বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shapladatta
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ হৈমন্তী দত্ত । জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
দারিদ্র্যতা. by @shapladatta(date 14.12.2024 )
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রেসিপি পোস্ট করা হলেও, রেসিপি পোস্ট এর পাশাপাশি অনেক ভালো ভালো জেনারেল রাইটিং পোস্ট করা হয় । যেমন আজকে বেশ কয়েকটি ভালো জেনারেল রাইটিং পোস্ট এসেছে । তার মধ্যে হৈমন্তী আপুর দরিদ্রতা শিরোনামের এই পোস্টটি আমার বেশ ভালো লেগেছে । দরিদ্রতা বলতে বুঝিইয়েছেন উনি , আমাদের চারপাশে মানুষ কতটা কষ্টে আছে সেটি। এখানে আমরা অনেকে আছি যারা কিনা খাবার নষ্ট করে খাবার অপচয় করি, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা একবেলা খাবারের জন্য অনেক কিছু করেন । তাদের বিষয়গুলো খুব ভালোভাবে উপস্থাপন করাচ্ছেন এখানে । তাই সব মিলিয়ে এই পোস্টটিকে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা কষ্ট করে জীবন পার করছেন। আসলে এসব মানুষের দুঃখ দেখলে সত্যিই অনেক খারাপ লাগে। শাপলা আপুর এই পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দারুন হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচারড আর্টিকেলে হৈমন্তী দত্ত আপুর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।আমাদের চারপাশে এমনও অনেক মানুষ আছে যারা খাবারের জন্য অনেক কষ্ট করছে।অথচ আমরা বিভিন্ন কারণে খাবার নষ্ট করি।খাবার নষ্ট করা আসলে ঠিক না। আমরা এই খাবারের জন্যই বেঁচে আছি। বেশ দারুণ লিখেছেন আপু। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হৈমন্তী দিদির এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করেছেন দেখে খুব ভালো লাগলো। তিনি অনেক সুন্দর একটা বিষয় নিয়ে এই পোস্ট লিখেছেন। উনার এই পোষ্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটা পোস্ট ফিচারড হিসেবে মনোনীত হয়েছে দেখে অসম্ভব ভালো লাগলো। তিনি অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। আমরা আমাদের আশেপাশে তাকালে এরকম অনেক মানুষকে দেখতে পাবো যারা অনেক কষ্টে জীবন যাপন করছে। এই পোস্ট ফিচারড হিসেবে সিলেক্ট করেছেন এজন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আবেগে আপ্লূত হয়ে গেছি আমার পোস্ট টি ফিচারড আর্টিকেল হয়েছে দেখে।আসলে খুব কাছ থেকে আশেপাশের মানুষের দারিদ্রতা দেখেছিলাম তাই তা লিখে শেয়ার করেছি।ধন্যবাদ বাংলা ব্লগকে। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পোস্ট টি ফিচারড করেছে জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit