সকাল বেলা |
---|
HELLO.
everyone
শুভ সকাল বন্ধুরা !! প্রতিদিনের মত আজকেও ঘুম থেকে উঠলাম কিন্তু আজকে অনেক দেরী করে উঠেছিলাম ৷ কালী পূঁজায় অনেক ব্যস্ততার মাঝে পার করলাম যেহেতু তেমন দায়িত্ববান মানুষ ছিলো না সেজন্য আমি নিজে দায়িত্ব নিয়েছি ৷
যাই হোক যেটুকু দায়িত্ব নিয়েছিলাম সেগুলো সঠিক ভাবে করে দিয়েছি তা না হলে সমাজের চোখে খারাপ হতে হতো আমাদের বর্তমান সময়ে সমাজের লোক গুলো এমন হয়ে গেছে কাজের চেয়ে কথা অতিরিক্ত কথা বলে যেটা সবসময় খারাপের দিকেই চলে যায় ৷
কি আর করার ফ্রেশ হয়ে নিলাম তারপর নাস্তা করলাম বাড়িতে অনেক মেহমান আসছে গতকাল চলে গেছিলো কিছু মেহমান এখনো আছে তাদের জন্য সকাল বেলা খাবারের জন্য পুকুর থেকে মাছ উঠালাম ৷
বর্তমান সময়ে পুকুরে অনেক পানি থাকায় মাছ গুলো গভীরে জাল ফেলতে ফেলতে মাছ গুলো খুব সহজেই পালিয়ে যায় এদিকে জালে ছোট মাছ ছারা বড় মাছ গুলো কিছুতেই আটকাতে যাচ্ছে না ৷
এভাবে অনেকক্ষণ মাছ ধরার পর বেশ কয়েকটা বড় মাছ উঠছে সেগুলো নিলাম তারপর কিছু ছোট মাছ রয়েছে এগুলো দিয়েই আজকে সকালের খাবার টা সেরে দিবো ৷
বর্তমান সময়ে বাংলা কার্তিক মাস চলছে আর এই মাসে সনাতন ধর্মের মানুষেরা বেশীরভাগ নিরামিষ খেয়ে থাকে হাতে গোনা কয়েকজন মেহমান শুধু নিরামিষ খেতো না তাদের জন্যই সকাল বেলা মাছ রান্না করলাম ৷
তারপর খাওয়া দাওয়া করে মেহমান গুলা ঘুরতে লাগলো আমি চলে গেলাম বাজারে সেখান থেকে খাসি ছাগলের মাংস কিনে নিয়ে আসলাম ৷ মেহমান গুলা আজকে বাড়িতে চলে যাবে ৷
যাই হোক তারপর মেহমান গুলো খাওয়া দাওয়া করে নিলো প্রায় বিকেল হয়ে গেলো তারা চলে গেলো বাড়িতে ৷ সব মেহমান চলে গিয়ে বাড়িটা খুব ফাঁকা লাগছে ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলা বের হয়ে গেলাম গান শুনার জন্য কালী পূজো উপলক্ষে আজকে গানের নৃত্য প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে সেখানে দেখতে গেলাম ৷ কিন্তু দুঃখের বিষয় হলো যে গান শুরু হওয়ার তো কোন নাম গন্ধ নেই অনেকক্ষণ ছিলাম পরে একপর্যায়ে নেতাদের বক্তব্য দেওয়া শুরু হয় এই জন্য বিরক্ত হয়ে চলে আসছি ৷
যাই হোক বাড়িতে এসে চৌরাস্তা গেলাম কিছু খরচ করতে আগামীকাল ভাই ফোঁটা বোনের হাতে ভাই ফোঁটা নিতে হবে সেজন্য চৌরাস্তা গিয়ে অনেক গুলো চকলেট নিলাম বিভিন্ন ধরনের ৷
বোন গুলো ছোট সেজন্য চকলেট পেয়েই তারা অনেক খুশি হবে আমি এখনো বেকার চকলেট ছারা তেমন দামী জিনিস গিফট করাও সম্ভব না আমার পক্ষ্যে ৷
তারপর চৌরাস্তা থেকে চলে গেলাম বাজারে আমার ভাগনির জন্য জুতা কিনতে হবে ৷ আমার ভাগনির পায়ের মাপের জুতা কিছুতেই মিলছে না অনেক দোকান খুজাখুজির পর একটা বড় দোকানে অবশেষে পেয়ে গেলাম ৷
তারপর বাকি কিছু টুকটাক কাজ গুলো সেরে নিলাম এরপর সোজা চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম এরপর রুমে এসে সোজা পোস্ট লিখতে শুরু করলাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |