সবাইকে অভিবাদন💐
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
I am @kuhinoor from Bangladesh.
হ্যালো প্রিয় বন্ধুগন সবাই কেমন আছেন? সবাইকে ফুলেল শুভেচ্ছা। আমার মঙ্গল কামনা করি, আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আমার কোমল ভালবাসা গ্রহণ করুন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দোয়া করি মহান আল্লাহ যেন সবাইকে সুন্দর ও সুস্থ রাখেন।
ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলের সুভাস মানুষকে মুগ্ধ করে। ফুলকে ভালোবাসেনা এমন মানুষ নেই, ফুলের পূজারি, সবাই সকলকে আমরা ফুলেল শুভেচ্ছা।
কাঁচা হলুদ এবং গাড়ো হলুদ মিশ্রিত এই ফুলের নাম কাঁকরল ফুল। এটি সবজি ফুল, লতানো সবুজ গাছে জন্ম সুন্দর এই ফুলের। মাঁচায় ফুটলে প্রতিটি ফুলের মাঝে মাছি বা ভোমর বসে থাকে এরা পরাগায়নের সাহায্য করে। ফুলের মোট পাঁচটি পাপড়ি বিশিষ্ট।এটি কন্দনমুলের সাহায্যে বংশ বিস্তার করে। সাধারণত গ্রীষ্মকালে এই ফুল ফুটে।
সাদা রঙের এই ফুলটির নাম কুচিলা। এটি একটি ভেষজ উদ্ভিদ। ধবধবে সাদা রঙের এই ফুলগুলো কুচিলা ফুল।কুচিলার ১০ টি ও বেশি আঞ্চলিক নাম রয়েছে। পাঁচ পাপড়ি বিশিষ্ট এই ফুল সূর্যের আলোতে ফুটে থাকে। এই ফুল গাছের পাতা সবজি হিসাবে রান্না করে খাওয়া যায়, এবং ডায়াবেটিস রোগীর জন্য এটি বেশ উপকারী ঔষধ। গন্ধহীন সাদা রঙের এই ফুল ফুটলে দেখলে চোখ জুড়িয়ে যায়, এবং ফুল গ্রামের আনাচে-কানাচেতে ফুটে। লতানো এই গাছের কোন যত্ন নিতে হয় না এটি বোনালি গাছ ও বটে। এই ফুল গাছে পটলের মতো এক ধরনের ফল হয়, পাকলে লাল টকটকে দেখতে খুব সুন্দর লাগে।
গোলাপি রঙের এই সুন্দর ফুলটির নাম জবা।জবা একটি গুল্ম জাতীয় বৃক্ষ। জবা ফুল বিভিন্ন রঙের হয়, রক্ত জবা, গোলাপি জবা, হলুদ জবা, বাদামি জবা ইত্যাদি। জবা একটি গন্ধহীন সুন্দর ফুল, তবে এর মিষ্টি এক ফ্রেভার আছে। বর্ষার ঋতুতে প্রচুর জবা ফুল আসে, পাঁচটি পাপড়ি বিশিষ্ট হয় জবা তবে রক্ত জবা গুচ্ছ পাপড়ি বিশিষ্ট হয়।
হলুদ রঙের এই ফুল টি নাম ভৃঙ্গরাজ। এটি দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো। গ্রামের ও শহরের সব জায়গায় এটি দেখা যায়। পথের ধারে কিংবা এর্পাটমেন্ট এর আঙিনায় এর বিশ্তার। সবুজ ঘাসের আড়ালে উঁকি দেয় হলুদ রঙের সুন্দর এই ফুল। বলছি ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ ভৃঙ্গরাজ। এর চেনা অচেনা অনেক আঞ্চলিক নাম রয়েছে। বর্ষাকালে এর হলুদ রঙের ফুল হয় এবং শরৎকালে ফল হয়। এ ফুলের তিনটি রঙের হয়, হলুদ, সাদা, নীল।
সবার জন্য শুভ কামনা। আপনার জন্য শুভেচ্ছা। অবশ্যই আমার বাছাই করা ফুল আপনার নজর কাড়বে। আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন অধ্যায়ে।
আল্লাহ হাফেজ।
আমার ব্লগ পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit