সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল বন্ধুরা ,, আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও এর মাঝে ভালো ছিলাম তারপর হটাৎ করেই এল্যার্জির কারণে দুদিন অসুস্থ হয়ে পরেছিলাম ৷
দুদিন আগে হঠাৎ করে রাতে হাতে আর চোখে আর মুখে চুলকানি শুরু হয় এভাবে অনেকক্ষণ চুলকানোর পর ঘুমিয়ে পড়েছিলাম তারপর এর দিন সকাল বেলা উঠে দেখি হাত চোখ এবং কি মুখ ফুলে ডুম হয়ে গেছে সাথে ব্যাথাও রয়েছে ৷
আমার এসব দেখে সবাই বলতেছে এল্যার্জির কারণে এমন হয়েছে ৷ তারপর ঔষুধের দোকানে গিয়ে ঔষুধ নিলাম তারপর বাড়িতে এসে ঔষুধ গুলো নিয়মিত খাওয়া শুরু করলাম ৷ দুদিন পর আজকে একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি ৷
আমার শরীরে এমন ধরনের এল্যার্জি আগে কখনও দেখা দেয় নি শুধু মাঝে মধ্যে চোখ গুলো ফুলে যায় আর চুলকায় ৷ যাই হোক এখন সুস্থতায় ফিরে আসতে পেরেছি এটাই অনেক বড় কিছু ৷
সকাল বেলা বাড়িতেই সময় কাটিয়ে দুপুরে আগে চলে গেলাম দোকানে তারপর সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম ছোট ভাই বড় সহকারে ৷ তারপর সবাই মিলে লুডু আর কেরাম বোর্ড খেলাম ফোনের মধ্যে আর আমরা বাজি ধরেছে চা নাস্তা খাওয়ার অবশেষ সবাই একটা করে চানাচুর প্যাকেট সাথে একটা করে চা খাইলাম ৷
দুপুর প্রায় ২ টা বাজে তারপর বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে স্নান করে নিলাম ৷ দুদিন ধরে স্নান করতে পারি না অসুস্থার জন্য সেজন্য আজকে স্নান করতেই হবে ৷
বিকেল বেলা |
---|
স্নান করে বিকেল বেলা বাজারে গেলাম মাছ কেনার জন্য ৷ আমাদের বাড়িতে আজকে মেহমান আসবে সেজন্য মাছ কিনিতে বাজারে যাওয়া ৷ বিকেল বেলা হওয়ায় তেমন কোন মাছের দোকান বসে তারপর অনেকক্ষণ সময় ধরে সেখানে থাকলাম তারপর একজন মাছ বিক্রেতা মাছ নিয়ে আসলো তার কাছে দেশী পয়া ও সিংগি মাছ ছিল ৷
মেহমান গুলো আবার ছোট মাছ ছারা বড় মাছ পছন্দ করে না সেজন্য ছোট মাছ পয়া আর সিংগি গুলো দেড় কেজি কিনে নিয়ে আসলাম বাড়িতে ৷
মাছ কিনে নিয়ে এসে বাড়িতে একটু ঘুরাঘুরি করলাম তারপর দেখলাম আমার কাকু রা খড় পুন্জি করছে আর এই খড়ের পুন্জি গুলো দেখতে আমার কাছে অসাধারণ লাগে ৷
যার জন্য আজকে আমাদের খড়ের পুন্জির ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করলাম ৷
তারপর বাড়ির আশেপাশে হাঁটতেছি আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এই সুন্দর পরিবেশে টা আমার কাছে অসাধারণ লাগে কিন্তু বর্তমান কাজের জন্য সূর্য অস্ত যাওয়ার প্রাকৃতিক সৌন্দর্যতা আর উপভোগ করা হয় না ৷
সন্ধ্যা বেলা |
---|
শেষ বিকেল বেলা হাঁটতে হাঁটতে চৌরাস্তা বাজারে চলে আসলাম দুদিন হলো একটু বের হতে পারি নাই মন টা শুধু ছটফট করতেছে ৷
তাই আজকে হাঁটতে হাঁটতে চলেই আসলাম তারপর এখানে কেরাম বোর্ড খেলা চলে প্রতিদিন রাতে তাই খেলাটির পাশে থেকে একটু উপভোগ করলাম ৷
খেলা শেষ করে একজন কাকুর সাথে দেখা হয়ে গেল সে টেনে টেনে সোলা বুট খেতে নিয়ে গেলো তারপর দোকানে গিয়ে সোলা বুট খাইলাম ৷
শরীর টা এখনো একটু খারাপ তারপর ঔষুধ খেয়েছি আর আপনারা জানেন এলার্জির ঔষুধ খেলে একটু ঘুম তারাতারি চলে আসে ৷ সেজন্য দেরী না করে সোজা বাড়িতে চলে আসলাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |