"দশ টা মানুষকে ভালোবাসার চাইতে,একটা মানুষকে দশ ভাবে ভালোবাসতে পারাটাই হল প্রকৃত ভালোবাসা❤️"
সেদিনের পর থেকে আমি প্রায় প্রতিদিন তার প্রেমে পড়তাম,নতুন ভাবে নতুন করে।তার হাটা, চলা,কথা বলা,তার ব্যাবহার, তার ভালোবাসা সবকিছুই যেন আমার ভালো লাগত।ওই যে গ্রামীন একটা প্রবাদ আছে না "যার সাথে যার ভাব,তারে একবার দেখলেই লাভ"। মোট কথা হল আমি তার প্রেমে পড়েছিলাম।
তার পর থেকে রুপে ও ঘুনে প্রায় সবারই আমার মত অবস্থা হয়েছিল।আমার বাবা নিজে যেহেতু ওকে পছন্দ করেছিল,তাই আমার পরিবারের সবার চেয়ে বাবাই তাকে বেশি ভালোবাসে,স্নেহ করে।
কিছুদিন পর আমি তাকে নিয়ে আমার শ্বশুর বাড়ী মানে তার নিজের বাড়ি গিয়েছিলাম,সেদিন সে খুব খুশি ছিল।প্রত্যেক টা মেয়েই হয়ত তার বাবার বাড়িতে আসলে এরকম খুশি হয়।সেদিন সে আমার খুব যত্ন করেছিল😊 এমনটা না যে সে এর আগে আমার যত্ন নেয়নি কিন্তু সে দিন টা ছিল স্পেশাল।যেহেতু,বিয়ের পর বাবার বাড়িতে প্রথম আসা।তার ভাবিরা বাড়ির প্রত্যেকই আসছিল আমার সাথে পরিচিত হতে।
সবার সাথে মিলেমিশে মজা,আনন্দ করে ঘুরেফিরে প্রায় সাত দিন ছিলাম তাদের বাড়িতে,এই সাতদিনে তাদের বাড়ির প্রত্যেকের আচার আচরন ব্যাবহার আমাকে মুগ্ধ করেছিল।বিশেষ করে আমার শ্বাশুরী,আমার শালী+ছোট বোন এবং আমার শালা+ছোট ভাই।আমার শ্বাশুরী আমার অনেক খেয়াল রাখত যেহেতু আমার শ্বশুর দেশের বাহিরে থাকত সেহেতু,আমার শ্বাশুরীর উপড় সংসারের সব দায়িত্ব ছিল।চলবে......
আপনাদের ভালোবাসার গল্প শুনে বেশ ভালোই লাগছে ভাইয়া। আসলে মনের মতো সঙ্গি পেলে মনটা আনন্দে ভরপুর থাকে সব সময়। ভাবি আপনাকে তার বাবার বাড়িতে অনেক যত্ন করেছে।আপনার শ্বশুর শ্বশুড়ি, শালা,শালিকারা আপনার যত্ন করেছে জেনে খুব ভালো লাগলো।আসলে প্রতিটি শ্বশুর শ্বশুড়ি চায় তাদের জামাইকে আদর যত্নে রাখতে।আর বিনিময়ে তারা চায় আপনার থেকে সন্মান ও মেয়ের প্রতি ভালোবাসা।ধন্যবাদ ভাইয়া সুন্দর মূহুর্ত গুলো শেয়ার করার জন্য। পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ঠিক বলেছেন আপু।আমিও আপনার কথার সাথে একমত পোষন করছি।সবাই শ্বশুর বাড়িতে এমন টাই প্রত্যাশা করে থাকে।ছেলেরা শ্বশুর বাড়িতে বরাবরই লাজুক স্বভাবের হয়ে থাকে।আমিও তাদের মেয়েকে যথেষ্ট সম্মান ও ভালোবাসা দিয়ে থাকি।আমি বিশ্বাস করি সে এমনি এমনি আমার কাছে আসে নি।আমার আল্লাহ তাকে আমার অর্ধাঙ্গিনী করেই এই দুনিয়াতে পাঠাইছে।আমাদের ভালোবাসার গল্প টি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মুল্যবান আপভোট দিয়ে সহযোগিতা করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit