"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৮৩ [ তারিখ : ২৬ - ০২ - ২০২৫ ]

in hive-129948 •  5 days ago 

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @alif111


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমার নাম মোঃআলিফ আহমেদ। আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে। স্টিমিটে যুক্ত হই ২০২১ সালের জানুয়ারি মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20250226_153840_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20250226_153520_Chrome.jpg

শীতের রাতে বাজি ধরে গোসল করার গল্প by @alif111 ( date 25.02 .2025 )

বন্ধুদের সাথে হাজার গল্প জড়িয়ে রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে। আর এই গল্পগুলো সত্যি অনেক আনন্দদায়ক ছিল। কিছু কিছু গল্প রয়েছে অনেক মজার, যে গল্পগুলো আমরা কখনোই ভুলতে পারবো না। তেমনি একটি গল্প আমার বন্ধুদের সাথে ঘটেছিল। আর এই গল্পটি আপনাদের মাঝে শেয়ার করতে ছিলাম।বন্ধুদের সাথে এই মজার ঘটনা গুলো অনেক আনন্দদায়ক। আসলে আমরা একদিন সবার মধ্যে বাজি ধরে ছিলাম।শীতের মধ্যে পুকুরে গোসল করেছিল। এই গল্পটি আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আজকে সেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের পর্বের গল্প পড়ে আপনাদের ভালো লাগবে। --


গল্পটা যখন পড়ছিলাম তখন যেমন কিছুটা হাসি পাচ্ছিল তেমনটা আবার খারাপও লাগছিল। সত্য কথা বলতে গেলে কি, এমন ঘটনা শুধু অথরের জীবনেই যে ঘটেছে তেমনটা না, বলতে গেলে এরকম মজার ঘটনা কমবেশি প্রায় সব বন্ধু-বান্ধব মহলেই ঘটে থাকে।

আমার জীবনেও ঘটেছিল, যখন হোস্টেলে থাকতাম সেই সময়। আজ বহুদিন বাদে যেন অথরের গল্পটা পড়ার পরে , সেই পুরনো দিনের কথা হঠাৎই মনে পড়ে গিয়েছিল। আমার জীবনের গল্পটা একটু ভিন্ন ছিল, শুধুমাত্র দুইটা ডিম সিদ্ধ খাওয়ার জন্য, আমার কলেজের বন্ধু কনকনে ঠান্ডার মাঝে গোসল করেছিল।

যদিও বাজি ধরে কোন কিছুই করা তেমন ঠিক না, কেননা অনেক সময় ঘটনার হিতে বিপরীত হতে পারে । এই যেমনটা দেখুন অথরের বন্ধু পুকুরে নামার পরেই, ঠান্ডায় শরীরের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। তাই যতই সিরিয়াস মুহূর্তই আসুক না কেনো বন্ধুদের মধ্যে , কোন অবস্থাতেই জটিলতম বাজি না ধরাই উত্তম।

যেহেতু এ ধরনের গল্প মজার এবং শিক্ষনীয় , তাই উভয় দিক বিবেচনা করে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।


21PRtjKRXPQybj4WUXScWv5QPLninWRxfbcWNsx7SenD7FsWh52bv4cxbtEEqz38PzuEZGTkCLeE5dCisK3uKBy2goRUJkW2pUDs5a1WHdYPvAvFPpgRL8YD5vCqjeLZfFzaAoSXoK1AKyQDfFTZPQz.jpeg

ছবিটি আলিফ ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আলিফ ভাইয়ের এই গল্পটা পড়া হয়েছিলো অবশ্য। ভালোই লেগেছিলো তার এই অনুভূতিমূলক পোস্টটি পড়ে। পুনরায় তার পোস্টটি ফিচার পোস্ট হিসেবে দেখতে পেরে বেশ ভালো লাগলো। শুভকামনা রইলো তার জন্য যেনো আগামীতেও আমাদের মাঝে এরকম কন্টেন্ট গুলি শেয়ার করে থাকেন।

Greetings family
Can also share contents on photography in this community

I need to know what I'll do to also have this verified badge

আজকের এই ফিচার্ড আর্টিকেলে সুন্দর একটা পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আলিফ ভাইয়া অনেক সুন্দর করে এই পোস্টটা শেয়ার করেছে। তার এই পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর একটি পোস্ট মনোনীত করা হয়েছে। আসলে গল্পটি বেশ সুন্দর ছিল আর এমন সুন্দর পোস্ট এরকম সাপোর্টের আওতায় আসলে তার মাঝে অনুপ্রেরণা জাগে। ধন্যবাদ এই পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

এটা সত্য ঘটনা যে বাজি ধরে কিছু করা ঠিক নয় তবুও কিছু কিছু বাজি জীবনকে অনেক মজার করে তুলি সামান্য সময়ের জন্য হলে। যদিও এই পোস্টটা আমি এখনো পড়িনি তবে অবশ্যই পড়বো। কিন্তু তোমার কথাগুলো পরিবেশ বুঝতেই পারছি বেশ মজার পোস্ট। খুব ভালো একটি পোস্ট ফিচার হিসেবে নির্বাচন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আর আলিফ ভাইকেও আন্তরিক অভিনন্দন জানাই।