টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সামর্থ্য ও সম্ভাবনা!!!

in hive-121930 •  3 years ago 


image.png
Source

যতই দেশের মাটিতে শেষ দুটো সিরিজে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে ঘূর্ণি পিচ (নাকি আন্ডার প্রিপেয়ার্ড) দিয়ে উড়িয়ে দিক বাংলাদেশ, আসলে একটু যদি তলিয়ে দেখা যায় টি২০ টা সত্যিই বাংলাদেশের ঠিক আসেনা। গত চার বছরের পারফরমেন্স যদি দেখা যায় এই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ গুলো বাদ দিয়ে তাহলে দেখা যাবে ৪০টা ম্যাচে জয় মাত্র ১৩টা। আর ঠিক এই কারণেই ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ যতই উন্নতি করুক টি২০তে এখনও পেছনের সারিতেই থাকতে হচ্ছে আর তার ফলশ্রুতি অনুযায়ী প্রিলিমিনারি রাউন্ড টপকে তারপর সুপার ১২এ প্রবেশ করতে হবে এই বিশ্বকাপে বাংলাদেশকে। এই বিশ্বকাপে সম্ভাবনা কেমন বাংলাদেশের, দেখে নেওয়া যাক এক ঝলকে।


image.png
Source

শক্তি : বাংলাদেশ দলের টি২০ তে শক্তি যদি বলতে হয় সেটা কিছুটা তাদের বোলিং। মুস্তাফিজুর এখনও অনেক দলের কাছেই ধাঁধার মত। 'ফিজ' এর কাটার ও স্লোয়ার গুলো টি২০ তে সত্যিই ভীষণ রকম উপযোগী, এর সাথে যোগ করা যাক নবাগত নাসুম আহমেদ ও শেখ মাহেদী হাসানের টাইট বোলিং। সাকিবকে সাহায্য করার জন্য এই দুই স্পিনার যথেষ্টই কার্যকরী হতে পারেন, বিশেষত আমিরশাহীর স্লো পিচে। এছাড়া সাইফুদ্দিন ও বল হাতে খুব খারাপ অপশন নন। ব্যাটিং এ নবাগত মোহাম্মদ নাঈম ইদানিং ভালো খেলছেন, ২০১৯ এ ভারত সফরে অনবদ্য একটি ৮১ রানের ইনিংস খেলেন, এছাড়া ওপেনিং এ লিটন দাসের ওপর অনেকটা নির্ভর করবে বাংলাদেশ। আর সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ এই অভিজ্ঞ ত্রয়ীর ব্যাট হাতে জ্বলে ওঠার দিকে নিয়মিত তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।


image.png
Source

দুর্বলতা : আন্তর্জাতিক টি২০ তে বাংলাদেশের শক্তির চেয়ে দুর্বল দিক গুলো খুঁজে বের করা মনে হয় অনেক সহজ। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা তথাকথিত কোনো বিগ হিটার দলে না থাকা, এর ফলে বড় রান টি২০ তে তুলতে গেলে নিয়মিতই হিমশিম খান মাহমুদুল্লাহরা। আর বিগ হিটার না থাকার সবচেয়ে বড় কারণ দেশের মাটিতে যেসব আন্তর্জাতিক ও ঘরোয়া টি২০ বাংলাদেশ খেলোয়াড়রা খেলেন সেখানে স্লো এবং ঘূর্ণি পিচ, যা টি২০ তে বিগ হিটিং এর অন্তরায় হয়ে দাঁড়ায়, ফলত বাংলাদেশে লম্বা লম্বা ছক্কা মারার খেলোয়াড় তৈরীই হয়না। আর এর প্রভাব আন্তর্জাতিক টি২০ তে সবচেয়ে বেশি পড়ে রান তাড়া করার ক্ষেত্রে, ১৪০ এর বেশি রান তাড়া করার ক্ষেত্রে বাংলাদেশ বহু সময়ই শোচনীয় সব ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে। বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউ গিনি ম্যাচে হয়তো উতরে যাবেন সাকিবরা, কিন্তু সুপার ১২ এ বড় ম্যাচে ভালো ভালো স্পিনারদের সামনে আবারও পা হড়কাতেই পারেন তাঁরা। এছাড়া মাহমুদুল্লাহ ছাড়া এখনও ভালো কোনো ফিনিশার না থাকাও ভোগাতে পারে বাংলাদেশকে। সাকিব যতই ব্যাটে বলে এক বিরাট ভরসা হোন না কেন, ব্যাট হাতে নিয়মিত ম্যাচ জেতানোতে সাকিব এখনও যথেষ্টই পিছিয়ে। অন্য সমস্ত দেশে যথেষ্ট ভালো মানের লেগ স্পিনার থাকলেও বাংলাদেশে একটা লেগ স্পিনারের অভাব কিন্তু টুর্নামেন্টে অনুভূত হতেই পারে। লেগ স্পিনাররা বরাবরই টি২০ তে ম্যাচ জেতায়, পেসার মুস্তাফিজ ছাড়া দারুন ম্যাচ জেতানো বোলারের কিন্তু অভাব এই বাংলাদেশে।


image.png
Source

বাংলাদেশ দল ও তাদের সম্ভাবনা : তামিম এই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় (নাকি সরতে বাধ্য করা হলো?) ব্যাটিং এ একটা বড় ফাঁক কিন্তু তৈরী হলো। সৌম্য সরকারকে ওপেনিং এ নিয়মিত খেলাবে না হয়তো বাংলাদেশ, তবে ওপেন ছাড়া অন্য কোথাও খেলালে সৌম্যর সাফল্য পাওয়ার সম্ভাবনা কম। লিটন, নঈম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর ব্যাটিংয়ের দিকে নিয়মিত তাকিয়ে থাকবে দল। যদিও টি২০ ক্রিকেটে শেষ দেড় বছরে অতি সাধারণ পারফরমেন্স করার পরেও মুশফিকুর কিকরে বিশ্বকাপ দলে সুযোগ পেলেন, সেটাও এক রহস্য। ২০১৯ এ ভারতের বিরুদ্ধে দিল্লিতে ম্যাচ জেতানো ইনিংসের পরে বাকি ম্যাচ গুলোতে তাঁর গড় ১০ ও পেরোয়নি। দলে ফিনিশার হিসেবে আফিফ হোসেন ধ্রুবকে তৈরী করার চেস্টা চলছে, আফিফ ৬ নম্বরে খুব খারাপ নন, আর মুশফিক টি২০ তে কিপিং গ্লাভস তুলে রাখায় নুরুল হাসানকে হয়তো কিপার হিসেবে খেলানো হবে, নুরুলের কিপিং দুর্দান্ত হলেও ব্যাটিংএ অনেক উন্নতি করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে লিটন কিপিং করলে অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর অপশন বাড়বে বাংলাদেশের, সেক্ষেত্রে শামীম পাটোয়ারি ৭ নম্বরে খুব ভালো অপশন হতে পারেন, ২০ বছরের এই শামীম কিন্তু বড় শট মারতে পারেন। মাহেদী হাসান যেকোনো পজিশনে ব্যাট করতে পারেন এবং তাঁর অফস্পিন যথেষ্টই কার্যকরী। সবমিলিয়ে বাংলাদেশ দলে মোটামুটি একটা ব্যালান্স থাকলেও বিগ হিটারের অভাব, ভালো লেগ স্পিনার না থাকা ও বড় ম্যাচে চোক করে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে সুপার ১২ এর বেশি যাওয়া সম্ভব নয়। আবারও ওই এক-আধটা চমকের সাথে বাংলাদেশের 'টি২০টা ঠিক আসেনা' এই ট্যাগটাও জুড়েই থাকবে।


image.png
Source

বাংলাদেশ স্কোয়াড : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সৈফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম শরীফুল ইসলাম, মোহাম্মদ নঈম শেখ, মাহেদী হাসান, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, নুরুল হাসান।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Great post