HELLO▶
everyone
আজকে সারাদিন একটু কাজে ব্যস্ত ছিলাম যার জন্য আজকে সারাদিন কোথাও যেতে পারি নাই ৷ সে জন্য শেষ বিকেলে বাইরে বের হয়ে পড়লাম কিছু ফটোগ্রাফি করবো বলে ৷
বেশ কিছুক্ষণ ঘুরলাম তারপর দেখলাম আশেপাশে সেরকম ফটোগ্রাফি করার মত কিছু নেই তারপর হঠাৎ করেই এক জায়গায় কিছু ঘাসফুলের ছবি দেখতে পাই আর সেই ফুল গুলোর বেশ কয়েক টি ছবি তুলে নিলাম
ফুল গুলোর নাম হল ঘাস ফুল হয়তো অন্যান্য জায়গায় এই ফুলের অন্যান্য বা অনেক ধরনের নাম থাকতে পারে ৷ তবে এই ঘাস ফুলগুলো দেখতে অনেকটা সুন্দর হয় তবে মজার বিষয় হচ্ছে এই ধরনের ঘাসফুল গুলো বাড়ির ছাদে বা বাড়ির বেলকনিতে একটা মাঝারি টবে ঝুলিয়ে রাখা যায় এতে দেখতেও অনেক সুন্দর লাগবে তারপর আবার বাড়ির সৌন্দর্যতাও বৃদ্ধি পাবে ৷
তবে আমাদের গ্রামের মানুষেরা এই সব ঘাসফুল গুলো বাড়ির আঙিনায় এক পাশে রোপন করে পরে যখন ফুল ফুটে দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷ সাধারনত এই ঘাসফুল গুলো শীতকালীন সময়ে বেশী ফুটতে দেখা যায় ৷
এই ধরনের ঘাসফুল গুলো খুব সহজেই চাষ করা যায় তেমন কোন ধরনের খাটনির প্রয়োজন পরে না ৷ যেমন , ফুল গাছে তেমন পানি দিতে হয় না বা সার প্রয়োগ করতে হয় না ৷ অতি সহজেই বাড়িতে রোপণ করে দিলে কয়েকদিন পর পর পানি দিতে হবে যখন গাছটি একেবারে সতেজ হয়ে উঠবে তখন থেকে আর পানি সেচ না দিলেও কোন ধরনের সমস্যা হবে না ৷
গাছ গুলো সাধারনত লম্বা হয় না শুধু ডালপালা ছড়িয়ে চারদিকে চ্যাপ্টা আকার ধারন করে থাকে ৷ আর ঘাসফুলের পাতা গুলো দেখতে চিকন ও সবুজ দেখতেও অনেক টা সুন্দর দেখায় ৷ তবে এই ফুল গাছের ডাল গুলো দেখে মনে হয় অনেক কচি একটু নারলেই ভেঙে যাবে কিন্তু আসলে তা নয় ৷
বর্তমান সময়ে এই গাছে ফুল কম ধরছে কেবলমাত্র শীতকালীন পরতেছে বিশেষ করে শীতকালীন এর মাঝামাঝি এই ঘাসফুলে পর্যাপ্ত পরিমাণ ফুল ফুটবে প্রতিটা ডালে ডালে থোকায় থোকায় ফুল ফুটতে দেখা যাবে ৷
আপনারা যদি চান এই ফুল গুলো টবে রেখে বাড়ির আঙিনায় বা বেলকনিতে রেখে দিয়ে বাড়ির সৌন্দর্যতা খুব সহজেই ফুটাতে পারবেন ৷ আমি আগেও অনেক জায়গায় দেখেছি সচরাচর এই ফুল গুলো বাড়ির বেলকনিতে টবে ঝুলিয়ে রেখে দেয় তখন দেখতে আসলেই অনেক সুন্দর লাগে ৷
বিশষে করে এই ঘাসফুলের কিছু গ্রাম্য ঔষুধি গুনাগুন রয়েছে যেগুলো হলো , ছোট বাচ্চাদের কাশি হলে বা কাশি নিরাময়ে এই গাছের ডাল পাতা গুলো বেটে সেই রস পান করালে শিশুদের কাশি নিরাময়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷
তারপর প্রাপ্ত বয়স্কদের জন্য এই ফুল গাছের শিকর গুলো সিদ্ধ করে রোদে শুকিয়ে সেই শুকনো শিকর গুলো প্রতিদিন রাতে ভিজিয়ে সকাল বেলা সেবন করলে উষ্ক কাশি দুর করতে খুবই সাহায্য করে থাকে ৷
তো বন্ধুরা যতটা পারলাম এই ঘাসফুল সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ জানি না কেমন হয়েছে আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
খুব সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু এটাকে কি ঘাসফুল বলে, এটা নিয়ে আমার একটু ডাউট আছে। আমি যতদূর জানি এই ফুলটাকে টাইম ফুল বলা হয়। আমাদের এদিকে এটাকে টাইম ফুল বলে এই কারণেই, এটা সকাল দশটার সময় ফোটে। অফিস টাইমে ফোটে। এ কারণেই এই নাম দেয়া হয়। এর অনেক কালার আমাদের বাড়িতেও রয়েছে। আমার মা যেহেতু ফুল ভীষণ পছন্দ করে। তাই আমাদের বাড়িতে প্রচুর ধরনের ফুলের গাছ। এই গাছের একটি চারা বাড়িতে লাগালে অনেকগুলো গাছ হয়। আর থোকা ফুলগুলো সবুজের মাঝে সত্যিই অনেক দেখতে ভালো লাগে। বিশেষ করে এই কালারটা যেটা আপনি ক্যাপচার করেছেন এটা অনেক সুন্দর দেখতে লাগে। সূর্যের আলোতে যে কোন জিনিসের রং এত সুন্দর করে ফুটে ওঠে, আপনার ক্যামেরাতে প্রত্যেকটি ছবি খুব সুন্দর করে ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি এক ফুলের তো অনেক ধরনের নামও থাকতে পারে এমনও অনেক ফুল আছে যা আমাদের দেশে এবং কি পুরো বিশ্বে বা অন্যান্য দেশে ভিন্ন ধরনের নামও থাকতে পারে ৷ আমি তো ইচ্চা করলে গুগলে সার্চ করে ফুলের নাম টা নিতে পারতাম আমি তো এতকিছু ভাবি নি যে ফুলের নির্দিষ্ট নামটি দিতে হবে যেটা সবাই চিনে থাকবে ৷
যাই হোক আপনার মতামত টুকু পড়ে আরো অনেক কিছু বুঝতে পারলাম ৷ চেষ্টা করবো আমার ভূল গুলো সংশোধন করার ৷ আর আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনার মতামত টুকু বেশ সুন্দর ভাবে উপাস্থাপন করেছেন ৷ শুভকামনা রইল আপনার জন্য ৷ 🤍🌼
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আপনাকে সেভাবে বলিনি। অথবা আপনার ভুল হয়েছে সেটাও জানাইনি। আমি শুধুমাত্র বলেছি, আমি যতদূর জানি এই ফুলটার নাম টাইম ফুল। কারন আমাদের এদিকে এই নামেই ডাকা হয়। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ফুল গুলোর নাম আমাদের এখানে সবাই বলে থাকেন টাইম ফুল কেননা নির্দিষ্ট সময়ে এই ফুলগুলো ফুটে থাকে। বিশেষ করে শীতের সময় এই ফুল গুলো বেশি ফোটে এবং দেখতেও ভারী সুন্দর সেই সাথে আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ফুলের ফটোগুলোকে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল আমরা প্রত্যেকেই ভালোবাসি। ফুল দেখলে আমাদের মন এমনি ভালো হয়ে যায় ।সেটা যে কোন ফুল হতে পারে। আপনি যে ফুলের ছবিটা শেয়ার করেছেন সেটা সম্ভবত টাইম ফুল। ফুলগুলো সকালবেলায় ফোটে আবার বিকেলের সময় ফুলটা নষ্ট হয়ে যায়। এই ফুলগুলো বিভিন্ন ধরনের রং হয়। ছোটবেলায় এই ভুলগুলো অফিসের টাইমে ফুটতো বলে আমরা টাইম ফুল বলতাম। কিছুদিন আগে একটা রাস্তার ধারেই দেখছিলাম একটা ঘেরার জায়গায় বিভিন্ন রংয়ের টাইম ফুল ফুটে রয়েছে। আমাদের বাগানেও মাঝে মাঝে আপনা আপনি টাইম ফুলের গাছ হয়। কিন্তু কোনদিন ফুল ফুটতে দেখিনি। আপনি যে ফুলটা শেয়ার করেছেন তার রংটা সত্যিই খুব সুন্দর। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা ফুলের একটা নামেই কি থাকে কতগুলো ফুলের নানা ধরনের নাম থাকে আমাদের এই দিকে এগুলা ঘাসফুল বলে ৷ আপনার মন্তব্য টি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর করে আপনার মতামত প্রকাশ করেছেন ৷ সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘাসফুল আমাদের বাড়িতেও ছিলো তবে এখন নেই। এই ফুলগাছগুলোকে খুব বেশি পরিচর্যা করার প্রয়োজন পড়ে না শুধুমাত্র প্রতিদিন একটু জল দিয়েই হয়ে যায়। এই ফুলকে আমাদের এখানে ঘাসফুলের পাশাপাশি টাইম ফুল নামেও পরিচিত । এই ফুলগাছগুলোর ডালপালা ভেঙে মাটিতে পুতে দিলে সেখান থেকেই আবার নতুন করে ফুল ধরে কয়েকদিনের মধ্যে। খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি পোস্ট। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল হলো ভালোবাসার প্রতিক যে যেভাবে পরিচর্যা করবে তার কাছে ততটাই ভালো লাগবে ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি পড়ে আপনার মুল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন !!!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@yoyopk যদিও আপনার লেখায় ঈশা মন্তব্য করে গেছে, এবং একেবারেই সঠিক বলেছে, এটাকে ঘাস ফুল বলে না, টাইম ফুল বলে।
নামের বিশেষ পার্থক্য আছে বলে আমার জানা নেই, কারণ এই ফুল এখানেও চোখে পড়ে এবং উল্লেখিত নামেই পরিচিত।
আপনার ফটোগ্রাফি নিয়ে আমি কোনোদিন সন্দিহান ছিলাম না, তবে আপনি যদি মনে করেন ফটোগ্রাফি নিয়ে কিছু লিখবেন তাহলে চেষ্টা করবেন ফটোগ্রাফি বিষয়টি লেখনীতে প্রকাশ করতে।
উদাহরণস্বূপ বলতে পারি আপনার গ্রাম্য পরিবেশ এর দৃশ্য একজন ফটোগ্রাফার হিসেবে বেশি আপনাকে আকর্ষিত করে?
