সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ আমি আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করতে যাচ্ছি তাহলে চলো শুরু করা যাক ৷
আজ রোজ শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম তারপর বিছানা গুছিয়ে নিলাম এরপর বাইরে এসে দেখি সকাল সকাল বেশ সুন্দর ভাবে রোদ উঠেছে যাই হোক শীতের দিনে সকাল বেলা রোদ উঠা মানেই খুশির একটা দিন বলা যায় ৷
যাই ফ্রেশ হয়ে দোকানে গিয়ে সকালের নাস্তা টা সেরে নিলাম তারপর দোকানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম ৷
অনেক দিন হয়ে গেল আমরা সিদ্ধ ধান শুকিয়ে বস্তা করে রেখে দিয়েছি সময়ের জন্য ধান গুলো মিলে নিয়ে গিয়ে ভাঙ্গাতে পারি নাই ৷ সেজন্য আজকে তেমন কোন কাজ ছিল না তাই একটা ভ্যানে করে সব সিদ্ধ শুকানো ধান গুলো নিয়ে চলে আসলাম মিলে ৷
তারপর মিলের মানুষকে বলে রাখলাম সব ধানের বস্তা গুলো যেন ভালোভাবে ভেঙ্গে দেয় ৷ এরপর আমি সেখানে বসে না থাকে বাজারে একটু ঘুরাঘুরি করলাম ৷ তারপর আবার মিলে গিয়ে দেখলাম প্রায় ধান ভাঙ্গা শেষের দিকে ৷
কিছুক্ষণ পর পরই ধান ভাঙ্গা শেষ হয়ে যায় তারপর আমি হিসাব করে মিলের কর্মচারীকে টাকা পেমেন্ট করে চাল আর ধানের গুড়ো গুলো নিয়ে চলে আসলাম বাড়িতে ৷
বিকেল বেলা |
---|
বিকেল বেলা তেমন কাজ ছিল না জন্য ভাবলাম একটু ঘুরে আসি যেখানে সেখানে থেকে ৷ যেহেতু আমার বাইক নেই তাই সাইকেল করে খোচাবাড়ির বাজারে পিসিতো ভাইয়ের সাথে দেখা করতে আসলাম ৷
কদিন পরে তার বিয়ে সেই ফোন করে আসতে বলেছিল তারপর দেখা করে অনেকক্ষণ ধরে গল্প করলাম ৷ তার বিয়ের কিছু দায়িত্ব আমাকে বুঝে দিলো সেগুলো নাকি ঠিকঠাক ভাবে করতে হবে ৷ কি আর করার পিসিতো ভাই বলে কথা তাই আর না করতে পারলাম না ৷
গল্প শেষ করে হোটেলে গিয়ে কিছু নাস্তা পানি করলাম ৷ এদিকে আমি শীতের কাপর নিয়ে যায় নি তাই আর দেরী না করে চলে আসলাম বাড়িতে
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলা আমাদের চৌরাস্তা বাজারে চলে আসলাম আমার আবার প্রতিদিন চৌরাস্তা না আসলে ভালো লাগে না তাই প্রতিদিন রাতে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার বাড়িতে চলে আসি ৷
যাই হোক আজকে চৌরাস্তা গিয়েই একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয় তারপর দুজনে মিলে বেশ কিছুক্ষণ গল্প করলাম সেও আমার মত বেকার আর এই বেকার নিয়েই অনেকক্ষণ গল্প করলাম ৷
তারপর বন্ধুকে নিয়ে ছোট একটা হোটেলে ঢুকলাম তারপর ডিম আর চটপটি দুজনে মিলে খাইলাম ৷ তার বাড়ি একটু বেশী দুরে তাই সে আর দেরী করবে না সেজন্য তাকে বিদায় দিয়ে দিলাম ৷ তারপর আমি একটু আড্ডা দিয়ে চলে আসলাম বাড়িতে ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন পোস্ট নিয়ে ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |