সকাল বেলা |
---|
HELLO ▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আমি আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করতে যাচ্ছি ৷ তাহলে চলো শুরু করা যাক ৷
আজ রোজ রবিবার সকাল সাত টা বেজে ঘুম থেকে উঠেছিলাম তারপর প্রতিদিনের মত বাইরে হাঁটতে হাঁটতে ব্রাশ করে নিলাম ৷ তারপর দোকানে গিয়ে সকাল বেলার নাস্তা টা সুন্দর করে সেরে নিলাম ৷
দোকান থেকে বাড়িতে আসলাম তারপর আমার বাবা বললো রসুন ক্ষেতে গিয়ে রসুন নিড়ানি দিতে আগামীকাল কে সার দিয়ে পানি সেচ দিতে হবে ৷ সেজন্য আর দেরী না করে ভাবলাম কাজ গুলো সকাল সকাল সেরে আসি ৷ রসুন ক্ষেতে গিয়ে দেখলাম ছোট ছোট ঘাস গুলো জন্মিয়েছে সেগুলো ডাউকি দিয়ে তুলে ফেললাম ৷
কাজ শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে যায় তারপর আমি বাড়িতে চলে আসলাম ৷ বাড়িতে এসে স্নান করে নিয়ে তারপর দুপুরের খাবার খেয়ে রুমে এসে রেস্ট নিতে লাগলাম ৷
দুপুর বেলা |
---|
দুপুরের পর একটা জরুরী কাজের জন্য চৌরাস্তা আসলাম একটা মানুষের সাথে দেখা করতে হবে এবং তার কাছে টাকা নিতে হবে ৷ আমি চৌরাস্তা পৌঁছে মানুষটাকে ফোন দিলাম তিনি উত্তরে বলেন আমার যেতে মিনিমাম ২০ মিনিট লাগবে ৷ অবশেষে কি আর করার মানুষটার জন্য অপেক্ষা করতেই হবে তাছাড়া আর কোন উপায় নেই ৷
মানুষের কাছে টাকা নিয়ে আবার আরেক জায়গায় গিয়ে টাকা টা জমা দিতে হবে সেজন্য অনেক তারাহুরো করে চলে আসলাম ৷
মানুষটার অপেক্ষা করতে করতে আধা ঘন্টার বেশী হয়ে যায় তারপর মানুষ টা চলে আসে ৷ তারপর তার কাছ থেকে পুরো টাকা টা নিয়ে নিলাম এবং তাকে চা খাওয়ার অফার দিলাম সে চা খাবে না আমি জোর করে হোটেলে নিয়ে আসলাম ৷
হোটেলে গরম গরম সিংগারা ছিল সেজন্য একটা করে সিংগারা আর মিষ্টি নিলাম ৷ যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি আবার তারাহুরো করে বাড়িতে চলে আসলাম ৷
বিকেল বেলা |
---|
সারাদিন বাড়িতে থাকার পর ভাবলাম বিকেল বেলা একটু ঘুরতে বের হই তারপর বিকেল চার টার দিকে বের হয়ে যাই ঘুরার জন্য ৷ আমাদের বাড়ির পাশেই একটি পুরাতন ইটের ভাটা রয়েছে সেখানে অনেক দিন থেকে যাওয়া হয় না সেজন্য চলে আসলাম সেই পুরাতন ইটের ভাটায় ৷
এই ইটের ভাঁটা টা সরকারি জমিতে রয়েছে জন্য পরে থাকা ইট গুলো কেউ নিয়ে যাওয়ার সাহস পায় না ৷ যেমন ভাবে রয়েছে পুরো ভাটা সেই আগের মত রয়ে গেছে ৷
সন্ধ্যা বেলা |
---|
বিকেলে বেশ কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর বাড়িতে না এসে সোজা বাজারে ঢুকলাম তারপর ফটো স্টোডিও তে কিছু অনলাইন কাজ ছিল সেগুলো আস্তে আস্তে সেরে নিলাম ৷
সার্ভারের সমস্যা হওয়ার কারণে বেশ কিছুক্ষণ যাবৎ ধরে বসে থেকে তারপর কাজ গুলো সম্পূর্ণ করতে হয়েছিল ৷
যাই হোক পেটেও অনেক ক্ষুদা লেগেছে তারপর খাওয়ার জন্য চটপটির দোকানে চলে গেলাম সেখানে চটপটি আর একটা সিদ্ধ ডিম নিয়ে একসাথে খেয়ে নিলাম ৷
আজকে অনেক শীত পরেছে আর অনেক ঠান্ডাও লাগতেছে সেজন্য আর দেরী করে চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে এসে রাতের খাবার খেয়ে রুমে এসে সোজা পোস্ট লিখতে বসে পড়লাম ৷ তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍🙏
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনি একজন পরিশ্রমী মানুষ, আপনি প্রতিদিন নিজের কাজে ব্যস্ত থাকেন। এটা দেখে অনেক ভালো লাগলো, আপনার পোস্টটি জানলাম আপনি কৃষি কাজের সাথে জড়িত। কোন একটা পোস্টে হয়তো বা আপনার রসুনের ক্ষেতটা তার ছবি আমাদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit