উড়িয়ে ধ্বজা: বাহির পথে নতুন সূর্যোদয়

in hive-129948 •  3 days ago 

Flux_Schnell_a_lush_3d_render_of_A_majestic_sunrise_over_an_ex_0.jpeg

IMAGE GENARATED BY AI

ক্রেডিট - রবীন্দ্রনাথ ঠাকুর

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই-যে তিনি, ওই-যে বাহির পথে।

আয় রে ছুটে, টানতে হবে রশি—
ঘরের কোণে রইলি কোথায় বসি।

ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
ঠাঁই ক’রে তুই নে রে কোনোমতে॥

কোথায় কী তোর আছে ঘরের কাজ,
সে-সব কথা ভুলতে হবে আজ।

#বাংলাকবিতা #কবিতারআহ্বান #বাহিরপথ #উড়িয়েধ্বজা #বাংলালিরিক্স #স্বাধীনতা #সৃজনশীলতা #আবেগ #প্রেরণা

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!