নাকি শহরের ভিড়ের ব্যস্ত জীবন?
অনেকের আবার নানা ধরনের খাবারের ছবির পাশাপশি, নামকরা শপিং মল তথা নিজের দেশ এবং এলাকায় অবস্থিত রেস্টুরেন্ট, দোকান পাট ইত্যাদিতে আগ্রহ বেশি।
এর সাথে সংযোগ করতে পারেন, আপনার ইচ্ছে অথবা আগ্রহ মোবাইল ফটোগ্রাফি নাকি ডিজিটাল ফটোগ্রাফি?
এসকল তথ্যই আসলে একটা ফটোগ্রাফি পোস্টকে পৃথক করে, সবসময় কেউ যে ঘুরতে যায়, এমনটা তো নয়, তবে সাধারণ লেখনীকে অসাধারণ করতে বেশ কিছু বিষয়বস্তু সংযোগ করা যায়।
একজন স্টিমিয়ান হিসেবে বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন ভাষার লেখা পড়ে যে অভিজ্ঞতা আজ পর্যন্ত সঞ্চিত করতে পেরেছি, তার নিরিখে আপনার লেখায় মন্তব্য করলাম।
আশাকরি, আমার মন্তব্য ৫০ শব্দের অধিক হয়েছে, আর আপনার ব্যস্তময় জীবন থেকে কিছু সময় বের করে আমার মন্তব্য পড়বার সময় আপনি পাবেন।
কারণ, অনেক সময় চেয়েও কিছু বলিনা, কথা কে কিভাবে নেবে সেটা ভেবে।
এই কথাগুলো টিউটোরিয়াল ক্লাসে বলাই যায় কিন্তু এখন আপনার উপস্থিতিও আগের তুলনায় অনেক কম অন্যান্য অনেকের ন্যায়!
আর ঠিক সেই কারণে কাউকে ব্যতিব্যস্ত না করায় শ্রেয় বলে মনে হয়। ভেবে দেখবেন কথাগুলো, যদি সঠিক মনে হয়, চেষ্টা করবেন একদিন ভালো না খেয়ে প্রতিদিন কিভাবে ভালো খাওয়া যায় সেই প্রচেষ্টা করবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দিদি টাইম ফুল কি না আমি জানি না তবে আমাদের এই দিকে ঘাস ফুল নামেই চিনে তাই আমিও ঘাস ফুল নামেই ফুলের নাম টি উল্লেখ করেছি হয়তো ভূল হয়েছে তার জন্য আমি দুঃখিত প্রকাশ করছি ৷
আর আপনি সব কথা গুলোই সঠিক বলেছেন ৷ চেষ্টা করবো আপনার কথা গুলোর যথাযথ মূল্যায়ন করার ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরাবর আপনার ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি ধারণ করতে পারেন এটা আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যায় আপনার ফটোগ্রাফির দক্ষতা অনেক বেশি এবং আমি সত্যি আপনার ফটোগ্রাফি গুলো অনেক পছন্দ করি আপনি যে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন এটা একটি মুগ্ধ করার মতো ফটোগ্রাফি ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
আমি আসলে ফটোগ্রাফি পছন্দ করি আর ফটোগ্রাফি করার সময় চেষ্টা করি যেন ছবি গুলো অনেক আকর্ষণীয় হয়ে উঠে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুলটা আমার কাছে অনেক সুন্দর লাগে আর হ্যাঁ এটা মনে হয় ঘাসফুল না।।। আমার বোনের ছাদে এই ফুল লাগিয়েছে যখন সবগুলো ফুল একসাথে ফোটে অসম্ভব সুন্দর লাগে।। ক্যামেরাম্যান দক্ষ হলে ফটোগ্রাফি তো সুন্দর হবেই।। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit