্রজাপতি তার খাদ্য খুঁজে পায় অন্যদিকে এই প্রজাপতির মাধ্যমেই গাছের ফুল থেকে ফল এবং গাছ বা উদ্ভিদের বংশবিস্তার হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দুর্দান্ত ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুলের ছবিগুলো দেখতে সত্যিই একটু অন্যরকম লাগছে। ছবিগুলো খুব সুন্দর করে তুলেছেন। ফুলের মধ্যে আবার প্রজাপতি বসে আছে। এইরকম দৃশ্য অসাধারণ লাগে। মাঝে মাঝে আপনি বেশ অনেক রকমের ফুলের ছবি আমাদের মধ্যে শেয়ার করে থাকেন। আপনার সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি সাদা ফুলের উপরে একটি প্রজাপতি বসে আছে যে দৃশ্যটি আসলে অনেক আকর্ষণীয় ছিলো আমার কাছে আপনার ধারণা করা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক আকর্ষণীয় তবে আমার কাছে প্রজাপতি ও সাদা ফুলের উপরে বসে আছে এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit