সবাইকে স্বাগতম,
আজকে আমি আমার শহরের সেরা দশটি আলোকচিত্র আপনাদের সাথে শেয়ার করবো,
তো চলুন শুরু করা যাক!
📸 Picture 1📸
এটি আমাদের শহরের অনেক নাম করা একটি রেস্টুরেন্ট। প্রতিদিন অনেক ধরনের, নানা বয়সের লোক এখানে খেতে আসে।
📸 Picture 2📸
এটি আমাদের এলাকায় অবস্থিত ইটের ভাটা। এখান থেকে প্রতিবছর কয়েক লাখ ইট উৎপাদন করা হয়। এই ইট ভাটার মাধ্যমে অনেক বেকারের কর্মের ব্যবস্থা হয়েছে।
📸 Picture 3📸
এই রাস্তা দিয়ে গ্রাম থেকে শহরে যাওয়া-আশা করা হয়। এই রাস্তাটি পার্বতীপুর ও রংপুরকে একত্রিত করেছে।
📸 Picture 4📸
এই ছবিতে আমরা একটি নদী দেখতে পারতেছি। এটি আসলে তিস্তা পানি প্রকল্পের একটি সরকারিভাবে খননকৃত ক্যানেল। যার নাম দেওয়া আছে ডালিয়া।
📸 Picture 5📸
ছবিতে দেখা যাচ্ছে কিছু কৃষক ধানক্ষেত থেকে ধান কেটে বাসায় নিয়ে যাচ্ছে। প্রতি বছর এই সময় কৃষকরা অনেক ব্যস্ত থাকেন তাদের ধান বাসায় তুলতে। ধান কাটার দৃশ্য সত্যিই অনেক সুন্দর ও মনমুগ্ধকর।
📸 Picture 6📸
এখানে আমরা কিছু রাজহাঁস দেখতে পাচ্ছি। রাজহাঁস দেখতে অনেক সুন্দর। রাস্তা দিয়ে যখন কিছু রাজহাঁসের দল যায় তা দেখতে অনেক ভালো লাগে।
📸 Picture 7📸
এটি হচ্ছে আমাদের বিভাগীয় শহরে একটি ইন্ডোর পার্ক। এই পার্কে প্রতি শুক্রবার ছুটির দিনে বাবা-মা তাদের সন্তানদের নিয়ে আড্ডা দিতে আসেন। পার্কটি ভিতর ও বাহির থেকে দেখতে অনেক সুন্দর।
📸 Picture 8📸
এটি আমাদের কলেজের একটি ভাষ্কর্য। এটি আমাদের কলেজের সৌন্দর্য বৃদ্ধি করেছে।
📸 Picture 9📸
এটি আমাদের শহরের কাছাকাছি গ্রামের মেলা। প্রতি বছর এই সময় এই মেলা অনুষ্ঠিত হয়।
📸 Picture 10📸
এটি আমাদের শহরের খুব বড় পুকুর। দুপুরে জেলেরা এখানে মাছ ধরতেছে। এটি খুবই সুন্দর একটা মুহুর্ত।
I hope you are all like my top 10 photography album.
Best Regards:-
@sagor1233
nice brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit