কয়েকটি ফলের ফটোগ্রাফি || @sahana605 (05.05.2022)

in hive-125738 •  2 years ago 

হ্যালো বন্ধুরা,


আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালই আছেন। আমি মোছা: শাহানা আক্তার। বিশ্বের এই জনপ্রিয় স্টীমিট প্লাটফর্মে আমার আইডির নাম: @sahana605. আমি একজন বাঙালি মেয়ে। তাই আমি সব সময় বাংলা ভাষায় লেখালেখি করি। ফটোগ্রাফি করা আমার একটি বড় শখ বলতে পারেন। ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। সুন্দর কোন দৃশ্য বা মুহূর্ত ভালো লাগলে আমি ফটোগ্রাফি করি। ভিন্নধর্মী ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাই আজ আমি কাঁচা আম, ডালিম ও লাল আঙ্গুর ফলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাই আমার প্রিয় এই ফলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম।


কয়েকটি ফলের ফটোগ্রাফি:

IMG_20220505_190521.jpg
Device: Redmi Y2.

IMG_20220505_183452.jpg
Device: Redmi Y2.

এখন আমি যে ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম এটি সকলের কাছে খুবই পরিচিত। এই ফলটি বর্তমান মৌসুমেই পাওয়া যায়। বাংলাদেশ তথা সারা বিশ্বে এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবেনা যে এই ফলের সাথে পরিচিত নয়। তবুও আমি ফলটির নাম বলছি এই ফলের নাম হচ্ছে আম। আম কাঁচা হোক আর পাকা হোক দুটোই আমার খেতে ভালো লাগে। যেহেতু বর্তমানে গাছে আম পাকেনি তাই কাঁচা আমের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।


IMG_20220228_163725.jpg
Device: Redmi Y2.

ছোট বড় সকলের কাছেই অতি পরিচিত একটি ফল হলো ডালিম ফল। এই ফল খেতে খুবই মজার। ডালিম ফল পাকলে এর ভিতরে ছোট ছোট দানা গুলো রক্তবর্ণ হয় এবং সেগুলো খেতে খুব ভালোলাগে। এছাড়াও ডালিম ফলে খুব পুষ্টি রয়েছে। এই ফলটি আমার ভীষণ পছন্দের। আমি রাস্তার মোড়ের দোকান থেকে এই ফলের ফটোগ্রাফি করেছিলাম। আমার বাসাতেও এই ফলের গাছ রয়েছে। কিন্তু আমার বাসার গাছে এখন পর্যন্ত ডালিম ফল ধরেনি। আমি ছোটবেলা থেকেই এই ফল খাই। তাই এই ডালিম ফলের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।


IMG_20220228_163716.jpg
Device: Redmi Y2.

এখন আমি যে ফলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম সেটি সকলের খুবই পরিচিত এবং বাজারের ফলের দোকানে সব সময় দেখতে পাওয়া যায়। এই ফলটির নাম হচ্ছে লাল আঙ্গুর। এই ফলটি খেতে খুব সুস্বাদু লাগে। পুষ্টিগুণে ভরপুর এই ফল রাস্তার মোড়ের দোকানে দেখে লোভ সামলাতে না পেরে ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফি করার পর এই দোকান থেকে আমি কিছু ফল কিনেছিলাম। এই ফল খেতে আমার খুব ভালো লাগে। তাই এই লাল আঙ্গুর ফলের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরলাম।


Photographs Device:Redmi Y2.
Photographer:@sahana605


বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার নতুন কোন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকুন এই প্রত্যাশায় সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।


আমার ফটোগ্রাফি পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ।

ধন্যবাদন্তে,

@sahana605

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!