গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। প্রথম রাউন্ড শেষে আজ ৪ মে ২০২৩ দ্বিতীয় রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@tauhida
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@tauhida
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- তৌহিদা। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রান্না ও বাগান করা। বিবাহিতা এবং ১ টি সন্তান রয়েছে। শিক্ষাগত যোগ্যতা-মাস্টার্স ডিগ্রি কমপ্লিট। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ২ বছর ৩ দিন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
যেকোনো রেসিপি তৈরি করাও একটি ক্রিয়েটিভিটি। কারো মধ্যে রেসিপি তৈরি করার সঠিক কৌশল এবং জ্ঞান থাকলে সে কিন্তু সহজেই রেসিপি তৈরি করে ফেলতে পারে। রেসিপি তৈরি করাও একধরণের কলাকৌশল। রেসিপি তৈরি করতে গেলেও সেই রেসিপিটাকে ভালোবেসে এবং মনের মাধুরী মিশিয়ে তৈরি করলে সেই রেসিপি অনেক ভালো হয়।
আজকে "আমার বাংলা ব্লগের" পোস্টগুলো চেক করতে করতে হঠাৎ একটি রেসিপি আমার চোখে পড়ে। আর এই রেসিপিটি হলো 'নবাবী ক্রীম সেমাই রেসিপি'। রেসিপিটি তৈরি করেছিলেন আমাদের একজন সম্মানিত ভেরিফাইড ব্লগার তৌহিদা ম্যাডাম। রেসিপিটি দেখেই আমার কাছে খুবই ভালো লাগার একটা কাজ করে এবং নবাবী ক্রীম সেমাই নামটাও আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। সেমাই কিন্তু মোটামুটি বিভিন্নভাবে তৈরি করা যায় আর খেতেও বেশ ভালো লাগে, কিন্তু সেমাইয়ের মধ্যে ক্রীম দেওয়ার বিষয়টা বেশ ভালো আইডিয়া ছিল। এই পোস্টটির কোয়ালিটি, উপস্থাপনা , মার্কডাউন সবই মোটামুটি ভালোই ছিল। আমার কাছে সব থেকে প্রতিটা ধাপের উপস্থাপনা আর সব থেকে বড়ো কথা আমি কোনো বানান ভুল পাইনি। একদম নিঁখুত লেখা ছিল প্রতিটা ওয়ার্ড। সবশেষে তৌহিদা ম্যাডামকে ধন্যবাদ জানাই এতো সুন্দর ভাবে প্রতিটা ধাপের মাধ্যমে রেসিপিটি কমিউনিটিতে উপস্থাপন করার জন্য।
নবাবী ক্রিম সেমাই রেসিপি সত্যি চমৎকার একটি রেসিপি। এই প্রথম বারের মত রেসিপির নাম শুনলাম। ঈদের মধ্যে ব্যস্ততার কারনে যদিও আপু পোষ্টটি দেখতে পারিনি। তবে এখন দেখে ভীষণ ভালো লাগলো। অবশ্যই বাসায় একদিন চেষ্টা করবো রেসিপি তৈরি করার জন্য। দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ মজা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দারুন চয়েস। শুভকামনা রইল তৌহিদ আপুর জন্য। গত সপ্তাহের তৌহিদা আপুর পোস্টগুলো দেখলেই বুঝা যাবে যে তিনি আসলে অনেক সুন্দর পোস্ট করেছিলেন। যার জন্য তিনি এই এচিভমেন্ট পাওয়ার যোগ্য। ধন্যবাদ দাদা আপনাকে । যোগ্য লোকের যোগ্য সম্মান দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আজকের ফিচার্ড আর্টিকেল এ তৌহিদা আপুর নামটি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো । আসলে রেসিপিটিও ছিল দুর্দান্ত একটি রেসিপি । দেখি খেতে ইচ্ছে করার মতো দারুন লোভনীয় একটি রেসিপি করেছিল আপু। রেসিপিটি একদম ইউনিক লেগেছে আমার কাছে । বেশ ভালো লাগলো।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত তাড়াতাড়ি ফিচার্ড আর্টিকেলে নিজের নামটি দেখতে পারবো চিন্তাই করিনি । সত্যি অনেক ভালো লাগছে দেখে । খুবই ভালো একটি উদ্যোগ নেয়া হয়েছে । আর দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য যার কারণে আমরা নিজেদেরকে এখানে দেখতে পাচ্ছি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Welcome dear
welcome to steemit continue to post your achievement using this guides
Lists of Achievements by Cryptokannon
You can check out our new community, where quality post must be upvoted before the expire, and give aways might be done monthly
Please Just visit click the link below 👉Steem Aware
Make posts And subscribe for free
You can join any community you wish using this to link Explore steem communities then you scroll down to community of your choices and subscribe (it's absolutely free)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তৌহিদা আপুর রেসিপিটি আসলেই নবাবী ছিলো। পোস্ট টি মিস করে ফেলেছিলাম আমি। তবে আমার বাংলা ব্লগ এর এই নতুন উদ্যোগ এর জন্য দেখতে পেলাম আবার। ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তৌহিদা আপুর এই রেসিপি পোস্টটি আমি যখন দেখে মন্তব্য করেছিলাম,তখনই আমার কাছে খুব স্পেশাল মনে হয়েছিল। যাইহোক ফিচার্ড আর্টিকেলে আপুর নাম দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগলো। এমন অসাধারণ একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আবারো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নবাবী ক্রিম সেমাই রেসিপিটি সত্যিই অসাধারণ
ছিল। ফিচার্ড আর্টিকেলে তৌহিদা আপুর নামটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এই রেসিপির নামটি আমি শুনেছি তবে বাসায় কখনো ট্রাই করা হয়নি। রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে বাসায় একদিন ট্রাই করবো রেসিপিটি তৈরি করার জন্য। অসাধারণ একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit