গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৫৫৪ তম রাউন্ড শেষে আজ ২৬ জানুয়ারি ২০২৫, ৫৫৫ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@mahfuzur888
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@mahfuzur888
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ মোঃমাহফুজুর রহমান। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ চাকুরীজীবী। শখঃ ছোটবেলা থেকেই তাহার শখ ভ্রমণ করা।ভ্রমণ তাহার খুবি পছন্দ।দেশ বিদেশে ভ্রমণ করা এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে তাহার খুবই ভালো লাগে। গাছ লাগানো তাহার প্রিয় শখ। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২১ সালের ডিসেম্বর মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
আমার বাংলা ব্লগ // মুচমুচে সুস্বাদু চিংড়ি বড়া রেসিপি।। ( Publish: 25.01.2025 )
এখন শীতের সময়ে এইসব বড়া, ভাজাপোড়া সবকিছুই খাওয়ার জন্য উপযোগী। চিংড়ির বড়া বিষয়টা আমাদের বাঙালিদের খাবারের তালিকার একটি ঐতিহ্যগত অংশ। আর এখন এইসব বড়াগুলো খেতে বেশিই ভালো লাগে। চিংড়ির বড়া যেকোনো চিংড়িকে কেন্দ্র করে তৈরি করা যায় অর্থাৎ চিংড়ি বলতে এই হর্ণে চিংড়ি বা কুচো চিংড়ি। এই চিংড়িগুলোকে আমরা কুচো চিংড়ি বলে থাকি। চিংড়ির বড়ার ক্ষেত্রে কুচো চিংড়িটাই সব থেকে বেশি ভালো হয়। এই চিংড়ি যেকোনো ভাবে অর্থাৎ শীল পাটায় বেটে বা ব্লেন্ডারে করে বেটে মিহি করে করতে সুবিধা হয়। আবার এই চিংড়িগুলো না বেটেও ওইভাবে বেসনে ডুবিয়ে বলের মতো করে বড়া তৈরি করলেও খেতে অনেক সুস্বাদু লাগে।
চিংড়ির বড়ার মেইন বিষয়টা হলো এর মুচমুচে টেক্সার এবং এর নরম, মিষ্টি স্বাদটা। চিংড়ির বড়া ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগে, আবার এইগুলো সন্ধ্যার মুহূর্তে মুড়ি বা অন্যকিছুর সাথেও দারুন লাগে খেতে। এই খাবারগুলো অনেক মুখরোচক খাবার। তাছাড়া এটি আমাদের বাঙালি লোকজ সংস্কৃতির দিক থেকে এক অবিচ্ছেদ্য অংশ। চিংড়ি দিয়ে বিভিন্ন ধরণের ভাজা, বড়া ইত্যাদি নানা পদ তৈরি করা যায়। সবমিলিয়ে এটি বর্তমানে এখন গ্রাম/শহর সব জায়গায় জনপ্রিয়।
ধন্যবাদ সবাইকে।
বিকেলের নাস্তার জন্য এরকম মচমচে বড়া রেসিপি অত্যন্ত ভালো লাগে। সেই সাথে চিংড়ি মাছ বা অন্য কোন আইটেম যুক্ত করলে সে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। খুবই ভালো লাগলো মাহফুজুর ভাইয়ের এই রেসিপিটি ফিচার পোস্ট হিসেবে মনোনীত দেখে। তার পোস্টের মার্কডাউন এবং অন্যান্য বিষয়গুলো যথেষ্ট সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে ফিচার্ড পোস্ট হিসাবে দারুন একটা পোস্ট নির্বাচন হয়েছে। মাহফুজ ভাইয়ের তৈরি সুস্বাদু চিংড়ির বড়া।সন্ধ্যার নাস্তার সময় এই খাবারটির তুলনা হয়নাহ।ভাইয়ার পোস্ট আমার দেখা হয়েছে পরিবেশন, বর্ণনা সবকিছু পারফেক্ট একদম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের ফিচারড আর্টিকেলে @mahfuzur888 ভাইয়ের নাম দেখে বেশ ভালো লাগলো।মুচমুচে সুস্বাদু চিংড়ি বড়া রেসিপি অনেক লোভনীয় হয়েছে।@mahfuzur888 ভাই অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপিটি তৈরি করেছেন উনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। যাইহোক @mahfuzur888 ভাইয়ের পোস্ট ফিচারড আর্টিকেলে দেখে অনেক বেশি ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চিংড়ি মাছের বড়া খেতে নিঃসন্দেহে অনেক বেশি সুস্বাদু লাগে। প্রায় দেড় বছর আগে একবার খেয়েছিলাম চিংড়ি মাছের বড়া। যাহোক চিংড়ি মাছের বড়া তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এতো সুন্দর একটি ইউনিক রেসিপি পোস্ট ফিচারড আর্টিকেলে প্রকাশ করার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজার মজার বড়া খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি গরম গরম এবং মুচমুচে হয় তাহলে তো কোনো কথাই নেই। অনেক মজাদার একটা রেসিপি পোস্ট আজকের এই ফিচার্ডে দেখলাম। এই পোস্টটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ পোস্টটা সিলেক্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচারড আর্টিকেলে বেশ দারুণ একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল।চিংড়ি বড়া খেতে খুবই সুস্বাদু। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিকেলের নাস্তা হিসেবে খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনি ভাতের সাথে এই বড়া খেতে আরো অনেক মজার হয়। বিশেষ করে গরম ভাত এবং ডাল দিয়ে এই পেঁয়াজু খেতে খুবই সুস্বাদু হয়। ইউনিক একটি রেসিপি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@mahfuzur888 ভাইয়ের রেসিপিটি খুব লোভনীয় ছিল।ভাইয়ের এই সুস্বাদু চিংড়ি বড়ার রেসিপিটি আজকের ফিচারড পোস্ট হিসেবে নমিনেশন পেয়েছে দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের ফিচারড আর্টিকেলের জন্য খুব সুন্দর একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। চিংড়ি মাছের এই ধরনের বড়া খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনি বিকালের নাস্তা হিসেবেও খাওয়া যায়। উনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ দাদা লোভনীয় রেসিপি আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই ফিচারড আর্টিকেলের পোস্ট দেখে আমার অনেক ভালো লেগেছে। অনেক মজাদার একটা রেসিপি পোস্ট দেখেছি। আর আমার কাছে এই পোস্টটা অনেক বেশি ভালো লেগেছে। পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চিংড়ি বড়া খেতে অসম্ভব মজা হয়। কুচো চিংড়ি দিয়ে চিংড়ি বড়া গুলো খুব বেশি সুস্বাদু হয়ে থাকে। এগুলো খুব সহজেই কিন্তু ব্লেন্ড হয়ে যায়। আর মুচমুচে ভাবটার জন্যই মূলত এটা খেতে বেশি ভালো লাগে। দারুন একটা রেসিপিকে ফিচার আর্টিকেলে স্থান দেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit