. Hello everyone
I am @kuhinoor From Bangladesh
আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আজ আপনার মাঝে শেয়ার করব একটি সুন্দর দিনের কার্যক্রম।
রোজ বুধবার। সকাল ৫ ঘটিকায় ঘুম থেকে উঠে। পরে আমি ও আমার ভাইয়ের বউ নাস্তা তৈরি করি। তারপর নাস্তা খেয়ে আমি ও আমার আপু হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা দিলাম। আপু খুব অসুস্থ সাথে আমার ছোট ভাই, মা, বড় বোন সাথে আরো দু জন। আপুকে একটা নিদিষ্ট গাড়ি করে হাসপাতালে পৌঁছাতে বলা। আমরা যাই শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল। আমি বাসে উঠে যাই। বাসা থেকে ২০ মিনিট সময় লাগে।
আমরা সকাল ৯ ঘটিকায় হাসপাতালে পৌঁছলাম। গিয়ে প্রথমে আমি টিকিট সংগ্রহ করি।ডাক্তারে সাথে কথা বলার পর দ্রুত তাকে এডমিড দেয়া হয়। পরে আমি হাসপাতালের ব্যাংকে টাকা পরিশোধ করি। এবং আবার ডাক্তারের সাথে কথা বলি। আমাদের বেড দেয়া হয় গাইনি ওয়ার্ডে ৯ নাম্বার। সকাল ১১ টায় আপুকে অটিতে নিয়ে যাওয়া হয়। আমাদের বলা হয় ব্লাডগ্রুপ মেচিং করতে হবে এবং ব্লাড দেয়ার লোক রেডি রাখার জন্য। ৭৫০ টাকা আবার বিল পরিশোধ করি। পরে ব্লাড দেয়া হয়। আমার ছোট ভাই ব্লাড দেন।
ডাক্তার ঔষধের প্রেসক্রিপশন দিয়ে বলে দ্রুত নিয়ে আসেন। ৪০৩০ টাকা ঔষধের মূল্য ছিলো।
মেজ ভাই ঔষধ নিয়ে আসে। পরে ডাক্তার সিজার শুরু করে।
আমি ও আমার মেজ ভাই অ্যানেসেথিয়া ডিপার্টমেন্টে চলে যাই। তখন এক আয়া এসে সিজার রুম থেকে এসে বলে আপনারদের রোগীর ছেলে বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ। কিছু সময় অপেক্ষার পর বাবুকে নিয়ে আসে। আমার মায়ের কোলে দেয়া হয় এবং তারা ২০০০ টাকা দাবি করে। আমরা সবাই ছোট সোনামনি কে কোলে নিলাম। পরে ৬ ঘন্টা আপুকে ফলোআপে রাখা হয়। আমরা বাবুকে নিয়ে বেডে চলে আসি। আবারো একটি প্রেসক্রিপশন দিয়ে বলে দ্রুত ঔষধ নিয়ে আসে। এখন ১৬৫০ টাকার ঔষধ লাগে।
দুপুর ২:৩০ সময় এখন দুপুরের খাবার খাওয়ার সময়। আমরা ৫ জন খাবার খেতে হোটেলে যাই। ভাত, গরুর মাংস, লাউ, চিংড়ি মাছের ভর্তা খাই।
১২৫০ টাকা বিল। পরে আবার হাসপাতালে যারা ছিলো তাদের জন্য খবার নিয়ে যাই, ৬০০ টাকার। একটু পর পর আমি রুমে গিয়ে আপুকে দেখে আসি। আবার আমাকে একটা ঔষধের প্রেসক্রিপশন দেয়া হয়। আমি ছোট ভাইকে কল দিয়ে ফার্মেসিতে পাঠাই। এখন মোট মূল্য ছিলো ১৪৭২ টাকা। বিকাল হয়ে গেল । আমরা সবাই একটু বিশ্রাম নেই। পরে বাবুকে দেখতে ডাক্তার আসে।
আমাদের অনেক নিকট আত্মীয় আপুকে দেখার জন্য আসে। বাবুকে কিছু সময় পর পর মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। রাত ১১ টার সময় আপুকে বেডে দেয়া হয়। ততক্ষণ পর্যন্ত অনেক আপুকে দেখার জন্য অপেক্ষা করল। পরে রাতে আমরা কয়েক জন বাসায় এসে রাতে ঘুমাই।
খুব ভালো একটা সময় অতিবাহিত করলাম। আমরা সবাই অনেক খুশি হয়েছিলাম। আল্লাহ রহমতে সব ঠিক তম ছিলো কোন জামেলা ছিলো না।
আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit