আসসালামু আলাইকুম
সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো।আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।আজকে আমি তোমাদেরকে আমার প্রিয় ফুটবলার সম্পর্কে জানাবো। তার নাম হলো মেসুত ওজিল। সে জার্মানির ফুটবলার। সে আমার অধিক প্রিয় একজন ফুটবলার 🏀🏀।
ওজিল তার সহজসুলভ খেলার ধরন ও তাৎক্ষনিক চতুরতা জন্যে পরিচিত।
নীচে আমি তার সম্পর্কে কিছু বর্ণনা দিলাম।
মেসুত ওজিল একজন জার্মান ফুটবলার যিনি প্রিমিয়ার লীগ ক্লাব আর্সেনাল এবং জার্মানি জাতীয় ফুটবল দলে খেলে থাকেন। ওজিল ২০০৬ সাল থেকে জার্মানির বয়সভিত্তিক দল এবং ২০০৯ সাল থেকে জার্মানি জাতীয় ফুটবল দলে খেলে আসছেন।
২০১০ ফিফা বিশ্বকাপের পারফর্মেন্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন এবং গোল্ডেন বল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়, যা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেয়া হয়।
ওজিল ২০০৬ সালে তার বরিষ্ঠ ক্যারিয়ার শুরু করেন বুন্দেসলীগায় তার আদি শহরের ক্লাব শার্লকে ০৪ এর হয়ে।
২০০৮ সালে তিনি ওয়ের্ডার ব্রেমেনে চলে আসেন এবং ২০১০ সালে বিশ্বকাপে তার দারুণ পারফর্মেন্সে মুগ্ধ হয়ে রিয়াল মাদ্রিদ ওই বছরের আগস্ট মাসে তাকে দলে নেয়।
২০১৩ সালের সামার ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে আর্সেনাল তাদের ক্লাব রেকর্ড £৪২.৫ মিলিয়ন ইউরোর মাধ্যমে তাকে দলে নিয়ে আসে।[৪][৫][৬][৭] এর মাধ্যমে তিনি জার্মানির সর্বকালের সবচেয়ে দামী খেলোয়াড় হন।
তার ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঃ মেসুত ওজিল
জন্মঃ ১৫ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩২)
জন্ম স্থানঃ জেলসেনকির্সেন, পশ্চিম জার্মানি
উচ্চতাঃ ১.৮১ মি (৫ ফু ১১ ইঞ্চি)
মাঠে অবস্থানঃ অ্যাটাকিং মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাবঃ আর্সেনাল
জার্সি নম্বরঃ ১০
- মেসুত ওজিল একজন ইসলাম ধর্মের অনুসারী। দুই দেশের নাগরিকত্বের কারণে তুরস্ক কিংবা জার্মানি- যে কোন দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার সুযোগ ছিলো ওজিলের। যে পরিবেশে বেড়ে উঠেছেন, যেখানে ফুটবল শিখেছেন- সেই জার্মানিকেই বেছে নিয়েছেন তিনি। ৩ বছর শালকে জিরো ফোর ক্লাবে খেলার পর ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে তাকে কিনে নেয় জার্মানির আরেক ক্লাব ওয়েরডার বারমেন। ২০০৯ সালে অনূর্ধ-২১ ইউরোপীয় চ্যাম্পিয়নশীপের শিরোপা জেতে জার্মানি। আন্তর্জাতিক ফুটবলে নিজের তৃতীয় ম্যাচেই পান গোলের দেখা।
- তুরস্কের মডেল আমিনি গুলসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার।ওজিল ফুটবলারের বিয়ে অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তাম্বুলে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও তার স্ত্রী এমিনি এই বিয়ের স্বাক্ষী হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন। ওজিলের সদ্য বিবাহিত স্ত্রী ইস্তাম্বুলের একজন মডেল ও অভিনেত্রী।
এছাড়া তিনি সাবেক মিস তুরস্ক। ওজিলের বিয়েতে তার পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন তার স্ত্রীর পরিবার।
Cc:
@steemit-netwark
He is very famous football player. I love his skills. Nice post.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you ☺️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I have selected this post for the top post of the Steemit Network community. Many good wishes for you. Always try to share quality posts. Please delegate Steemit Network Community for the better support.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit