সকাল বেলা |
---|
HELLO.
everyone
শুভ সকাল বন্ধুরা !! আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ইশ্বরের কৃপায় বেশ ভালো আছি ৷ তো বন্ধুরা আমি এখনো রংপুরে আছি হয়তো আগামীকাল চলে যাবো বাড়িতে ৷
যাই হোক আজকে ১০ টায় ঘুম থেকে উঠলাম তারপর ফ্রেশ হয়ে নিলাম ৷ ফ্রেশ হয়ে নাস্তা কি খাবো সেটা ভাবতেছি বাইরে তেমন দোকান ও নেই যে অল্প টাকায় ভালো খাবার পাবো সেজন্য পরে দোকান গিয়ে নুডুলস কিনে নিয়ে আসলাম একটা বড় প্যাকেট ৫০ টাকা দিয়ে ৷ এরপর বাসায় এসে রান্না করতে লাগলাম ৷
বাসায় আমরা দুজন ছিলাম আর বাকি সব ছেলে গুলা চুল কাটাতে বাইরে গেলো ভাত রান্না করতে করতে প্রায় দুপুর বেজে যাবে সেজন্য আমরা দুজনে নুডুলস রান্না করে সকালের নাস্তা টা সেরে ফেললাম ৷
দুপুর বেলা |
---|
আমরা দুজনে রান্নার কাজ টা শেষ করে ফেললাম তারপর কিছুক্ষণের মধ্যে ওরা চুল কেটে চলে আসলো তারপর আমরা দুজনে মিলে চুল কাটতে গেলাম ৷ প্রায় ১ ঘন্টা সময় লাগলো আমাদের দুজনের চুল কাটতে তারপর আমরা চলে আসলাম বাসায় ৷ একটু বিশ্রাম নিয়ে আমরা স্নান করতে চলে গেলাম ৷
একটু বিশ্রাম করে সবাই মিলে খেতে বসলাম তারপর শুনতেছি একটা বড় ভাইয়ের বান্ধবী আমাদের জন্য খাবার রান্না করে পাঠিয়ে দিয়েছে ৷ তারপর আমরা প্যাকেট গুলো খুলে দেখি পোলাও ভাত মুরগীর মাংস ডাল সালাত পটল ভাজি দিয়েছে আমরা মোট ৭ জন ছিলাম সেই হিসেবে ৭ জনের খাবার বেশ সুন্দর হয়েছে ৷
যাই হোক খাবার গুলো বেশ সুন্দর হয়েছে সাথে বেশ মজাও হয়েছে ৷ খাওয়া দাওয়া করে আমরা রুমে এসে বিশ্রাম নিতে লাগলাম ৷ প্রায় বিকেল চার টা বেজে যায় ফোন চাপতে চাপতে কখন যে ঘুমিয়েছিলাম নিজেও জানি না ৷
১ ঘন্টার মত ঘুমিয়েছিলাম তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম এখন একটু বাইরে যেতে হবে সেজন্য রেডি হয়ে নিলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যায় বের হয়ে হুট করেই চলে আসলাম চিকলির পার্ক এই পার্ক টি রংপুর শহরে অবস্থিত এটি একটি অনেক বড় পার্ক ৷ আর এই পার্কে প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় জমে থাকে ৷
পার্কটি তে অনেক আগে একবার এসেছিলাম কিন্তু সেরকম ভাবে ঘুরাঘুরি করতে পারি নি আজকে আবার এসে বেশ কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম ৷
মাছ গুলো দেখতে অনেক সুন্দর মাছের রঙিন কালারের জন্য পানিতে বেশ সুন্দর দেখা যাচ্ছে ৷ আসলে এই ধরনের দৃশ্য গুলো দেখতে বেশ ভালোই লাগে ৷
রংপুর এই চিকলি পার্কের মধ্যে একটি বড় চারচরকি যেটাতে এখনো উঠি নাই আমার ভয় লাগে তবে যখন ঘুরে তখন দেখতে অনেক সুন্দর লাগে ৷
তারপর চিকলি পার্কের মধ্যে একটা বিশাল ঝর্ণার মত তৈরি করেছে যেখানে অনেক ছোট বড় রঙিন লাইট দিয়ে সাজানো হয়েছে আর এই মনোরম পরিবেশে এত সুন্দর একটি জায়গা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে ৷
যাই হোক অনেক ঘুরাঘুরি করলাম আরো অনেক জায়গা রয়েছে সব জায়গাতে ঘুরলে আরো অনেক টিকিট কাটতে হবে সাথে অনেক টাকাও লাগবে ৷
পরবর্তী সময়ে এসে বাকি জায়গা গুলোতে ঘুরার চেষ্টা করবো ৷ এই ভেবে আর দেরী না করে চিকলির পার্ক থেকে চলে আসলাম ৷
তারপর সুপার মার্কেট এসে গরম গরম ভাপা পিঠা খেয়ে নিলাম ৷ তারপর দুজনে দুটো লাচ্চি খেয়ে সোজা চলে আসলাম বাসায় ৷
তারপর রাতের খাবার খেয়ে পোস্ট লেখা শুরু করে দিলাম ৷ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সকাল দশটার সময় ঘুম থেকে উঠেছেন। সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর বেশিরভাগ মানুষজন নুডুলস খেতে বেশি ভালোবাসে। আমাদের বাড়িতেও আমরা সকালবেলায় বেশিরভাগ দিন নুডুলস খেয়ে কাটায়। দুপুর বেলাতে চুল কেটে আসবার পর বিশ্রাম নিয়েছেন। বিশ্রাম নেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করেছেন
দুপুরে খাবারের বেশ অনেক কিছুই ছিল। খাবার সব সময় রান্না ভাল না হলে একদমই খেতে ইচ্ছা করে না। তবে দুপুরের খাবার পর একটু ঘুমোতে তো ইচ্ছে হবে। দুপুর বেলায় বিশ্রাম নেওয়ার পর আপনি পার্কে গিয়েছেন। বিকেল বেলায় সকলেরই পার্কে বেড়াতে ভালো লাগে। ছবি দেখে মনে হচ্ছে পার্কের পরিবেশটা বেশ সুন্দর। এরকম মনোরম পরিবেশে সময় কাটাতে সকলেরই খুব ভালো লাগবে। তবে যে নাগর দোলাটা ছবি দিয়েছেন সেটাতে চড়তে নাকি অনেকেই ভয় পায়। বাড়িতে এসে আবার পিঠা আর লাচ্ছা খেয়েছেন। সারাদিনের খাবার বেশ ভালোই ছিল। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit