সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ আমি আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি,, তাহলে চলো শুরু করা যাক ৷
আজ রোজ রবিবার আমার পিসিতো ভাইয়ের বিয়ে সেজন্য সকাল সকাল আমার কাজ গুলো শেষ করে বিয়ে বাড়িতে চলে যেতে হবে ৷ সেজন্য সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে সকাল ১০ টাকা বেজে চলে গেলাম দেবীগন্জ শহরে সেখানে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে হবে ৷
টাকা মূলত জনতা ব্যাংকে তুলতে হবে সেজন্য চলে গেলাম জনতা ব্যাংকে তারপর সেখানে চেক দিয়ে টাকা টা খুব তারাতারি করে তুলে নিলাম ৷
টাকা ব্যাংক থেকে তুলে সোজা চলে আসলাম সোনার দোকানে এখানে বিয়ের দান দেওয়ার জন্য একটি সোনার ঠিলা তৈরি করতে দেওয়া হয়েছিল ৷ আমি দোকানে গিয়ে বললাম একটা সোনার ঠিলা তৈরি করতে দেওয়া হয়েছিল সেটা কি হয়েছে দোকানদার বললো ২০ মিনিটের মত সময় লাগবে অল্প কাজ বাকি আছে সেটার কাজ চলতেছে ৷
কি আর করার আমি হোটেলে গিয়ে চা নাস্তা খেয়ে নিলাম তারপর কিছু পরিচিত দোকান আছে তাদের সাথে একটু দেখা করে আসলাম ৷ ২০ মিনিট পর সোনার দোকানে এসে দেখি কাজ কমপ্লিট তারপর টাকা পেমেন্ট করে সোনার ঠিলা নিয়ে চলে আসলাম ৷
বাড়ি ফেরার পথে খোলা মার্কেটে যে কাপর গুলো বিক্রি করা হয় সেখানে আসলাম ৷ আমার সাথে একটা চাচা এসেছিল তার ভাতিজার জন্য নাকি কিছু কাপর কিনবে তাই আমরা কাপর দেখতে শুরু করলাম ৷
কাপর দেখতে দেখতে দুইটি সুইটার ভালো লাগে তারপর সেই দুটি সুইটার ২০০ টাকা দিয়ে কিনে নিলাম ৷ তারপর সি এন জি স্টেশন এসে সি এন জি করে আমাদের চৌরাস্তা বাজারে চলে আসলাম ৷ এরপর একটা ভ্যান নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলা চলেই আসলাম বিয়ে বাড়িতে আর এসেই দেখি বিষোহোরা গান শুরু হয়ে গেছে ৷ বিষোহোরা গান মুলত কোন ধরনের মানষী থাকলে এই গান দিতে হয় মনষা দেবীর কাছে ৷
যাই হোক আমি কিছুক্ষণ বিষোহোরা গান শুনলাম তারপর বিয়ের যেগুলো দায়িত্ব আমার কাছে ছিলো সেগুলো সঠিক ভাবে করতে লাগলাম ৷
বিয়ের বরযাত্রী রাত ১২ টায় যাবো আমার কাছে আরো দু ঘন্টার মত সময় রয়েছে তার আগেই আমার কাজ গুলো শেষ করতে হবে ৷
রাত ১২ টা বেজে চলে আসলাম কনে বাড়িতে তারপর বেশ কিছুক্ষণ নৃত্য দেখলাম এরপর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমারা খাবারের প্যান্ডেলে চলে যাই ৷ এরপর সবাই মিলে বরযাত্রী গুলো খাওয়া দাওয়া শুরু করলাম ৷
খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় রাত দুটো বেজে যায় তারপর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম এরপর পান সুপারি খাইলাম ৷
আমি রাত জাগতে পারি না তাই আমার পিসিতো ভাইয়ের সাথে দেখা করে কিছু গল্প ছিল সেগুলো শেষ করে আমি বাড়িতে চলে আসলাম ৷ আগামীকাল বৌভাত আর আগামীকাল সকাল সময় টা ঘুমিয়ে তারপর ফ্রেশ হয়ে চলে আসবো বৌভাতে ৷
তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
মোটামুটি বলা যায় আজকের দিনটা আপনি অনেক বেশি ব্যস্ত এবং অনেক বেশি আনন্দের মধ্যে কাটিয়েছেন আসলে বিয়ে মানে হচ্ছে আনন্দ বিয়ে মানে হচ্ছে উল্লাস আর এই বিয়ের মধ্যে কিন্তু আমরা অনেক বেশি আনন্দ করে থাকি। কিন্তু আপনি রাত জাগতে পারেন না তাই আপনি আপনার ভাইয়ের সাথে দেখা করে চলে এসেছেন। আগামীকাল বৌঘাট তাই আপনি সিদ্ধান্ত নিয়েছেন ফ্রেশ হয়ে আবারো বউঘাতে অংশগ্রহণ করবেন বিষয়টা জানতে পেরে বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বলা যায় বেশ আনন্দ এবং ব্যস্ততার মধ্যে কেটেছে কারণ বিয়ে বাড়িতে আনন্দে সাথে সাথে ব্যস্ততায়ও কোন অংশে কম থাকে না, যেহেতু আপনার উপরে খানিকটা দায়িত্ব ছিল।
নিজের দায়িত্ব ঠিক রেখে বারোটা বাজে গিয়েছেন বরের সাথে, সত্যি শীতে এমন বিয়ে বেশ আনন্দ দেয়,, বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া শেষ করে খুব দ্রুত বৌভাতের জন্য প্রস্তুতি নিতে হবে সেজন্য বরের কাছে বলে চলে আসলেন আশা করছি পরবর্তী পোস্টে অনেক জাঁকজমক হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোথাও অনুষ্ঠান বা বিয়ে থাকলে আমরা বাসার কাজ খুব দ্রুত শেষ করে সেখানে যাওয়ার চেষ্টা করি ঠিক আপনিও সে রকমই করেছেন।।
যাওয়ার পথে টাকা উত্তোলন করেছেন চাচার সঙ্গে কিছু কেনাকাটা করেছেন আর সাধারণত বিয়ে একটু দেরি করেই যায়।। খুব আনন্দের সাথে বিয়েটা উপভোগ করেছেন দেখে ভালো লাগলো
।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit