হ্যালো বন্ধুরা,
তরমুজ ও পেয়ারা ফলের ফটোগ্রাফি:
Device: Redmi Y2.
এই গরমের সময় তরমুজ খেতে ভালো লাগে। বিশেষ করে লবণ ও কাঁচামরিচ দিয়ে তরমুজ মাখানো খেতে আমি বেশি পছন্দ করি। এভাবে পেয়ারা মাখানো খেতেও ভালো লাগে। তরমুজ ও পেয়ারা সুন্দর ভাবে কেটে লবণ ও কাঁচামরিচ দিয়ে মাখিয়ে খেলে আমার কাছে বেশি ভালো লাগে। তাই আমি মাঝে মাঝেই তরমুজ ও পেয়ারা মাখানো খাই। তাই এবার এই লোভনীয় খাবারের ফটোগ্রাফি করেছি। তরমুজের ফটোগ্রাফি করতে ভালো লেগেছে।
Device: Redmi Y2
তরমুজের পিসগুলো যখন কেটে প্লেটে রেখেছিলাম তখন দেখতে ভালো লাগছিল। প্লেটে সাজিয়ে ফটোগ্রাফি করতে ভালো লাগছিল। আমি চেষ্টা করি সব সময় ভিন্ন কিছু ফটোগ্রাফি করতে। চাই আমার খুবই পছন্দের তরমুজের ফটোগ্রাফি করেছি। তরমুজের সুন্দর এই পিসগুলো করতে ভালো লেগেছিল।
Photographs Device: | Redmi Y2 |
---|---|
Photographer: | @sahana605 |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit